ETV Bharat / bharat

Amit Shah Attacks Oppositions: ক্ষমতার লোভে হাত ধরাধরি করেছে, তৃণমূল ও সিপিএমকে খোঁচা শাহের - amit shah attacks tmc and cpm

সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে বিরোধী ইন্ডিয়া জোটের বিভিন্ন দলকে কটাক্ষ করেছেন অমিত শাহ ৷ দলগুলিকে ক্ষমতালোভীও বলেন তিনি ৷

ETV Bharat
তৃণমূল ও সিপিএমকে খোঁচা শাহের
author img

By

Published : Aug 7, 2023, 11:01 PM IST

Updated : Aug 8, 2023, 7:08 AM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: সোমবার রাতে রাজ্যসভায় দিল্লি সার্ভিস বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির মাঝেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে তৃণমূল ও সিপিএমকে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন তিনি বলেন, "একসময় কমিউনিস্টদের বিরোধিতা করতে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল ৷ এখন ক্ষমতার স্বার্থে তৃণমূল ও কমিউনিস্টরা পরস্পরের হাত ধরাধরি করে চলছে ৷"

দিল্লি সরকারে আমলাদের বদলি ও নিয়োগ ক্ষমতা কার হাতে থাকবে তা ঠিক করতে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল নিয়ে এসেছে কেন্দ্র ৷ লোকসভায় আগেই পাশ হয়ে গিয়েছে এই বিল ৷ সোমবার রাতে ভোটাভুটিতে তা রাজ্যসভাতেও পাশ হয় ৷ বিলের পক্ষে 131টি ও বিপক্ষে 102টি ভোট পরে ৷ সংক্ষেপে এই বিলকে দিল্লি বিলও বলা হচ্ছে ৷ এরপর রাষ্ট্রপতির সই হয়ে গেলেই আইনে পরিণত হবে এই বিল ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকার এই বিলকে রাজ্যসভায় আটকাতে মরিয়া ছিলেন ৷ তাঁর পাশে এসে দাঁড়ায় 26টি বিরোধী দলের 'ইন্ডিয়া' জোট ৷ তবুও এদিন বিলটিকে আটকানো যায়নি ৷ তবে এই বিল নিয়ে আলোচনার সুযোগে বিরোধী জোটের দলগুলিকে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেছেন অমিত শাহ ৷ তৃণমূল, সিপিএম ছাড়াও এদিন অমিত শাহর নিশানায় ছিল কংগ্রেস, আপ, আরজেডি, জেডি (ইউ) এর মতো দলগুলি ৷

  • #WATCH | AAP was born after opposing Congress. They (AAP) used almost three tons of offensive words against Congress and came into existence. And today they are seeking support from Congress to oppose this bill. The moment this bill will be passed, Arvind Kejriwal ji palat… pic.twitter.com/vPeL7Zg2fO

    — ANI (@ANI) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী জোট বিশেষত কংগ্রেস মাঝেমাঝেই কটাক্ষ করে থাকে কেন্দ্রের বিজেপি সরকার সংসদ থেকে নয় বরং নাগপুরের অর্থাৎ আরএসএস এর ইশারায় চলছে ৷ এই কটাক্ষের জবাবে অমিত শাহ এদিন জানান, নাগপুর দেশের অংশ ৷ বিজেপি নাগপুরের নির্দেশে চলছে এটা যদি মেনেও নেওয়া হয় তাহলেও বলতে হয়, বিজেপি আর যাই হোক বিরোধীদের মতো রাশিয়া ও চিনের ইশারায় চলছে না ৷ মূলত চিন ও রাশিয়ার প্রসঙ্গ টেনে এদিন কংগ্রেস ও সিপিএমকে বিঁধেছেন শাহ ৷ কমিউনিস্টদের মুখে দেশভক্তির কথা মানায় না বলেও এদিন কটাক্ষ করেছেন অমিত শাহ ৷

