আকোলা (মহারাষ্ট্র), 14 মে: অশান্ত মহারাষ্ট্রের আকোলা। ইনস্টাগ্রামের পোস্ট ঘিরে শনিবার থেকে উতপ্ত হতে শুরু করেছে আকোলা। তার জের চলছে রবিবার সকাল পর্যন্ত। পরিস্থিতির আর যাতে অবনতি না হয় তা নিশ্চিত করতে ইতিমধ্যেই এলেকায় 144 ধারা জারি করা হয়েছে। তবে ইতিমধ্যে দুই গোষ্ঠির সংঘর্ষে একজনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দুই পুলিশ কর্মী-সহ আরও 8 জন গুরুতর আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।
সংবাদসংস্থা এএনআইকে স্থানীয় পুলিশ সুপার সন্দীপ ঘুগে জানিয়েছেন, একটি বিবাদকে কেন্দ্র করে দুটি গোষ্ঠির মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চলেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কোনওভাবেই যাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে না পড়ে তার জন্য় সব ধরনের ব্যবস্থা করে রাখা হচ্ছে ।
এই ধরনের অবস্থা তৈরি হল কেন ? এই প্রশ্নের জবাবে পুলিশ কর্তা জানান, কোনও এক ব্যক্তি একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার চেষ্টা করে । সেখান থেকেই অশান্তি ছড়িয়েছে। তার জেরে দুটি গোষ্ঠির সদস্যরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ে। তাছাড়া গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনায় এখনও পর্যন্ত 26 জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় আরও কেউ জড়িত ছিল কিনা জানার কাজ শুরু করেছে পুলিশ। কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে অশান্তি যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। গোটা এলাকা টহলদারি চলছে । 144 ধারা জারি না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলে মনে করছে প্রশাসন।
সামাজিক মাধ্যমের বিতর্কিত পোস্ট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়া মোটেই নতুন নয়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটেছে। বেশ কয়েকবছর আসানসোলে ঠিক এই ধরনের একটি পোস্টকে ঘিরে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। এবার মহারাষ্ট্রেও উঠল একই অভিযোগ। তার জেরে অশান্তিতে প্রাণ হারালেন একজন। আহত দুই পুলিশকর্মী-সহ 8।
আরও পড়ুন: রেড্ডিকে মাত্র 16 ভোটে হারালেন বিজেপির রামামূর্তি! বিক্ষোভ কংগ্রেসের