ETV Bharat / bharat

Captain Amrinder Singh : পঞ্জাবে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারাবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমরিন্দরের - নভজ্যোত সিং সিধু

দু’দিনের সফর সেরে বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে চণ্ডীগড় ফেরেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ তার পর কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷

amrinder singh indicates that congress may loose majority in punjab
Captain Amrinder Singh পঞ্জাবে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারাবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমরিন্দরের
author img

By

Published : Sep 30, 2021, 8:20 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : পঞ্জাবে রাজনৈতিক সংকট ক্রমশ বড় আকার ধারণ করতে চলেছে ৷ এবার সেখানকার কংগ্রেস পরিচালিত সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে আশঙ্কা তৈরি হল ৷ বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মন্তব্যের পর এই আশঙ্কা তৈরি হয়েছে ৷

এদিন সন্ধ্যায় নয়াদিল্লি থেকে চণ্ডীগড় ফেরেন ক্যাপ্টেন ৷ তার আগেই অবশ্য তিনি ঘোষণা করে দিয়েছেন যে, কংগ্রেসে তিনি আর থাকছেন না ৷ আর তার পর চণ্ডীগড়ে পৌঁছে রাহুল-সোনিয়ার দলের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার ছেড়েছেন তিনি ৷

আরও পড়ুন : Amarinder Singh: কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা ক্যাপ্টেনের, যাচ্ছেন না বিজেপিতে

তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যদি দল সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে বিধানসভার অধ্যক্ষকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে পঞ্জাবে তাঁর ইস্তফার পর কংগ্রেস মুখ্যমন্ত্রী করেছেন চরণজিৎ সিং চন্নিকে ৷ চরণজিতের মন্ত্রিসভা শপথও নিয়েছে ৷ এবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পালা ৷

সাধারণত এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রক্রিয়া আনুষ্ঠানিকই হয় ৷ কিন্তু পঞ্জাব কংগ্রেসে যে কোন্দল বেঁধেছে, তাতে উল্টো কিছু ঘটে গেলেও অবাক হওয়ার নেই বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ তার উপর ক্যাপ্টেনের এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও ঘোরালো করে দিল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : amarinder singh : অজিত ডোভালের সঙ্গে বৈঠক অমরিন্দর সিংয়ের

প্রসঙ্গত, নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব কংগ্রেসের সভাপতি করার পর সেখানে কংগ্রেসের অন্দরের কোন্দল প্রকাশ্যে চলে আসে ৷ তার জেরেই মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং ৷ তার পর তিনি বিজেপিতে যোগদান করবেন বলে জল্পনা চলছিল ৷ তাঁর দিল্লি সফর ও সেই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক ওই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে ৷

তবে কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে ক্যাপ্টেন জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না ৷ আর অজিত ডোভালের সঙ্গে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁর আলোচনা হয়েছে ৷ এই নিয়ে বিস্তারিত কিছু তিনি বলতে চাননি ৷ ঠিক তেমনই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তিনি কোনও মন্তব্য করেননি ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu : কোনও ব্যক্তিগত শত্রুতা নেই, রাজনীতিই আমার ধর্ম; বললেন সিধু

আগামী কয়েকমাস পরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে তাহলে ক্যাপ্টেনের কী ভূমিকা হবে, সেটা এখনও স্পষ্ট নয় ৷ তবে তিনি সরাসরি জানিয়েছেন যে সিধু পঞ্জাবের জন্য সঠিক লোক নন ৷ তিনি কোনওভাবেই সিধুকে জিততে দেবেন না ৷

এদিকে নভজ্যোত সিং সিধুর ভূমিকা ভোটে কী হবে সেটাও স্পষ্ট নয় ৷ তিনি পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তাঁর অনেক অনুগামীও মন্ত্রিত্ব ছেড়েছেন, দলের পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ যদিও তাঁর ইস্তফা এখনও গ্রহণ করেনি কংগ্রেসের হাইকমান্ড ৷

আরও পড়ুন : BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির

এই পরিস্থিতি এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সঙ্গে দেখা করতে যান সিধু ৷ দীর্ঘক্ষণ তিনি পঞ্জাব ভবনে ছিলেন ৷ তার পর বেরিয়ে যান ৷ এর পর তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কংগ্রেসের তরফেও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

ফলে পঞ্জাবের রাজনীতি ও কংগ্রেসের ভবিষ্যৎ কোন দিকে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ৷ আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷

