নয়া দিল্লি, 26 নভেম্বর : আজ 26/11 ৷ মাঝে 13টা বছর কেটে গিয়েছে (13th anniversary of 26/11 Attack) ৷ কিন্তু তাও এই কালো দিনটা মুছে যায়নি ভারতবাসীর মন থেকে ৷ 2008 সালের এদিন মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা (Mumbai attack) চালায় 10 জন লস্কর-ই-তৈবা জঙ্গি (Lashkar-e-Taiba) ৷ ডিজিটাল যুগে দেশবাসী সরাসরি টিভিতে সেই জঙ্গি আক্রমণের সম্প্রচার দেখে শিউরে উঠেছিল ৷ মারা গিয়েছিলেন 166 জন, আর জখম 300 ৷
দিনটিকে মনে রেখে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah) একটি টুইট করেন (26/11 Amit Shah Tweet 26/11) ৷ তিনি লেখেন, "মুম্বই আতঙ্কবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই ৷ আর সব নিরাপত্তাকর্মীর সাহসকে সেলাম করি ৷ যাঁরা আতঙ্কবাদীদের কাপুরুষোচিত হামলার সামনাসামনি হয়েছিলেন ৷ আপনাদের বীরত্বে সারা দেশ গর্বিত ৷ আপনাদের আত্মবলিদানে কৃতজ্ঞ এই রাষ্ট্র সবসময় আপনাদের কাছে ঋণী থাকবে ৷"
সেদিন পাকিস্তানের করাচি থেকে আরব সাগর দিয়ে ভারতের মুম্বইতে ঢুকেছিল জঙ্গিরা ৷ মাছ ধরার একটি ডিঙি নৌকা ছিনিয়ে সেই নৌকায় থাকা 5 জনের মধ্যে 4 জনকে মেরেছিল তারা ৷ একজনকে বাঁচিয়ে রেখেছিল মুম্বই উপকূলে পৌঁছানোর জন্য ৷ 10 জন জঙ্গি বিভিন্ন দলে ভাগ হয়ে 3 দিন ধরে বাণিজ্য নগরীর বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল ৷
আরও পড়ুন : Public Review : 26/11-র স্মৃতি ফেরাল 'হোটেল মুম্বই'
26 নভেম্বর, ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus, CST) ৷ সেখানেই প্রথম সাধারণ মানুষের উপর এলোপাথাড়ি গুড়ি ছুড়তে শুরু করে আজমল কাসভ (Ajmal Kasab) আর ইসমাইল খান (Ismail Khan) ৷ গুলিতে প্রাণ হারান 58 জন, জখম 100 ৷
-
मुंबई 26/11 आतंकी हमलों में जान गंवाने वालों को भावपूर्ण श्रद्धांजलि देता हूँ और उन सभी सुरक्षाकर्मियों के साहस को सलाम करता हूं, जिन्होंने कायरतापूर्ण हमलों में आतंकवादियों का डटकर सामना किया। पूरे देश को आपकी वीरता पर गर्व रहेगा। कृतज्ञ राष्ट्र सदैव आपके बलिदान का ऋणी रहेगा। pic.twitter.com/rgW2xsoXVj
— Amit Shah (@AmitShah) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मुंबई 26/11 आतंकी हमलों में जान गंवाने वालों को भावपूर्ण श्रद्धांजलि देता हूँ और उन सभी सुरक्षाकर्मियों के साहस को सलाम करता हूं, जिन्होंने कायरतापूर्ण हमलों में आतंकवादियों का डटकर सामना किया। पूरे देश को आपकी वीरता पर गर्व रहेगा। कृतज्ञ राष्ट्र सदैव आपके बलिदान का ऋणी रहेगा। pic.twitter.com/rgW2xsoXVj
— Amit Shah (@AmitShah) November 26, 2021मुंबई 26/11 आतंकी हमलों में जान गंवाने वालों को भावपूर्ण श्रद्धांजलि देता हूँ और उन सभी सुरक्षाकर्मियों के साहस को सलाम करता हूं, जिन्होंने कायरतापूर्ण हमलों में आतंकवादियों का डटकर सामना किया। पूरे देश को आपकी वीरता पर गर्व रहेगा। कृतज्ञ राष्ट्र सदैव आपके बलिदान का ऋणी रहेगा। pic.twitter.com/rgW2xsoXVj
— Amit Shah (@AmitShah) November 26, 2021
এরপর তারা কামা হাসপাতালে (Tara Cama Hospital) পৌঁছায় ৷ যদিও ইতিমধ্যে খবর চলে গিয়েছিল হাসপাতালে ৷ তাও সেখানে 6 জন পুলিশ আধিকারিক মারা যান জঙ্গি আক্রমণে ৷ এর মধ্যে অন্যতম জঙ্গি দমন শাখার (Anti-Terrorism Squad) হেমন্ত কারকারে (Hemant Karkare) ৷
জঙ্গিদের দ্বিতীয় নিশানা নারিমান হাউজ কমপ্লেক্স (Nariman House business and residential complex) ৷ সেখানকার বাসিন্দাদের বন্দি করে আটকে রাখে জঙ্গিরা ৷ মারা যান 5 জন ইজ়রায়েলি নাগরিক সমেত 6 জন ৷ শুধু বেঁচে গিয়েছিল বাবা-মা হারানো 2 বছরের একটি বাচ্চা ৷
এরপর একে একে জ্বলতে থাকে লিওপোল্ড ক্যাফে (Leopold Cafe), তাজ মহল হোটেল অ্যান্ড টাওয়ার (Taj Mahal Hotel and Tower) ৷ 3 দিন ধরে হোটলটিকে কব্জা করে রেখেছিল 4 জন লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ স্থান ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল (Oberoi-Trident hotel) ৷ 28 নভেম্বর পর্যন্ত এই হোটেলে ছিল জঙ্গিরা ৷ সেখানেও 30 জন মারা গিয়েছিলেন ৷
আরও পড়ুন : "আমি ওই মুখটা কোনওদিনও ভুলতে পারিনি", দেবিকার পোস্টে 26/11-র দগদগে স্মৃতি
ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি (National Security Guards, NSG) 29 নভেম্বর জঙ্গিদের হাত থেকে তাজমহল হোটেল উদ্ধার করে ৷ শেষমেশ 10 জনের মধ্যে 9 জনই মারা গিয়েছিল, বেঁচে ছিল শুধু আজমল কাসভ ৷ 2012 সালের 21 নভেম্বর পুনের ইয়েরওয়াদা সেন্ট্রাল জেলে (Yerwada Central Jail) ফাঁসি দেওয়া হয় 25 বছর বয়সী আজমলকে ৷
মনে করা হয়, এই জঙ্গি আক্রমণের মাস্টারমাইন্ড হাফিজ সইদ (Hafiz Saeed), জামাত-উদ-দাওয়াহ (JuD)-র প্রধান ৷ তিনি এখনও পাকিস্তানে রয়েছেন বহাল তবিয়তে ৷