ETV Bharat / bharat

Urinate on Tribal: নক্কারজনক ঘটনার সাক্ষী থাকল দেশ ! আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাবের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে - আদিবাসীর গায়ে প্রস্রাব বিজেপি নেতার

মধ্যপ্রদেশের সিধি জেলায় এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির গায়ে প্রস্রাব করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে ৷ সরব কংগ্রেস ৷

ETV Bharat
অভিযুক্ত বিজেপি নেতা
author img

By

Published : Jul 4, 2023, 8:11 PM IST

Updated : Jul 4, 2023, 8:25 PM IST

আদিবাসীর গায়ে প্রস্রাব করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভোপাল, 4 জুলাই: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আদিবাসী নিগ্রহের এক ন্যক্কারজনক ঘটনা সামনে এসেছে ৷ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তির গায়ে প্রস্রাব করছেন এক ব্যক্তি ৷ কংগ্রেসের অভিযোগ, যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে সে একজন বিজেপি নেতা আর যাঁর গায়ে সে প্রস্রাব করছে তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ অভিযুক্ত ব্যক্তির নাম প্রবেশ শুক্লা ৷ এই ঘটনা সামনে আসার পর নিন্দার ঝড় উঠেছে নানা মহলে ৷

বিজেপিকে দলিত ও আদিবাসী বিদ্বেষী বলে তকমা দিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে বিরোধী কংগ্রেস ৷ মধ্যপ্রদেশের সিধি জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় মুখ খুলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে ও জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

  • मेरे संज्ञान में सीधी जिले का एक वायरल वीडियो आया है...

    मैंने प्रशासन को निर्देश दिए हैं कि अपराधी को गिरफ्तार कर कड़ी से कड़ी कार्रवाई कर एनएसए भी लगाया जाए।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যেকোনও সভ্য নাগরিককে বিচলিত করা মতো ওই ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন কংগ্রেস মুখপাত্র আব্বাস হাফিজ ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "বিজেপি নেতা, যারা আদিবাসীদের নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, প্রস্রাব করছে এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির গায়ে ৷ অত্যন্ত নিন্দাজনক ঘটনা ৷" তাঁর টুইটের সঙ্গে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও ট্যাগ করেছেন এই কংগ্রেস নেতা ৷ সেখানে তিনি আরও লিখেছেন,"এই হল আপনাদের আদিবাসীদের প্রতি ভালোবাসা ? কী বলা হবে এই জঙ্গলরাজকে ? কেন অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হবে না ?"

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্রবেশ শুক্লা ৷ বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি ওই ব্যক্তি ৷ প্রবেশ শুক্লার সঙ্গে স্থানীয় বিধায়কের একাধিক ছবিও শেয়ার করেছেন ওই কংগ্রেস নেতা ৷ ছবি ও ভিডিয়ো থাকা সত্ত্বেও কেন ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷

আরও পড়ুন: হারিয়ে যাওয়ার 19 বছর পর পরিবারকে ফিরে পেলেন মহিলা, স্বামীকেই ফের করলেন বিয়ে

এই ঘটনা প্রসঙ্গে সিধি জেলার পুলিশ সুপার অঞ্জুলতা প্যাটেল জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার দাবি ওই ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে সে প্রবেশ শুক্লা নয়, অন্য কেউ ৷

আদিবাসীর গায়ে প্রস্রাব করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভোপাল, 4 জুলাই: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আদিবাসী নিগ্রহের এক ন্যক্কারজনক ঘটনা সামনে এসেছে ৷ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তির গায়ে প্রস্রাব করছেন এক ব্যক্তি ৷ কংগ্রেসের অভিযোগ, যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে সে একজন বিজেপি নেতা আর যাঁর গায়ে সে প্রস্রাব করছে তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ অভিযুক্ত ব্যক্তির নাম প্রবেশ শুক্লা ৷ এই ঘটনা সামনে আসার পর নিন্দার ঝড় উঠেছে নানা মহলে ৷

বিজেপিকে দলিত ও আদিবাসী বিদ্বেষী বলে তকমা দিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে বিরোধী কংগ্রেস ৷ মধ্যপ্রদেশের সিধি জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় মুখ খুলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে ও জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

  • मेरे संज्ञान में सीधी जिले का एक वायरल वीडियो आया है...

    मैंने प्रशासन को निर्देश दिए हैं कि अपराधी को गिरफ्तार कर कड़ी से कड़ी कार्रवाई कर एनएसए भी लगाया जाए।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যেকোনও সভ্য নাগরিককে বিচলিত করা মতো ওই ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন কংগ্রেস মুখপাত্র আব্বাস হাফিজ ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "বিজেপি নেতা, যারা আদিবাসীদের নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, প্রস্রাব করছে এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির গায়ে ৷ অত্যন্ত নিন্দাজনক ঘটনা ৷" তাঁর টুইটের সঙ্গে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও ট্যাগ করেছেন এই কংগ্রেস নেতা ৷ সেখানে তিনি আরও লিখেছেন,"এই হল আপনাদের আদিবাসীদের প্রতি ভালোবাসা ? কী বলা হবে এই জঙ্গলরাজকে ? কেন অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হবে না ?"

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্রবেশ শুক্লা ৷ বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি ওই ব্যক্তি ৷ প্রবেশ শুক্লার সঙ্গে স্থানীয় বিধায়কের একাধিক ছবিও শেয়ার করেছেন ওই কংগ্রেস নেতা ৷ ছবি ও ভিডিয়ো থাকা সত্ত্বেও কেন ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷

আরও পড়ুন: হারিয়ে যাওয়ার 19 বছর পর পরিবারকে ফিরে পেলেন মহিলা, স্বামীকেই ফের করলেন বিয়ে

এই ঘটনা প্রসঙ্গে সিধি জেলার পুলিশ সুপার অঞ্জুলতা প্যাটেল জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার দাবি ওই ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে সে প্রবেশ শুক্লা নয়, অন্য কেউ ৷

Last Updated : Jul 4, 2023, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.