এটা (উত্তরপ্রদেশ), 31 ডিসেম্বর: 2024 সালে ক্ষমতায় এলে জনগণের ভোটদানের অধিকার কেড়ে নেবে বিজেপি ৷ কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে শনিবার এ কথা বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷
শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সমাজবাদী পার্টির প্রধান বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে সংবিধান রক্ষা করতে হবে নাগরিকদের ৷ তিনি বলেন, বিজেপি নতুন সংসদ তৈরি করেছে এবং প্রশ্নের উত্তর থেকে বাঁচতে সর্বাধিক সংখ্যক সাংসদকে সাসপেন্ড করেছে...তারা চায় না সংসদ চলুক ।
অখিলেশ এ দিন বলেন, জনগণকে সতর্ক থাকতে হবে ৷ বিজেপি 2024 সালে ক্ষমতায় এলে তারা ভোটদানের অধিকার কেড়ে নেবে । 2024 সালের নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন ৷ লোকসভা থেকে 100 জন এবং রাজ্যসভার 46 জন, মোট 146 জন সাংসদকে সংসদের শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করার তীব্র সমালোচনা করে কথাগুলি বলেন অখিলেশ যাদব ৷ উল্লেখ্য, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে বিবৃতি দাবি করা নিয়ে হই-হট্টগোলের জেরে এই বিপুল সংখ্যক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল সংসদের দুই কক্ষ থেকে । যার বিরুদ্ধে দেশজুড়ে সরব হয়েছে সমস্ত বিরোধী দল ৷
2001 সালের 13 ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদী হামলার বার্ষিকীতে এ বছর ফের সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৷ সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দুই ব্যক্তি জিরো আওয়ারে পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপ দিয়েছিলেন, ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস ছড়িয়ে দিয়েছিলেন তাঁরা ৷
2024 সালের লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট ততই উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে । বিরোধীদের জোট ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ কেন্দ্রের এনডিএ জোটকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত হচ্ছে তারা ৷ 2024 সালের লোকসভা নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে ৷ এ বার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন: