ETV Bharat / bharat

Chief of Air Staff : পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী

এয়ার মার্শাল ভিআর চৌধুরী একজন অভিজ্ঞ পাইলট। 3,800 ঘণ্টারও বেশি সময় ধরে যুদ্ধ বিমান উড়ানোর অভিজ্ঞতা রয়েছেন তাঁর ৷ মিগ -29 এয়ারক্রাফ্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ভিআর চৌধুরী ৷

Chief of Air Staff
পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী
author img

By

Published : Sep 21, 2021, 10:35 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর : এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী হচ্ছেন ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান ৷ 30 সেপ্টেম্বর বর্তমান চিফ অফ এয়ার স্টাফ পদ থেকে অবসর নিতে চলেছেন এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। তাঁর পরই দায়িত্বভার গ্রহণ করবেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী ৷

এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এমনটা জানানো হয় ৷ বর্তমানে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে রয়েছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী। 1982 সালে 29 ডিসেম্বর, ভারতীয় বিমান বাহিনীর ফাইটার স্ট্রিমে যোগ দিয়েছিলেন তিনি ৷ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কমান্ড, কর্মী এবং নির্দেশমূলক পদে ছিলেন ভিআর চৌধুরী ৷ অভিজ্ঞতার ভিত্তিতেই বায়ুসেনা প্রধান হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে ৷ এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া অবসর নেওয়ার পরই বায়ুসেনাতে সবথেকে সিনিয়র অফিসার হবেন ভিআর চৌধুরী। ঠিক 2 বছর পর বায়ুসেনার পদ থেকে অবসর নেবেন আরকেএস ভাদৌরিয়া ৷ 2019 সালে 30 সেপ্টেম্বর তিনি বায়ুসেনা প্রধানের পদে বসেছিলেন তিনি ৷

আরও পড়ুন : বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত দুই পাইলট

এয়ার মার্শাল ভিআর চৌধুরী একজন অভিজ্ঞ পাইলট। 3,800 ঘণ্টারও বেশি সময় ধরে যুদ্ধ বিমান উড়ানোর অভিজ্ঞতা রয়েছেন তাঁর ৷ মিগ -29 এয়ারক্রাফ্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ভিআর চৌধুরী ৷ মিগ-29 ছাড়াও, মিগ-21 এবং সুখোই-30 মতো যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি ৷ সামরিক কেরিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির নেতৃত্ব দিয়েছেন৷ 1999 সালে কার্গিল যুদ্ধের সময় তিনি বেশ কয়েকটি প্রতিরক্ষা মিশনও উড়েছিলেন ভিআর চৌধুরী ৷ চলতি বছরের জুলাইয়ে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদের দায়িত্ব নেন তিনি। তার আগে ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে ছিলেন ভিআর চৌধুরী।

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর : এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী হচ্ছেন ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান ৷ 30 সেপ্টেম্বর বর্তমান চিফ অফ এয়ার স্টাফ পদ থেকে অবসর নিতে চলেছেন এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। তাঁর পরই দায়িত্বভার গ্রহণ করবেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী ৷

এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এমনটা জানানো হয় ৷ বর্তমানে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে রয়েছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী। 1982 সালে 29 ডিসেম্বর, ভারতীয় বিমান বাহিনীর ফাইটার স্ট্রিমে যোগ দিয়েছিলেন তিনি ৷ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কমান্ড, কর্মী এবং নির্দেশমূলক পদে ছিলেন ভিআর চৌধুরী ৷ অভিজ্ঞতার ভিত্তিতেই বায়ুসেনা প্রধান হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে ৷ এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া অবসর নেওয়ার পরই বায়ুসেনাতে সবথেকে সিনিয়র অফিসার হবেন ভিআর চৌধুরী। ঠিক 2 বছর পর বায়ুসেনার পদ থেকে অবসর নেবেন আরকেএস ভাদৌরিয়া ৷ 2019 সালে 30 সেপ্টেম্বর তিনি বায়ুসেনা প্রধানের পদে বসেছিলেন তিনি ৷

আরও পড়ুন : বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত দুই পাইলট

এয়ার মার্শাল ভিআর চৌধুরী একজন অভিজ্ঞ পাইলট। 3,800 ঘণ্টারও বেশি সময় ধরে যুদ্ধ বিমান উড়ানোর অভিজ্ঞতা রয়েছেন তাঁর ৷ মিগ -29 এয়ারক্রাফ্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ভিআর চৌধুরী ৷ মিগ-29 ছাড়াও, মিগ-21 এবং সুখোই-30 মতো যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি ৷ সামরিক কেরিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির নেতৃত্ব দিয়েছেন৷ 1999 সালে কার্গিল যুদ্ধের সময় তিনি বেশ কয়েকটি প্রতিরক্ষা মিশনও উড়েছিলেন ভিআর চৌধুরী ৷ চলতি বছরের জুলাইয়ে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদের দায়িত্ব নেন তিনি। তার আগে ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে ছিলেন ভিআর চৌধুরী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.