ETV Bharat / bharat

চেন্নাইয়ের সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, তীব্র গন্ধে অসুস্থ হয়ে হাসপাতালে 5 - Gas Leak

Ammonia Gas Leak: অ্যামোনিয়া গ্যাস লিকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হলেন 5 জন ৷ ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের এন্নোরে অবস্থিত এক সার কারখানায় ৷

Etv Bharat
চেন্নাইয়ের সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 1:39 PM IST

চেন্নাই, 27 ডিসেম্বর: অ্যামোনিয়ার তীব্র গন্ধে আতঙ্ক ছড়াল চেন্নাইয়ের সার কারখানায় ৷ মঙ্গলবার রাতে এন্নোরের করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের সাব-সি পাইপ থেকে তীব্র গন্ধ পান বাসিন্দারা ৷ এরপরই তাঁরা বুঝতে পারেন অ্যামোনিয়া গ্যাস লিক করেছে ৷ সেই গ্যাসের জেরে পাঁচজন অসুস্থ বোধ করলে তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয় ৷

তামিলনাড়ুর পরিবেশ ও বন দফতর জানিয়েছে, খবর পাওয়া মাত্রই পাইপের লিক বন্ধ করা হয়েছে ৷ প্রোডাকশনের প্রধান বলেছেন অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার জেরে যে পাঁচজন অস্বস্তি বোধ করেন, তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে ৷ তাঁরা এখন ভালো আছেন ৷ ডিআইজি, যুগ্ম কমিশনার আবাদি ও বিজয়কুমার টুইট করে জানিয়েছেন, "আতঙ্কিত হওয়ার দরকার নেই । গ্যাস লিকের পরিস্থিতি স্থিতিশীল করা হয়েছে । এন্নোরে আর গ্যাস (অ্যামোনিয়া) লিক হয়নি । মানুষ আশ্বস্ত হয়েছেন এবং বাড়ি ফিরেছেন । চিকিৎসক ও পুলিশের দল উপস্থিত রয়েছে ।" তামিলনাড়ুর পরিবেশ ও বন বিভাগের মতে, পাইপলাইনের প্রি-কুলিং অপারেশনের সময় অ্যামোনিয়া গ্যাস লিকেজ সম্পর্কে বেলা পৌনে একটা নাগাদ ইউনিট থেকে একটি বার্তা পাওয়া যায় ।

অতিরিক্ত মুখ্যসচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ও বনাধিকারিক সুপ্রিয়া সাহু বলেছেন, "অবিলম্বে জয়েন্ট চিফ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার জেসিইইই (এম) চেন্নাই জেলা পরিবেশ প্রকৌশলী ডিইই (আমবাত্তুর) এবং এইই (মানালি) এর সঙ্গে সওয়া দুটোর মধ্যে ঘটনাস্থলে পৌঁছন ৷ ইউনিট এবং পাইপলাইনের অবস্থানগুলি পরিদর্শন করেন তাঁরা । শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদফতর (ডিআইএসএইচ)-এর যুগ্ম পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন ৷"

তিনি আরও জানান, ইউনিটটি প্রায় পৌনে 12টায় পাইপলাইনে চাপ কমার বিষয়টি লক্ষ্য করে এবং একইসঙ্গে স্টোরেজ টার্মিনালের চারপাশে ও মেটেরিয়াল গেটের কাছে একটি তীব্র গন্ধ লক্ষ্য করে । ইউনিটটি অবিলম্বে রাস্তাজুড়ে পাইপলাইনের অবস্থান পরিদর্শন করে এবং দেখে, উপকূল থেকে প্রায় 2 কিমি দূরের পাইপলাইন থেকে গ্যাসের বুদবুদ বেরিয়ে আসছে । ইউনিটটি অবিলম্বে অ্যামোনিয়া বাষ্পকে ফ্লেয়ারের দিকে সরিয়ে দিয়ে পাইপলাইনটি চাপিয়ে দেওয়া শুরু করে এবং 20 মিনিটের মধ্যে অপারেশনটি সম্পন্ন করে ৷

পুলিশ ও জেলা প্রশাসন ইউনিটের সঙ্গে যে কোনও জরুরি অবস্থা ব্যবস্থাপনার জন্য অ্যাম্বুলেন্স এবং গণপরিবহণের ব্যবস্থা করেছে । কিছু লোক চোখের জ্বালা এবং শ্বাসকষ্টের কারণে প্রাথমিক চিকিৎসাও পেয়েছেন ৷ তাঁরা এখন ভালো আছেন ৷

আরও পড়ুন :

