ETV Bharat / bharat

Pilibhit fake encounter case: 1991 পিলভিট এনকাউন্টারে দোষী সাব্যস্ত 43 জন পুলিশ আধিকারিক

author img

By

Published : Dec 15, 2022, 10:20 PM IST

1991 সালের 12 জুলাই ফেক এনকাউন্টারের ঘটনা ঘটে উত্তরপ্রদেশের পিলভিটে ৷ ঘটনায় মৃত্যু হয় 10 জনের (Pilibhit fake encounter case)৷

ETV Bharat
Pilibhit fake encounter

লখনউ, 15 ডিসেম্বর: 1991 সালের পিলভিট এনকাউন্টারের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের 43 জন আধিকারিককে দোষী সাব্যস্ত করল এলাহাবাদ হাইকোর্ট ৷ তাদের 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 10 হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ৷ বৃহস্পতিবার এই রায় দিয়েছে আদালত ৷ ওই ঘটনায় 10 জন শিখ প্রাণ হারিয়েছিলেন (Allahabad HC convicts 43 cops for killing 10 Sikhs) ৷

বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি সরোজ যাদবের ডিভিশন বেঞ্চ এদিন রায় ঘোষণার সময় জানায়, ওই এনকাউন্টার ছিল পুলিশের ক্ষমতার অপপ্রয়োগ ৷ রায় প্রদানের সময় এলাহাবাদ হাইকোর্ট জানায়, কেউ কুখ্যাত দুষ্কৃতী হলেই তাকে খুন করা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে না ৷ অভিযুক্তদের গ্রেফতার করে বিচার প্রক্রিয়া চালানো উচিত ছিল (Pilibhit fake encounter case) ৷

আরও পড়ুন: গোধরা-কাণ্ডে দোষী সাব্যস্তের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

1991 সালের 12 জুলাই এই এনকাউন্টারের ঘটনা ঘটে ৷ অভিযোগ উঠেছিল, বাস থেকে টেনে নামিয়ে ওই 10 জনকে গুলি করে খুন করে পুলিশ ৷ পরে বিষয়টি ধামাচাপা দিতে মৃতদের জঙ্গি বলে চালানোর চেষ্টা হয় ৷

লখনউ, 15 ডিসেম্বর: 1991 সালের পিলভিট এনকাউন্টারের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের 43 জন আধিকারিককে দোষী সাব্যস্ত করল এলাহাবাদ হাইকোর্ট ৷ তাদের 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 10 হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ৷ বৃহস্পতিবার এই রায় দিয়েছে আদালত ৷ ওই ঘটনায় 10 জন শিখ প্রাণ হারিয়েছিলেন (Allahabad HC convicts 43 cops for killing 10 Sikhs) ৷

বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি সরোজ যাদবের ডিভিশন বেঞ্চ এদিন রায় ঘোষণার সময় জানায়, ওই এনকাউন্টার ছিল পুলিশের ক্ষমতার অপপ্রয়োগ ৷ রায় প্রদানের সময় এলাহাবাদ হাইকোর্ট জানায়, কেউ কুখ্যাত দুষ্কৃতী হলেই তাকে খুন করা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে না ৷ অভিযুক্তদের গ্রেফতার করে বিচার প্রক্রিয়া চালানো উচিত ছিল (Pilibhit fake encounter case) ৷

আরও পড়ুন: গোধরা-কাণ্ডে দোষী সাব্যস্তের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

1991 সালের 12 জুলাই এই এনকাউন্টারের ঘটনা ঘটে ৷ অভিযোগ উঠেছিল, বাস থেকে টেনে নামিয়ে ওই 10 জনকে গুলি করে খুন করে পুলিশ ৷ পরে বিষয়টি ধামাচাপা দিতে মৃতদের জঙ্গি বলে চালানোর চেষ্টা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.