আরও পড়ুন : Kapil Sibal-Ghulam Nabi Azad : দলকে আত্মদর্শনের পরামর্শ কপিলের, বৈঠকের আর্জি জানিয়ে সোনিয়াকে চিঠি আজাদের

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : পঞ্জাবে রাজনৈতিক সংকট ক্রমশ বড় আকার ধারণ করতে চলেছে ৷ এবার সেখানকার কংগ্রেস পরিচালিত সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে আশঙ্কা তৈরি হল ৷ বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মন্তব্যের পর এই আশঙ্কা তৈরি হয়েছে ৷

এদিন সন্ধ্যায় নয়াদিল্লি থেকে চণ্ডীগড় ফেরেন ক্যাপ্টেন ৷ তার আগেই অবশ্য তিনি ঘোষণা করে দিয়েছেন যে, কংগ্রেসে তিনি আর থাকছেন না ৷ আর তার পর চণ্ডীগড়ে পৌঁছে রাহুল-সোনিয়ার দলের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার ছেড়েছেন তিনি ৷

আরও পড়ুন : Amarinder Singh: কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা ক্যাপ্টেনের, যাচ্ছেন না বিজেপিতে

তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যদি দল সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে বিধানসভার অধ্যক্ষকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে পঞ্জাবে তাঁর ইস্তফার পর কংগ্রেস মুখ্যমন্ত্রী করেছেন চরণজিৎ সিং চন্নিকে ৷ চরণজিতের মন্ত্রিসভা শপথও নিয়েছে ৷ এবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পালা ৷

সাধারণত এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রক্রিয়া আনুষ্ঠানিকই হয় ৷ কিন্তু পঞ্জাব কংগ্রেসে যে কোন্দল বেঁধেছে, তাতে উল্টো কিছু ঘটে গেলেও অবাক হওয়ার নেই বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ তার উপর ক্যাপ্টেনের এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও ঘোরালো করে দিল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : amarinder singh : অজিত ডোভালের সঙ্গে বৈঠক অমরিন্দর সিংয়ের

প্রসঙ্গত, নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব কংগ্রেসের সভাপতি করার পর সেখানে কংগ্রেসের অন্দরের কোন্দল প্রকাশ্যে চলে আসে ৷ তার জেরেই মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং ৷ তার পর তিনি বিজেপিতে যোগদান করবেন বলে জল্পনা চলছিল ৷ তাঁর দিল্লি সফর ও সেই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক ওই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে ৷

তবে কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে ক্যাপ্টেন জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না ৷ আর অজিত ডোভালের সঙ্গে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁর আলোচনা হয়েছে ৷ এই নিয়ে বিস্তারিত কিছু তিনি বলতে চাননি ৷ ঠিক তেমনই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তিনি কোনও মন্তব্য করেননি ৷

আরও পড়ুন : Navjot Singh Sidhu : কোনও ব্যক্তিগত শত্রুতা নেই, রাজনীতিই আমার ধর্ম; বললেন সিধু

আগামী কয়েকমাস পরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে তাহলে ক্যাপ্টেনের কী ভূমিকা হবে, সেটা এখনও স্পষ্ট নয় ৷ তবে তিনি সরাসরি জানিয়েছেন যে সিধু পঞ্জাবের জন্য সঠিক লোক নন ৷ তিনি কোনওভাবেই সিধুকে জিততে দেবেন না ৷

এদিকে নভজ্যোত সিং সিধুর ভূমিকা ভোটে কী হবে সেটাও স্পষ্ট নয় ৷ তিনি পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তাঁর অনেক অনুগামীও মন্ত্রিত্ব ছেড়েছেন, দলের পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ যদিও তাঁর ইস্তফা এখনও গ্রহণ করেনি কংগ্রেসের হাইকমান্ড ৷

আরও পড়ুন : BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির

এই পরিস্থিতি এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সঙ্গে দেখা করতে যান সিধু ৷ দীর্ঘক্ষণ তিনি পঞ্জাব ভবনে ছিলেন ৷ তার পর বেরিয়ে যান ৷ এর পর তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কংগ্রেসের তরফেও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

ফলে পঞ্জাবের রাজনীতি ও কংগ্রেসের ভবিষ্যৎ কোন দিকে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ৷ আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷

আরও পড়ুন : Kapil Sibal-Ghulam Nabi Azad : দলকে আত্মদর্শনের পরামর্শ কপিলের, বৈঠকের আর্জি জানিয়ে সোনিয়াকে চিঠি আজাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.