লখনউ, 13 ডিসেম্বর : আজ বেনারসে কাশী বিশ্বনাথ করিডরের (Kashi Vishwanath Corridor) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আগে এই প্রকল্প নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীকে একহাত নিলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ দাবি করলেন, কাশী বিশ্বনাথ করিডর সমাজবাদী পার্টির আমলে ছাড়পত্র পেয়েছিল (Akhilesh Yadav on Kashi Vishwanath Corridor) ৷ এই সংক্রান্ত তথ্যপ্রমাণও রয়েছে বলে জানান সপা সভাপতি ৷ সবকিছুতে নিজেদের ছাপ ফেলার জন্যই পরিকল্পিতভাবে এভাবে ঢাকঢোল পেটাচ্ছে বিজেপি ৷
অখিলেশ যাবদের অভিযোগ, উত্তরপ্রদেশের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পালন করতে পারেনি ৷ সেই দিক থেকে নজর ঘোরাতেই করিডর উদ্বোধনকে ঘিরে এত জাঁকজমকপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছে ৷ বলেন, ‘‘আপনারা সবাই জানেন কে কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ? আজকে মূল্যবৃদ্ধির জেরে সার পাওয়া যাচ্ছে না ৷ তো কীভাবে কৃষকদের আয় দ্বিগুণ হবে ? আর তাই সাধারণ মানুষ যাতে সেই প্রশ্ন করতে না পারে, তারা কাশী বিশ্বনাথ করিডরকে সামনে নিয়ে এসেছে ৷ যদি কোনও মন্ত্রিসভা কাশী বিশ্বনাথ করিডরের পরিকল্পনা পাস করিয়ে থাকে, তবে সেটা সমাজবাদী পার্টির সরকার ৷’’
-
काशी विश्वनाथ कॉरिडोर की क्रोनोलॉजी:
— Akhilesh Yadav (@yadavakhilesh) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
- सपा सरकार में करोड़ों का आवंटन हुआ
- सपा सरकार में कॉरिडोर हेतु भवनों का अधिग्रहण शुरू हुआ
- मंदिरकर्मियों के लिए मानदेय तय किया गया
‘पैदलजीवी’ बताएं कि सपा सरकार के वरुणा नदी के स्वच्छता अभियान को क्यों रोका और मेट्रो का क्या हुआ।
">काशी विश्वनाथ कॉरिडोर की क्रोनोलॉजी:
— Akhilesh Yadav (@yadavakhilesh) December 12, 2021
- सपा सरकार में करोड़ों का आवंटन हुआ
- सपा सरकार में कॉरिडोर हेतु भवनों का अधिग्रहण शुरू हुआ
- मंदिरकर्मियों के लिए मानदेय तय किया गया
‘पैदलजीवी’ बताएं कि सपा सरकार के वरुणा नदी के स्वच्छता अभियान को क्यों रोका और मेट्रो का क्या हुआ।काशी विश्वनाथ कॉरिडोर की क्रोनोलॉजी:
— Akhilesh Yadav (@yadavakhilesh) December 12, 2021
- सपा सरकार में करोड़ों का आवंटन हुआ
- सपा सरकार में कॉरिडोर हेतु भवनों का अधिग्रहण शुरू हुआ
- मंदिरकर्मियों के लिए मानदेय तय किया गया
‘पैदलजीवी’ बताएं कि सपा सरकार के वरुणा नदी के स्वच्छता अभियान को क्यों रोका और मेट्रो का क्या हुआ।
আরও পড়ুন : Narendra Modi Varanasi Visit : সফরের প্রথম দিনেই কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আর এই দাবির সপক্ষে তাঁর কাছে তথ্যপ্রমাণও রয়েছে বলে জানান অখিলেশ ৷ তিনি বলেন, ‘‘আমরা আপনাদের এর নথিও দিতে পারি ৷ কারণ এবার আমরা প্রমাণ নিয়ে কথা বলছি ৷’’ এনিয়ে একটি টুইটও করেন সমাজবাদী পার্টির সভাপতি ৷ সেখানে তিনি লেখেন, ‘‘কাশী বিশ্বনাথ করিডরের ঘটনাক্রম : সমাজবাদী পার্টির সরকার কয়েক কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছিল ৷ এই করিডর তৈরির জন্য সপা সরকার মন্দির সংলগ্ন বিল্ডিংয়ের অধিগ্রহণ শুরু করে ৷ আর মন্দিরের কর্মীদের জন্য সম্মানীয় রাশি নির্ধারণ করা হয়েছিল ৷ ‘পায়দলজীবী’ আপনি বলুন সপা সরকারের উদ্যোগে বরুণা নদীর তীরে স্বচ্ছতা অভিযান কেন আটকানো হয়েছিল এবং মেট্রোর কী হল ?’’
2012 সাল থেকে 2017 পাঁচ বছর উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকারের মুখ্য়মন্ত্রী ছিলেন অখিলেশ যাদব ৷ আর 2017 সালে বিজেপির কাছে বিপুল ব্যবধান সপা-কংগ্রেস জোটের হার গোবলয়ের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে ৷ আর তার পরেই বেনারসের কাশী বিশ্বনাথ করিডরের কাজে গতি আসে ৷ প্রসঙ্গত, বেনারস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র ৷