আরও পড়ুন: রাজ্যসভাতেও পাশ দিল্লি সংশোধনী বিল, 'কালো দিন' বললেন কেজরিওয়াল

কেরলে পরস্পরের বিরোধিতা করলেও জাতীয় স্তরে হাত ধরেছে কংগ্রেস ও সিপিএম ৷ এই বিষয়টি নিয়েও কটাক্ষ করেছেন অমিত শাহ ৷ কংগ্রেসের হাত ধরায় আম আদমি পার্টি, আরজেডি, জেডি (ইউ) এরও সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৷ কদিন পর অরবিন্দ কেজরিওয়ালের আপ 'ইন্ডিয়া' জোট ছেড়ে বেরিয়ে যাতে পারে বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: সোমবার রাতে রাজ্যসভায় দিল্লি সার্ভিস বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির মাঝেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে তৃণমূল ও সিপিএমকে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন তিনি বলেন, "একসময় কমিউনিস্টদের বিরোধিতা করতে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল ৷ এখন ক্ষমতার স্বার্থে তৃণমূল ও কমিউনিস্টরা পরস্পরের হাত ধরাধরি করে চলছে ৷"

দিল্লি সরকারে আমলাদের বদলি ও নিয়োগ ক্ষমতা কার হাতে থাকবে তা ঠিক করতে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল নিয়ে এসেছে কেন্দ্র ৷ লোকসভায় আগেই পাশ হয়ে গিয়েছে এই বিল ৷ সোমবার রাতে ভোটাভুটিতে তা রাজ্যসভাতেও পাশ হয় ৷ বিলের পক্ষে 131টি ও বিপক্ষে 102টি ভোট পরে ৷ সংক্ষেপে এই বিলকে দিল্লি বিলও বলা হচ্ছে ৷ এরপর রাষ্ট্রপতির সই হয়ে গেলেই আইনে পরিণত হবে এই বিল ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকার এই বিলকে রাজ্যসভায় আটকাতে মরিয়া ছিলেন ৷ তাঁর পাশে এসে দাঁড়ায় 26টি বিরোধী দলের 'ইন্ডিয়া' জোট ৷ তবুও এদিন বিলটিকে আটকানো যায়নি ৷ তবে এই বিল নিয়ে আলোচনার সুযোগে বিরোধী জোটের দলগুলিকে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেছেন অমিত শাহ ৷ তৃণমূল, সিপিএম ছাড়াও এদিন অমিত শাহর নিশানায় ছিল কংগ্রেস, আপ, আরজেডি, জেডি (ইউ) এর মতো দলগুলি ৷

  • #WATCH | AAP was born after opposing Congress. They (AAP) used almost three tons of offensive words against Congress and came into existence. And today they are seeking support from Congress to oppose this bill. The moment this bill will be passed, Arvind Kejriwal ji palat… pic.twitter.com/vPeL7Zg2fO

    — ANI (@ANI) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী জোট বিশেষত কংগ্রেস মাঝেমাঝেই কটাক্ষ করে থাকে কেন্দ্রের বিজেপি সরকার সংসদ থেকে নয় বরং নাগপুরের অর্থাৎ আরএসএস এর ইশারায় চলছে ৷ এই কটাক্ষের জবাবে অমিত শাহ এদিন জানান, নাগপুর দেশের অংশ ৷ বিজেপি নাগপুরের নির্দেশে চলছে এটা যদি মেনেও নেওয়া হয় তাহলেও বলতে হয়, বিজেপি আর যাই হোক বিরোধীদের মতো রাশিয়া ও চিনের ইশারায় চলছে না ৷ মূলত চিন ও রাশিয়ার প্রসঙ্গ টেনে এদিন কংগ্রেস ও সিপিএমকে বিঁধেছেন শাহ ৷ কমিউনিস্টদের মুখে দেশভক্তির কথা মানায় না বলেও এদিন কটাক্ষ করেছেন অমিত শাহ ৷

আরও পড়ুন: রাজ্যসভাতেও পাশ দিল্লি সংশোধনী বিল, 'কালো দিন' বললেন কেজরিওয়াল

কেরলে পরস্পরের বিরোধিতা করলেও জাতীয় স্তরে হাত ধরেছে কংগ্রেস ও সিপিএম ৷ এই বিষয়টি নিয়েও কটাক্ষ করেছেন অমিত শাহ ৷ কংগ্রেসের হাত ধরায় আম আদমি পার্টি, আরজেডি, জেডি (ইউ) এরও সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৷ কদিন পর অরবিন্দ কেজরিওয়ালের আপ 'ইন্ডিয়া' জোট ছেড়ে বেরিয়ে যাতে পারে বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷

Last Updated : Aug 8, 2023, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.