নয়াদিল্লি, 21 জুন : আজ থেকে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের নয়া কোভিড বিধি ৷ এখনও পর্যন্ত রাজ্যগুলি 25 শতাংশ টিকা নিজের টাকায় কিনত ৷ কিন্তু চলতি মাসে কেন্দ্রীয় সরকার কোভিডের নয়া নীতি চালু করে ৷ এই নীতি অনুযায়ী, এবার থেকে সমস্ত নাগরিকদের টিকাকরণের সম্পূর্ণ খরচ ব্যয় করবে কেন্দ্র ৷ নয়া নীতি অনুসারে, এখন থেকে রাজ্যকে টিকার জন্য আর ব্যয় করতে হবে না ৷ চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথাই ঘোষণা করেন ৷
চলতি মাসের 2 তারিখ, কেন্দ্রীয় সরকারের তৎকালীন টিকাকরণ নীতিকে কড়া ভাষায় ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল, 45 বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে টিকাকরণ এবং তার নীচের বয়সসীমার নাগরিকদের জন্য টাকার বিনিময়ে টিকার নীতি ‘‘দৃশ্যতই অযৌক্তিক এবং বিরক্তিকর’’৷ এর একদিন পরেই টিকাকরণের নয়া নীতি জারি করে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় সরকার সকলকে বিনামূল্যে টিকা দেবে ৷ টিকাকরণের জন্য রাজ্যকে আর কোনও খরচ করতে পারবে না ৷ আজ থেকে এই নয়া টিকাকরণ নীতি লাগু হচ্ছে ৷ এই নীতি অনুযায়ী 18 উর্ধ্ব সকলেই বিনামূল্যে টিকা পাবে ৷
টিকাকরণের নয়া নীতি নিয়ে আপনার কী কী জানা প্রয়োজন :
- আঠারো বছরের উর্ধ্ব সকল নাগরিকের বিনামূল্যে টিকাকরণের দায়িত্ব নেবে কেন্দ্র ৷ টিকা প্রস্তুতকারী সংস্থার থেকে 75 শতাংশ টিকা কিনে নেবে কেন্দ্র ৷ এরপর সেই টিকা কেন্দ্র বিনামূল্যে তুলে দেবে রাজ্য সরকারের হাতে ৷
- রাজ্য সরকারগুলিকে টিকার জন্য একটি টাকাও খরচ করতে হবে না ৷
- দেশের 18 বছরের উর্ধ্বের সকল নাগরিক 21 জুন থেকে টিকা পাবেন ৷ তবে অনেক রাজ্যেই, সরকার 18 থেকে 44 বছরের নাগরিকদের জন্য টিকাকরণ শুরু করে দিয়েছে ৷
- রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বেশ কিছু বিষয়ের কথা মাথায় রেখে টিকা দেওয়া হবে ৷ রাজ্যের জনসংখ্যা, করোনায় আক্রান্তের সংখ্যা, টিকাকরণের অগ্রগতি প্রভৃতি একাধিক বিষয়ের উপর নির্ভর করবে, কোন রাজ্য আগে টিকা পাবে এবং কোন রাজ্য পরে ৷
- বেসরকারি হাসপাতালগুলি টিকাপ্রস্তুতকারী সংস্থা থেকে সরাসরি 25 শতাংশ টিকা নিতে পারবে ৷
- বেসরকারি হাসপাতালের টিকার দামের উপর পরিষেবা কর বেঁধে দেওয়া হয়েছে ৷ টিকার ধার্য মূল্যের উপর ডোজ় প্রতি 150 টাকা করে পরিষেবা কর নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি ৷
- টিকার মনিটারিংয়ের দায়িত্বে থাকবে রাজ্য সরকার ৷
- সরকারি এবং বেসরকারি টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকার রেজিস্ট্রশন করা যাবে ৷ একজন ব্যক্তি নিজের জন্য এবং পরিজনদের জন্য এই রেজিস্ট্রেশন করতে পারবেন ৷ এই সংক্রান্ত যাবতীয় তথ্য, রাজ্য থেকে নির্ধারণ করা হবে ৷ এবং তা প্রকাশ করা হবে ৷
- রাজ্য সরকার রেজিস্ট্রেশনের কাজে, কল সেন্টার এবং জন পরিষেবা কেন্দ্রকে কাজে লাগাতে পারে ৷ এই রেজিস্ট্রেশন কেন্দ্রের সাহায্যে জনগণের টিকাকরণের রেজিস্ট্রেশন সুবিধা হবে ৷
আরও পডু়ন : Covid Vaccination : সোমবার থেকে 18 ঊর্ধ্বদের টিকা দেবে কলকাতা পৌরনিগম