ETV Bharat / bharat

Amit Shah at 57th Raising Day of BSF : দেশীয় পদ্ধতিতে তৈরি ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি হাতে পাবে বিএসএফ, আশ্বাস শাহের

দেশের সীমান্ত এলাকাগুলিতে ড্রোন হামলার প্রবণতা বেড়েছে ৷ তাই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি গড়ে তুলছে ভারত ৷ রবিবার একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah on Developing Indigenous Anti-drone Technology) ৷ তাঁর আশ্বাস, দ্রুত এই প্রযুক্তি নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে ৷ রবিবার জয়সলমীরে সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force) 57 তম প্রতিষ্ঠা দিবসের (57th Raising Day) অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন অমিত শাহ ৷

author img

By

Published : Dec 5, 2021, 2:17 PM IST

amit shah on developing indigenous anti-drone technology for security forces at 57th raising day of bsf
Amit Shah at 57th Raising Day of BSF : দেশীয় পদ্ধতিতে তৈরি ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি হাতে পাবে বিএসএফ, আশ্বাস শাহের

জয়সলমীর, 5 ডিসেম্বর : সীমান্ত এলাকায় ড্রোন হামলা ঠেকাতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি গড়ে তুলছে ভারত ৷ খুব শীঘ্রই সেই প্রযুক্তি নিরাপত্তাবাহিনীগুলির হাতে তুলে দেওয়া হবে ৷ রবিবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah on Developing Indigenous Anti-drone Technology) ৷ সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force) 57 তম প্রতিষ্ঠা দিবস (57th Raising Day) উপলক্ষে এদিন রাজস্থানের জয়সলমীরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এই অনুষ্ঠানে যোগ দিয়েই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতীয় প্রযুক্তির কথা তুলে ধরেন অমিত শাহ (Amit Shah at 57th Raising Day of BSF) ৷

আরও পড়ুন : Amit Shah on Repeal of Article 370 : 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরে সুদিন ফিরেছে, দাবি অমিত শাহের

বিএসএফ (BSF) জওয়ানরা যেভাবে দেশের সীমান্তগুলিকে সুরক্ষিত রেখেছেন, তার ভূয়সী প্রশংসা করেন অমিত ৷ একইসঙ্গে তিনি জানান, এই বাহিনীর হাতে পৃথিবীর সেরা নিরাপত্তা প্রযুক্তি তুলে দিতে বদ্ধপরিকর কেন্দ্রের মোদি সরকার ৷ পাশাপাশি, এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে অমিত শাহ বলেন, 1965 সালে বিএসএফ তৈরি হওয়ার পর থেকে এই প্রথম সীমান্ত এলাকায় বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালন করা হল ৷ বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘‘একটি দেশ তখনই সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, যখন সেই দেশ সুরক্ষিত থাকে ৷ আপনারা দেশের সেই সুরক্ষাই নিশ্চিত করেছেন ৷ সবসময় মনে রাখবেন, দেশের সীমান্তকে সুরক্ষিত রেখে আপনারা গোটা দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন এবং আন্তর্জাতিক স্তরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মঞ্চ প্রস্তুত করছেন ৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিশ্রুতি, আগামী দিনে বিএসএফ-কে বিশ্বের সেরা প্রযুক্তি দেওয়া হবে ৷ তিনি বলেন, ‘‘এটা সরকারের প্রতিশ্রুতি ৷ ড্রোনের মাধ্যমে হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে ৷ সেই কারণেই বিএসএফ, ডিআরডিও এবং এনএসজি মিলিতভাবে ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি গড়ে তোলার চেষ্টা করছে ৷ আমাদের বিজ্ঞানীদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে ৷ আমার বিশ্বাস, খুব দ্রুত সম্পূর্ণ ভারতীয় প্রক্রিয়ায় আমরা ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি গড়ে তুলতে পারব ৷’’

অমিত শাহের দাবি, 2014 সালে কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই নিরাপত্তা ও সামরিকবাহিনীকে বাড়তি গুরুত্ব দিয়েছে মোদি সরকার ৷ তিনি বলেন, যখনই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, নিরাপত্তাবাহিনীর উপর হামলা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নিয়েছি ৷ বিশ্বের কোনও শক্তিই আর আমাদের সীমান্ত বা আমাদের সৈনিকদের হালকাভাবে নিতে পারবে না ৷ ভারত সরকার এটা নিশ্চিত করেছে ৷ এই প্রসঙ্গে ফের একবার সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করিয়ে দেন অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বে ভারতের বর্তমান সরকার কোনও হামলাই যে মুখ বুঝে সহ্য করবে না, আরও একবার বুঝিয়ে দেন সেকথাও ৷

আরও পড়ুন : Villagers, Jawan Killed in Nagaland : নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও

