ETV Bharat / bharat

Air India Urinating Incident: আরও দক্ষতা দেখানো উচিত ছিল, এয়ার ইন্ডিয়ার ঘটনায় বিবৃতি টাটা গ্রুপের চেয়ারম্যানের

এয়ার ইন্ডিয়ার ঘটনায় বিবৃতি দিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রেশকরণ ৷ জানালেন, আর দক্ষতা দেখানো উচিত ছিল কর্তৃপক্ষের (Airlines Response Should have been Much Swifter Says N Chandrasekaran) ৷

N Chandrasekaran ETV BHARAT
N Chandrasekaran
author img

By

Published : Jan 8, 2023, 7:17 PM IST

মুম্বই, 8 জানুয়ারি: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলাযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনাটি (Air India Urinating Incident) কর্তৃপক্ষের ‘আরও দক্ষতার’ সঙ্গে সামাল দেওয়া উচিত ছিল (Airlines Response Should have been Much Swifter Says N Chandrasekaran) ৷ এদিন একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন, টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রেশখরণ ৷ এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক টাটা গ্রুপ । তারা যখন এই বিবৃতি দিচ্ছে ঠিক তার আগে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এই ঘটনা প্রসঙ্গে বিমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এ নিয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছিলেন, পাইলট এবং 4 জনের কেবিন ক্রিউ বিষয়টিকে আরও স্বচ্ছতার সঙ্গে সামাল দিতে পারতেন ৷

এদিন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেকরণ বলেন, "আমরা যে প্রক্রিয়ায় এধরনের ঘটনাকে সামাল দিয়ে থাকি সেভাবে এক্ষেত্রে কাজ করতে পারিনি ৷" উল্লেখ্য গতবছর 26 নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে এক 70 বছরের বৃদ্ধা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করেন মুম্বইবাসী শঙ্কর মিশ্র ৷ তাঁকে গতকাল বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ দিল্লির আদালত তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

চন্দ্রেশকরণ তাঁর বিবৃতিতে বলেছেন, "2022 সালের 26শে নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই102-এর ঘটনাটি আমার এবং এয়ার ইন্ডিয়ায় আমার সহকর্মীদের কাছে ব্যক্তিগত যন্ত্রণার বিষয় ৷ এক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার আরও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া উচিত ছিল ৷ যেভাবে এটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে, তার থেকে আরও ভালো ভাবে সামাল দেওয়া যেত ৷"

আরও পড়ুন: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র

ওই বিবৃতিতে তিনি আরও বলেন, "টাটা গ্রুপ এবং এয়ার ইন্ডিয়া সবসময় তাঁদের যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধা নিয়ে ভাবনাচিন্তা করে ৷ এই ধরনের অশোভনীয় আচরণের রুখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি এবং পরবর্তী সময়েও থাকব ৷ আর এই ঘটনা কেন ঘটল তা নিয়ে পর্যালোচনা করা হবে ৷’’ ডিজিসিএ ইতিমধ্যেই এই ইস্যুতে এয়ার ইন্ডিয়ার সমালোচনা করেছে ৷ এয়ার ইন্ডিয়ার ভূমিকাকে অপেশাদারি বলেও উল্লেখ করা হয়েছে ৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ৷

মুম্বই, 8 জানুয়ারি: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলাযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনাটি (Air India Urinating Incident) কর্তৃপক্ষের ‘আরও দক্ষতার’ সঙ্গে সামাল দেওয়া উচিত ছিল (Airlines Response Should have been Much Swifter Says N Chandrasekaran) ৷ এদিন একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন, টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রেশখরণ ৷ এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক টাটা গ্রুপ । তারা যখন এই বিবৃতি দিচ্ছে ঠিক তার আগে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এই ঘটনা প্রসঙ্গে বিমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এ নিয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছিলেন, পাইলট এবং 4 জনের কেবিন ক্রিউ বিষয়টিকে আরও স্বচ্ছতার সঙ্গে সামাল দিতে পারতেন ৷

এদিন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেকরণ বলেন, "আমরা যে প্রক্রিয়ায় এধরনের ঘটনাকে সামাল দিয়ে থাকি সেভাবে এক্ষেত্রে কাজ করতে পারিনি ৷" উল্লেখ্য গতবছর 26 নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে এক 70 বছরের বৃদ্ধা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করেন মুম্বইবাসী শঙ্কর মিশ্র ৷ তাঁকে গতকাল বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ দিল্লির আদালত তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

চন্দ্রেশকরণ তাঁর বিবৃতিতে বলেছেন, "2022 সালের 26শে নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই102-এর ঘটনাটি আমার এবং এয়ার ইন্ডিয়ায় আমার সহকর্মীদের কাছে ব্যক্তিগত যন্ত্রণার বিষয় ৷ এক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার আরও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া উচিত ছিল ৷ যেভাবে এটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে, তার থেকে আরও ভালো ভাবে সামাল দেওয়া যেত ৷"

আরও পড়ুন: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র

ওই বিবৃতিতে তিনি আরও বলেন, "টাটা গ্রুপ এবং এয়ার ইন্ডিয়া সবসময় তাঁদের যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধা নিয়ে ভাবনাচিন্তা করে ৷ এই ধরনের অশোভনীয় আচরণের রুখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি এবং পরবর্তী সময়েও থাকব ৷ আর এই ঘটনা কেন ঘটল তা নিয়ে পর্যালোচনা করা হবে ৷’’ ডিজিসিএ ইতিমধ্যেই এই ইস্যুতে এয়ার ইন্ডিয়ার সমালোচনা করেছে ৷ এয়ার ইন্ডিয়ার ভূমিকাকে অপেশাদারি বলেও উল্লেখ করা হয়েছে ৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.