ETV Bharat / bharat

Shah meets Tipra Motha Chief: ত্রিপুরার আদিবাসীদের সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী আগ্রহী, দাবি তিপ্রা প্রধানের - বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা

বুধবার দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মানিক সাহা ৷ তার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বৈঠক করেন তিপ্রা মোথার প্রধান প্রদ্যোত দেববর্মা (Amit Shah meets with Tipra Motha Chief) ৷

Shah meets Tipra Motha Chief
Shah meets Tipra Motha Chief
author img

By

Published : Mar 8, 2023, 7:10 PM IST

আগরতলা (ত্রিপুরা), 8 মার্চ: উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ বুধবার তেমনই ইঙ্গিত দিয়েছেন তিপ্রা মোথার প্রধান প্রদ্যোত দেববর্মা (Tipra Motha Chief Pradyot Deb Barma) ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি সাংবিধানিক সমাধানে সম্মত হয়েছে । তাৎপর্যপূর্ণভাবে তিনি এই কথা বলার আগেই বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP Chief JP Nadda) সঙ্গে ৷

ওই বৈঠকের পর টুইট করেন প্রদ্যোত ৷ সেখানেই তিনি এই নিয়ে লেখেন ৷ বেশ দীর্ঘ সেই টুইটে তিপ্রা প্রধান লিখেছেন, "স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি সাংবিধানিক সমাধানের প্রক্রিয়া শুরু করেছেন । এই প্রক্রিয়ার জন্য একজন মধ্যস্থতাকারী নিযুক্ত করা হবে এবং এটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে হবে ।’’ ওই টুইটে তিনি ত্রিপুরার ভূমিপুত্রদের সমস্যা বোঝার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন ৷

  • The Home Minister has started the process for a constitutional solution for the indigenous people of Tripura . An interlocutor for this process will be appointed and this will be within a specific time frame . I thank the Home Minister for understanding the genuine problems of… https://t.co/EVVVDPpaHH

    — Pradyot_Tripura (@PradyotManikya) March 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লিখেছেন, ‘‘আমরা ব্রু চুক্তি স্বাক্ষরের মাধ্যমে 23 বছর পর সফলভাবে আমাদের রাজ্যে ব্রু জনগণের জন্য পুনর্বাসন পেয়েছি ৷ আজ আমরা আমাদের বেঁচে থাকা ও অস্তিত্ব সুরক্ষিত করার জন্য একটি বিশাল আলোচনা শুরু করেছি ।’’ এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে ত্রিপা মোথা ৷ ফলে তিনি কি বিজেপির সঙ্গে সরকারে থাকবেন, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ তবে ওই টুইটে এই নিয়ে প্রদ্যোত লিখেছেন, ‘‘জোট ও মন্ত্রিসভার মতো বিষয়গুলি কখনোই আলোচনা করা হয়নি । আমাদের ডোফার স্বার্থ নিয়ে আলোচনা করা হয়েছিল ৷"

এদিন ত্রিপুরায় শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷ আগরতলার বিবেকানন্দ ময়দানে বিজেপির মানিক সাহা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন (Manik Shah Sworn in as Tripura CM) ৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সহ-সভাপতি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন আরও অনেক অতিথি ৷ শপথগ্রহণ অনুষ্ঠানের পরই ওই বৈঠক হয় ৷ সেখানে অমিত শাহ ও নাড্ডা ছাড়াও উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরায় বিজেপির ইনচার্জ সম্বিত পাত্র, মহেশ শর্মা, মহেন্দ্র সিং । প্রসঙ্গত, রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে প্রায় 39 শতাংশ ভোট পেয়ে বিজেপি 32টি আসনে জিতেছে । তিপ্রা মোথা ১৩টি আসন জিতে দ্বিতীয় হয়েছে ।

আরও পড়ুন: উপস্থিত মোদি-শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিকের

আগরতলা (ত্রিপুরা), 8 মার্চ: উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ বুধবার তেমনই ইঙ্গিত দিয়েছেন তিপ্রা মোথার প্রধান প্রদ্যোত দেববর্মা (Tipra Motha Chief Pradyot Deb Barma) ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি সাংবিধানিক সমাধানে সম্মত হয়েছে । তাৎপর্যপূর্ণভাবে তিনি এই কথা বলার আগেই বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP Chief JP Nadda) সঙ্গে ৷

ওই বৈঠকের পর টুইট করেন প্রদ্যোত ৷ সেখানেই তিনি এই নিয়ে লেখেন ৷ বেশ দীর্ঘ সেই টুইটে তিপ্রা প্রধান লিখেছেন, "স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি সাংবিধানিক সমাধানের প্রক্রিয়া শুরু করেছেন । এই প্রক্রিয়ার জন্য একজন মধ্যস্থতাকারী নিযুক্ত করা হবে এবং এটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে হবে ।’’ ওই টুইটে তিনি ত্রিপুরার ভূমিপুত্রদের সমস্যা বোঝার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন ৷

  • The Home Minister has started the process for a constitutional solution for the indigenous people of Tripura . An interlocutor for this process will be appointed and this will be within a specific time frame . I thank the Home Minister for understanding the genuine problems of… https://t.co/EVVVDPpaHH

    — Pradyot_Tripura (@PradyotManikya) March 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লিখেছেন, ‘‘আমরা ব্রু চুক্তি স্বাক্ষরের মাধ্যমে 23 বছর পর সফলভাবে আমাদের রাজ্যে ব্রু জনগণের জন্য পুনর্বাসন পেয়েছি ৷ আজ আমরা আমাদের বেঁচে থাকা ও অস্তিত্ব সুরক্ষিত করার জন্য একটি বিশাল আলোচনা শুরু করেছি ।’’ এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে ত্রিপা মোথা ৷ ফলে তিনি কি বিজেপির সঙ্গে সরকারে থাকবেন, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ তবে ওই টুইটে এই নিয়ে প্রদ্যোত লিখেছেন, ‘‘জোট ও মন্ত্রিসভার মতো বিষয়গুলি কখনোই আলোচনা করা হয়নি । আমাদের ডোফার স্বার্থ নিয়ে আলোচনা করা হয়েছিল ৷"

এদিন ত্রিপুরায় শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷ আগরতলার বিবেকানন্দ ময়দানে বিজেপির মানিক সাহা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন (Manik Shah Sworn in as Tripura CM) ৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সহ-সভাপতি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন আরও অনেক অতিথি ৷ শপথগ্রহণ অনুষ্ঠানের পরই ওই বৈঠক হয় ৷ সেখানে অমিত শাহ ও নাড্ডা ছাড়াও উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরায় বিজেপির ইনচার্জ সম্বিত পাত্র, মহেশ শর্মা, মহেন্দ্র সিং । প্রসঙ্গত, রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে প্রায় 39 শতাংশ ভোট পেয়ে বিজেপি 32টি আসনে জিতেছে । তিপ্রা মোথা ১৩টি আসন জিতে দ্বিতীয় হয়েছে ।

আরও পড়ুন: উপস্থিত মোদি-শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.