ETV Bharat / bharat

Kashi Vishwanath Corridor : কাশী বিশ্বনাথ করিডরের ছাড়পত্র দিয়েছিল সপা সরকার, দাবি অখিলেশের - Akhilesh Yadav on Kashi Vishwanath Corridor

কাশী বিশ্বনাথ করিডর প্রকল্প সমাজবাদী পার্টির আমলে পাস হয়েছিল বলে দাবি করলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav on Kashi Vishwanath Corridor) ৷ এনিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানাও করেন তিনি ৷ তাঁর এই দাবির প্রেক্ষিতে নথিও রয়েছে বলে জানান অখিলেশ ৷

Kashi Vishwanath Corridor
কাশী বিশ্বনাথ করিডরের ছাড়পত্র নিয়ে তরজা
author img

By

Published : Dec 13, 2021, 10:22 AM IST

লখনউ, 13 ডিসেম্বর : আজ বেনারসে কাশী বিশ্বনাথ করিডরের (Kashi Vishwanath Corridor) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আগে এই প্রকল্প নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীকে একহাত নিলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ দাবি করলেন, কাশী বিশ্বনাথ করিডর সমাজবাদী পার্টির আমলে ছাড়পত্র পেয়েছিল (Akhilesh Yadav on Kashi Vishwanath Corridor) ৷ এই সংক্রান্ত তথ্যপ্রমাণও রয়েছে বলে জানান সপা সভাপতি ৷ সবকিছুতে নিজেদের ছাপ ফেলার জন্যই পরিকল্পিতভাবে এভাবে ঢাকঢোল পেটাচ্ছে বিজেপি ৷

অখিলেশ যাবদের অভিযোগ, উত্তরপ্রদেশের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পালন করতে পারেনি ৷ সেই দিক থেকে নজর ঘোরাতেই করিডর উদ্বোধনকে ঘিরে এত জাঁকজমকপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছে ৷ বলেন, ‘‘আপনারা সবাই জানেন কে কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ? আজকে মূল্যবৃদ্ধির জেরে সার পাওয়া যাচ্ছে না ৷ তো কীভাবে কৃষকদের আয় দ্বিগুণ হবে ? আর তাই সাধারণ মানুষ যাতে সেই প্রশ্ন করতে না পারে, তারা কাশী বিশ্বনাথ করিডরকে সামনে নিয়ে এসেছে ৷ যদি কোনও মন্ত্রিসভা কাশী বিশ্বনাথ করিডরের পরিকল্পনা পাস করিয়ে থাকে, তবে সেটা সমাজবাদী পার্টির সরকার ৷’’

  • काशी विश्वनाथ कॉरिडोर की क्रोनोलॉजी:

    - सपा सरकार में करोड़ों का आवंटन हुआ
    - सपा सरकार में कॉरिडोर हेतु भवनों का अधिग्रहण शुरू हुआ
    - मंदिरकर्मियों के लिए मानदेय तय किया गया

    ‘पैदलजीवी’ बताएं कि सपा सरकार के वरुणा नदी के स्वच्छता अभियान को क्यों रोका और मेट्रो का क्या हुआ।

    — Akhilesh Yadav (@yadavakhilesh) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi Varanasi Visit : সফরের প্রথম দিনেই কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর এই দাবির সপক্ষে তাঁর কাছে তথ্যপ্রমাণও রয়েছে বলে জানান অখিলেশ ৷ তিনি বলেন, ‘‘আমরা আপনাদের এর নথিও দিতে পারি ৷ কারণ এবার আমরা প্রমাণ নিয়ে কথা বলছি ৷’’ এনিয়ে একটি টুইটও করেন সমাজবাদী পার্টির সভাপতি ৷ সেখানে তিনি লেখেন, ‘‘কাশী বিশ্বনাথ করিডরের ঘটনাক্রম : সমাজবাদী পার্টির সরকার কয়েক কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছিল ৷ এই করিডর তৈরির জন্য সপা সরকার মন্দির সংলগ্ন বিল্ডিংয়ের অধিগ্রহণ শুরু করে ৷ আর মন্দিরের কর্মীদের জন্য সম্মানীয় রাশি নির্ধারণ করা হয়েছিল ৷ ‘পায়দলজীবী’ আপনি বলুন সপা সরকারের উদ্যোগে বরুণা নদীর তীরে স্বচ্ছতা অভিযান কেন আটকানো হয়েছিল এবং মেট্রোর কী হল ?’’