অমিত শাহ জানিয়েছেন, শুধুমাত্র মুখের কথা নয় ৷ বিএসএফ-কে আরও শক্তিশালী করতে একের পর এক কার্যকরী পদক্ষেপও করেছে মোদি সরকার ৷ ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনীতে নতুন 50 হাজার জওয়ানকে নিয়োগ করা হয়েছে ৷ তাঁদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে অমিত জানান, ‘‘2008 থেকে 2014 সাল পর্যন্ত সীমান্ত এলাকায় রাস্তা তৈরির জন্য 23 হাজার কোটি টাকা বরাদ্দ ছিল ৷ 2014 সাল থেকে 2020 সালের মধ্যে মোদি সরকার তা বাড়িয়ে 23 হাজার 700 কোটি থেকে 44 হাজার 600 কোটিতে নিয়ে গিয়েছে ৷ সীমান্তের পরিকাঠামো উন্নয়নে মোদি সরকার যে বদ্ধপরিকর, এই তথ্যই তার প্রমাণ ৷’’

জয়সলমীর, 5 ডিসেম্বর : সীমান্ত এলাকায় ড্রোন হামলা ঠেকাতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি গড়ে তুলছে ভারত ৷ খুব শীঘ্রই সেই প্রযুক্তি নিরাপত্তাবাহিনীগুলির হাতে তুলে দেওয়া হবে ৷ রবিবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah on Developing Indigenous Anti-drone Technology) ৷ সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force) 57 তম প্রতিষ্ঠা দিবস (57th Raising Day) উপলক্ষে এদিন রাজস্থানের জয়সলমীরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এই অনুষ্ঠানে যোগ দিয়েই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতীয় প্রযুক্তির কথা তুলে ধরেন অমিত শাহ (Amit Shah at 57th Raising Day of BSF) ৷

আরও পড়ুন : Amit Shah on Repeal of Article 370 : 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরে সুদিন ফিরেছে, দাবি অমিত শাহের

বিএসএফ (BSF) জওয়ানরা যেভাবে দেশের সীমান্তগুলিকে সুরক্ষিত রেখেছেন, তার ভূয়সী প্রশংসা করেন অমিত ৷ একইসঙ্গে তিনি জানান, এই বাহিনীর হাতে পৃথিবীর সেরা নিরাপত্তা প্রযুক্তি তুলে দিতে বদ্ধপরিকর কেন্দ্রের মোদি সরকার ৷ পাশাপাশি, এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে অমিত শাহ বলেন, 1965 সালে বিএসএফ তৈরি হওয়ার পর থেকে এই প্রথম সীমান্ত এলাকায় বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালন করা হল ৷ বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘‘একটি দেশ তখনই সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, যখন সেই দেশ সুরক্ষিত থাকে ৷ আপনারা দেশের সেই সুরক্ষাই নিশ্চিত করেছেন ৷ সবসময় মনে রাখবেন, দেশের সীমান্তকে সুরক্ষিত রেখে আপনারা গোটা দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন এবং আন্তর্জাতিক স্তরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মঞ্চ প্রস্তুত করছেন ৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিশ্রুতি, আগামী দিনে বিএসএফ-কে বিশ্বের সেরা প্রযুক্তি দেওয়া হবে ৷ তিনি বলেন, ‘‘এটা সরকারের প্রতিশ্রুতি ৷ ড্রোনের মাধ্যমে হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে ৷ সেই কারণেই বিএসএফ, ডিআরডিও এবং এনএসজি মিলিতভাবে ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি গড়ে তোলার চেষ্টা করছে ৷ আমাদের বিজ্ঞানীদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে ৷ আমার বিশ্বাস, খুব দ্রুত সম্পূর্ণ ভারতীয় প্রক্রিয়ায় আমরা ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি গড়ে তুলতে পারব ৷’’

অমিত শাহের দাবি, 2014 সালে কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই নিরাপত্তা ও সামরিকবাহিনীকে বাড়তি গুরুত্ব দিয়েছে মোদি সরকার ৷ তিনি বলেন, যখনই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, নিরাপত্তাবাহিনীর উপর হামলা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নিয়েছি ৷ বিশ্বের কোনও শক্তিই আর আমাদের সীমান্ত বা আমাদের সৈনিকদের হালকাভাবে নিতে পারবে না ৷ ভারত সরকার এটা নিশ্চিত করেছে ৷ এই প্রসঙ্গে ফের একবার সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করিয়ে দেন অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বে ভারতের বর্তমান সরকার কোনও হামলাই যে মুখ বুঝে সহ্য করবে না, আরও একবার বুঝিয়ে দেন সেকথাও ৷

আরও পড়ুন : Villagers, Jawan Killed in Nagaland : নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও

অমিত শাহ জানিয়েছেন, শুধুমাত্র মুখের কথা নয় ৷ বিএসএফ-কে আরও শক্তিশালী করতে একের পর এক কার্যকরী পদক্ষেপও করেছে মোদি সরকার ৷ ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনীতে নতুন 50 হাজার জওয়ানকে নিয়োগ করা হয়েছে ৷ তাঁদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে অমিত জানান, ‘‘2008 থেকে 2014 সাল পর্যন্ত সীমান্ত এলাকায় রাস্তা তৈরির জন্য 23 হাজার কোটি টাকা বরাদ্দ ছিল ৷ 2014 সাল থেকে 2020 সালের মধ্যে মোদি সরকার তা বাড়িয়ে 23 হাজার 700 কোটি থেকে 44 হাজার 600 কোটিতে নিয়ে গিয়েছে ৷ সীমান্তের পরিকাঠামো উন্নয়নে মোদি সরকার যে বদ্ধপরিকর, এই তথ্যই তার প্রমাণ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.