নয়াদিল্লি, 5 মার্চ: ফের মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ উঠল ৷ এবার নিউইয়র্ক-নিউ দিল্লি আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনাটি ঘটেছে ৷ এক ব্যক্তি শনিবার পুরুষ সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ (American Airline flyer urinated on fellow passenger) । এরপরই উড়ান সংস্থা সিদ্ধান্ত নেয় ওই ছাত্রকে আগামিদিনে বিমানে চড়তে দেওয়া হবে না । জানা গিয়েছে, শুক্রবার রাত 9 টা 16 নাগাদ নিউইয়র্ক থেকে একটি উড়ান রওনা দেয় এবং শনিবার রাত 10 টা 12 নাগাদ এখানে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে 14 ঘণ্টা 26 মিনিট পর অবতরণ করে । সেই বিমানে এই ঘটনা ঘটে ৷
বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে দেন বলে অভিযোগ । যা তার সহযাত্রীর গায়ের উপর পড়ে ৷ এরপরেই ওই সহযাত্রী বিমানের কর্মীদের কাছে গিয়ে অভিযোগ জানান ৷ তবে ছাত্রটি ক্ষমা চাওয়ায় বিষয়টি ওখানেই মিটমাট হয়ে যায় ৷ অভিযোগকারী পুলিশের দ্বারস্থ হতে চাননি ৷ কারণ অভিযুক্ত একজন ছাত্র ৷ তাই তাঁর ভবিষ্যতকে অনিশ্চয়তার মুখে তিনি ঠেলে দিতে চাননি ওই যাত্রী ৷
তবে বিমান সংস্থা প্রথম থেকেই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছিল ৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) জানানো হয়েছে । প্রথমে বিমানের কর্মীরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরে পাইলটকে বিষয়টি জানান ৷ পরে পাইলট এটিসিকে বিষয়টি রিপোর্ট করেন ৷ সিআইএসএফ কর্মীদের আরও সতর্ক করে ৷ তারপর তারা অভিযুক্ত যাত্রীকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করে । শেষমেশ কড়া সিদ্ধান্ত নিল উড়ান কর্তৃপক্ষ ।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরে বিমান সংস্থার নিজস্ব নিরাপত্তা দল, সিআইএসএফ-সহ সকলে পদক্ষেপ নিয়েছে । উড়ানটি অবতরণ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে । বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করছে ৷ সিভিল এভিয়েশনের বিধি অনুসারে, যদি একজন যাত্রীকে অযৌক্তিক আচরণের জন্য দোষী সাব্যস্ত করা হয়, তবে ফৌজদারি আইনের অধীনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের স্তরের উপর নির্ভর করে তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বিমান চড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে ।
গত কয়েক মাসে এটি এই ধরনের দ্বিতীয় ঘটনা ৷ এর আগে 26 নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল ৷ সেখানে শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তি একজন বয়স্ক মহিলার উপর মদ্যপ অবস্থায় প্রস্রাব করেছিলেন বলে জানা গিয়েছিল । মাস খানেক বাদে এ সংক্রান্ত খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল ৷
তারপরে একটি এফআইআর দায়ের করা হয়েছিল এবং শঙ্করকে গ্রেফতার করা হয়েছিল । প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি । নিয়ম মেনে ঘটনার 12 ঘণ্টার মধ্যে বিষয়টি রিপোর্ট না করার জন্য ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকা জরিমানা করেছে । দিল্লি পুলিশ যখন বিষয়টি তদন্ত করছে, চার মাসের জন্য শঙ্কর মিশ্রের বিমান চড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ পুরুষ যাত্রীর !