আরও পড়ুন : Kashi Vishwanath Corridor : সাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত কাশী বিশ্বনাথ করিডর, সোমবার উদ্বোধন প্রধানমন্ত্রীর

2012 সাল থেকে 2017 পাঁচ বছর উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকারের মুখ্য়মন্ত্রী ছিলেন অখিলেশ যাদব ৷ আর 2017 সালে বিজেপির কাছে বিপুল ব্যবধান সপা-কংগ্রেস জোটের হার গোবলয়ের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে ৷ আর তার পরেই বেনারসের কাশী বিশ্বনাথ করিডরের কাজে গতি আসে ৷ প্রসঙ্গত, বেনারস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র ৷

লখনউ, 13 ডিসেম্বর : আজ বেনারসে কাশী বিশ্বনাথ করিডরের (Kashi Vishwanath Corridor) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আগে এই প্রকল্প নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীকে একহাত নিলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ দাবি করলেন, কাশী বিশ্বনাথ করিডর সমাজবাদী পার্টির আমলে ছাড়পত্র পেয়েছিল (Akhilesh Yadav on Kashi Vishwanath Corridor) ৷ এই সংক্রান্ত তথ্যপ্রমাণও রয়েছে বলে জানান সপা সভাপতি ৷ সবকিছুতে নিজেদের ছাপ ফেলার জন্যই পরিকল্পিতভাবে এভাবে ঢাকঢোল পেটাচ্ছে বিজেপি ৷

অখিলেশ যাবদের অভিযোগ, উত্তরপ্রদেশের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পালন করতে পারেনি ৷ সেই দিক থেকে নজর ঘোরাতেই করিডর উদ্বোধনকে ঘিরে এত জাঁকজমকপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছে ৷ বলেন, ‘‘আপনারা সবাই জানেন কে কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ? আজকে মূল্যবৃদ্ধির জেরে সার পাওয়া যাচ্ছে না ৷ তো কীভাবে কৃষকদের আয় দ্বিগুণ হবে ? আর তাই সাধারণ মানুষ যাতে সেই প্রশ্ন করতে না পারে, তারা কাশী বিশ্বনাথ করিডরকে সামনে নিয়ে এসেছে ৷ যদি কোনও মন্ত্রিসভা কাশী বিশ্বনাথ করিডরের পরিকল্পনা পাস করিয়ে থাকে, তবে সেটা সমাজবাদী পার্টির সরকার ৷’’

  • काशी विश्वनाथ कॉरिडोर की क्रोनोलॉजी:

    - सपा सरकार में करोड़ों का आवंटन हुआ
    - सपा सरकार में कॉरिडोर हेतु भवनों का अधिग्रहण शुरू हुआ
    - मंदिरकर्मियों के लिए मानदेय तय किया गया

    ‘पैदलजीवी’ बताएं कि सपा सरकार के वरुणा नदी के स्वच्छता अभियान को क्यों रोका और मेट्रो का क्या हुआ।

    — Akhilesh Yadav (@yadavakhilesh) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi Varanasi Visit : সফরের প্রথম দিনেই কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর এই দাবির সপক্ষে তাঁর কাছে তথ্যপ্রমাণও রয়েছে বলে জানান অখিলেশ ৷ তিনি বলেন, ‘‘আমরা আপনাদের এর নথিও দিতে পারি ৷ কারণ এবার আমরা প্রমাণ নিয়ে কথা বলছি ৷’’ এনিয়ে একটি টুইটও করেন সমাজবাদী পার্টির সভাপতি ৷ সেখানে তিনি লেখেন, ‘‘কাশী বিশ্বনাথ করিডরের ঘটনাক্রম : সমাজবাদী পার্টির সরকার কয়েক কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছিল ৷ এই করিডর তৈরির জন্য সপা সরকার মন্দির সংলগ্ন বিল্ডিংয়ের অধিগ্রহণ শুরু করে ৷ আর মন্দিরের কর্মীদের জন্য সম্মানীয় রাশি নির্ধারণ করা হয়েছিল ৷ ‘পায়দলজীবী’ আপনি বলুন সপা সরকারের উদ্যোগে বরুণা নদীর তীরে স্বচ্ছতা অভিযান কেন আটকানো হয়েছিল এবং মেট্রোর কী হল ?’’

আরও পড়ুন : Kashi Vishwanath Corridor : সাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত কাশী বিশ্বনাথ করিডর, সোমবার উদ্বোধন প্রধানমন্ত্রীর

2012 সাল থেকে 2017 পাঁচ বছর উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকারের মুখ্য়মন্ত্রী ছিলেন অখিলেশ যাদব ৷ আর 2017 সালে বিজেপির কাছে বিপুল ব্যবধান সপা-কংগ্রেস জোটের হার গোবলয়ের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে ৷ আর তার পরেই বেনারসের কাশী বিশ্বনাথ করিডরের কাজে গতি আসে ৷ প্রসঙ্গত, বেনারস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.