ইম্ফল, 30 মে: তিন দিনের সফরে সোমবার রাতে মণিপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ হিংসাদীর্ণ মণিপুরে গিয়ে এদিন অমিত শাহ জানিয়েছেন, রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়া আনা সরকারের মূল লক্ষ্য ৷ এদিন মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা আধিকারিকদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করে যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনতে ৷
উল্লেখ্য, জাতি হিংসায় গত কয়েক সপ্তাহ ধরেই অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্য ৷ পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা ৷ গৃহহান হাজার হাজার মণিপুরবাসীর আপাতত স্থান হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে ৷ রবিবার, রাজ্যের তরফে দাবি করা হয় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৷ এদিন ইম্ফলে গিয়ে পরিস্থিতির রিপোর্ট নেন অমিত শাহ ৷ করেছেন একাধিক বৈঠক ৷ মেইতেই জনগোষ্ঠার লোকেরা তফশিলি উপজাতি তকমার দাবিতে আন্দোলন শুরু করেছেন এই রাজ্যে ৷ তাই নিয়েই শুরু হয়েছে কুকি ও মেইতেই বিবাদ ৷ মেইতেইদের দাবি তাঁরা, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পাহাড় ও জঙ্গলের অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে ৷
-
Reviewed the security situation in Manipur in a meeting with senior officials of the Manipur Police, CAPFs and the Indian Army in Imphal. Peace and prosperity of Manipur is our top priority, instructed them to strictly deal with any activities disturbing the peace. pic.twitter.com/RtSvGFeman
— Amit Shah (@AmitShah) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Reviewed the security situation in Manipur in a meeting with senior officials of the Manipur Police, CAPFs and the Indian Army in Imphal. Peace and prosperity of Manipur is our top priority, instructed them to strictly deal with any activities disturbing the peace. pic.twitter.com/RtSvGFeman
— Amit Shah (@AmitShah) May 30, 2023Reviewed the security situation in Manipur in a meeting with senior officials of the Manipur Police, CAPFs and the Indian Army in Imphal. Peace and prosperity of Manipur is our top priority, instructed them to strictly deal with any activities disturbing the peace. pic.twitter.com/RtSvGFeman
— Amit Shah (@AmitShah) May 30, 2023
এদিন সিএপিএফ ও সেনাকর্তাদের সঙ্গে একটি রিভিউ বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠকের পর একটি টুইট বার্তায় তিনি জানায়, মণিপুরই এখন সরকারের প্রথম গুরুত্ব ৷ কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এদিন নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন ৷ শান্তি স্থাপনে সকলকে একসঙ্গে কাজ করার আবেদন জানান তিনি ৷
আরও পড়ুন: শাহের মণিপুর সফরকে কটাক্ষ, নিজে যেতে চেয়ে কেন্দ্রকে চিঠি মমতার
এলাকার যোগাযোগ ব্যবস্থা ও টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এদিন জোর দেন অমিত শাহ ৷ তিনি জানান, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বজায় রাখার উপর জোর দিচ্ছে ৷ এদিন অশান্তিতে মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কথাও জানান অমিত শাহ ৷ উল্লেখ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মণিপুর যেতে চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন ৷