1 ভেঙে পড়ল হিমঘরের একাংশ, বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ পাঁচ

2 স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ শিক্ষক-সহ একাধিক ছাত্রী

3 দুধের কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত এক, অসুস্থ শতাধিক

চেন্নাই, 27 ডিসেম্বর: অ্যামোনিয়ার তীব্র গন্ধে আতঙ্ক ছড়াল চেন্নাইয়ের সার কারখানায় ৷ মঙ্গলবার রাতে এন্নোরের করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের সাব-সি পাইপ থেকে তীব্র গন্ধ পান বাসিন্দারা ৷ এরপরই তাঁরা বুঝতে পারেন অ্যামোনিয়া গ্যাস লিক করেছে ৷ সেই গ্যাসের জেরে পাঁচজন অসুস্থ বোধ করলে তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয় ৷

তামিলনাড়ুর পরিবেশ ও বন দফতর জানিয়েছে, খবর পাওয়া মাত্রই পাইপের লিক বন্ধ করা হয়েছে ৷ প্রোডাকশনের প্রধান বলেছেন অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার জেরে যে পাঁচজন অস্বস্তি বোধ করেন, তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে ৷ তাঁরা এখন ভালো আছেন ৷ ডিআইজি, যুগ্ম কমিশনার আবাদি ও বিজয়কুমার টুইট করে জানিয়েছেন, "আতঙ্কিত হওয়ার দরকার নেই । গ্যাস লিকের পরিস্থিতি স্থিতিশীল করা হয়েছে । এন্নোরে আর গ্যাস (অ্যামোনিয়া) লিক হয়নি । মানুষ আশ্বস্ত হয়েছেন এবং বাড়ি ফিরেছেন । চিকিৎসক ও পুলিশের দল উপস্থিত রয়েছে ।" তামিলনাড়ুর পরিবেশ ও বন বিভাগের মতে, পাইপলাইনের প্রি-কুলিং অপারেশনের সময় অ্যামোনিয়া গ্যাস লিকেজ সম্পর্কে বেলা পৌনে একটা নাগাদ ইউনিট থেকে একটি বার্তা পাওয়া যায় ।

অতিরিক্ত মুখ্যসচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ও বনাধিকারিক সুপ্রিয়া সাহু বলেছেন, "অবিলম্বে জয়েন্ট চিফ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার জেসিইইই (এম) চেন্নাই জেলা পরিবেশ প্রকৌশলী ডিইই (আমবাত্তুর) এবং এইই (মানালি) এর সঙ্গে সওয়া দুটোর মধ্যে ঘটনাস্থলে পৌঁছন ৷ ইউনিট এবং পাইপলাইনের অবস্থানগুলি পরিদর্শন করেন তাঁরা । শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদফতর (ডিআইএসএইচ)-এর যুগ্ম পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন ৷"

তিনি আরও জানান, ইউনিটটি প্রায় পৌনে 12টায় পাইপলাইনে চাপ কমার বিষয়টি লক্ষ্য করে এবং একইসঙ্গে স্টোরেজ টার্মিনালের চারপাশে ও মেটেরিয়াল গেটের কাছে একটি তীব্র গন্ধ লক্ষ্য করে । ইউনিটটি অবিলম্বে রাস্তাজুড়ে পাইপলাইনের অবস্থান পরিদর্শন করে এবং দেখে, উপকূল থেকে প্রায় 2 কিমি দূরের পাইপলাইন থেকে গ্যাসের বুদবুদ বেরিয়ে আসছে । ইউনিটটি অবিলম্বে অ্যামোনিয়া বাষ্পকে ফ্লেয়ারের দিকে সরিয়ে দিয়ে পাইপলাইনটি চাপিয়ে দেওয়া শুরু করে এবং 20 মিনিটের মধ্যে অপারেশনটি সম্পন্ন করে ৷

পুলিশ ও জেলা প্রশাসন ইউনিটের সঙ্গে যে কোনও জরুরি অবস্থা ব্যবস্থাপনার জন্য অ্যাম্বুলেন্স এবং গণপরিবহণের ব্যবস্থা করেছে । কিছু লোক চোখের জ্বালা এবং শ্বাসকষ্টের কারণে প্রাথমিক চিকিৎসাও পেয়েছেন ৷ তাঁরা এখন ভালো আছেন ৷

আরও পড়ুন :

1 ভেঙে পড়ল হিমঘরের একাংশ, বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ পাঁচ

2 স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ শিক্ষক-সহ একাধিক ছাত্রী

3 দুধের কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত এক, অসুস্থ শতাধিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.