নয়াদিল্লি, 26 এপ্রিল: শক্তিশালী আইইডি বিস্ফোরণে বুধবার 10 ডিআরজি জওয়ান শহিদ হয়েছেন ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ৷ মাওবাদীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ ঘটনার পরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিকে ছত্তিশগড়ে মাও হামলার কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ওনাদের আত্মত্যাগ আজীবন স্মরণে থাকবে ৷"
এদিন দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় শহিদ হয়েছেন 10 সেনা জওয়ান এবং এক গাড়ির চালক ৷ জানা গিয়েছে, মাওবাদীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শেষে ফিরছিল নিরাপত্তাকর্মীদের দলটি ৷ সেই সময়ই শক্তিশালী আইইডি বিস্ফোরণে উড়ে যায় ডিআরজি জওয়ানদের ছোট বাসটি ৷ ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মীদের মৃত্যু হয়েছে বলে খবর ৷ এরপরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সূত্রের খবর, ডিআরজি সদস্যদের উপর হামলার ঘটনার পর পরিস্থিতির পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
-
Strongly condemn the attack on the Chhattisgarh police in Dantewada. I pay my tributes to the brave personnel we lost in the attack. Their sacrifice will always be remembered. My condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) April 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Strongly condemn the attack on the Chhattisgarh police in Dantewada. I pay my tributes to the brave personnel we lost in the attack. Their sacrifice will always be remembered. My condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) April 26, 2023Strongly condemn the attack on the Chhattisgarh police in Dantewada. I pay my tributes to the brave personnel we lost in the attack. Their sacrifice will always be remembered. My condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) April 26, 2023
দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা রুখতে এবং পরিস্থিতি মোকাবেলায় মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাসও এদিন দিয়েছেন শাহ। মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে এক্ষেত্রে সব সহায়তা প্রদান সহায়তা করবে। রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল মাওবাদীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযানের পর ফিরে আসার সময় অরাণপুর থানার সীমানায় বিস্ফোরণে 10 জওয়ান শহিদ হয়েছেন ৷ এলাকাটি রায়পুর থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত। পাশাপাশি জানা গিয়েছে, যে গাড়িটিতে জওয়ানরা ছিলেন সেটি আইইডি বিস্ফোরণের জেরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয় ৷
আরও পড়ুন: মাওবাদী হামলায় ছত্তিশগড়ে শহিদ 10 জওয়ান
দান্তেওয়াড়ায় মাওবাদীদের হামলা প্রসঙ্গে আইজি বস্তার, পি সুন্দররাজ বলেন, "10 ডিআরজি জওয়ান এবং একজন বেসামরিক চালক এই হামলায় শহিদ হয়েছেন ৷ তাঁদের সকলের মৃতদেহ ঘটনাস্থল থেকে দ্রুত সরানোর কাজ চলছে ৷" রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি এলাকায় যৌথবাহিনী জোরদার তল্লাশি অভিযানও শুরু করেছে বলে জানান বস্তার জেলার আইজি ৷