লখনউ, 17 মে : জ্ঞানবাপী মসজিদ চত্বর সিলের সিদ্ধান্তকে 'অন্যায়' বলে জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ৷ এই ঘটনা 'সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা' বলে বিঁধল এআইএমপিএলবি ৷ বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন এই মসজিদে আদালতের নির্দেশে তিন দিনের ভিডিয়ো সার্ভে শেষ হয় গতকাল ৷ পাঁচজন হিন্দু মামলাকারীর আইনজীবীরা দাবি করেন মসজিদের ওয়াজুখানা থেকে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ তারপরই বারাণসীর স্থানীয় আদালত মসজিদ চত্বর সিল করার নির্দেশ দেয় ৷ যদিও মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ওয়াজুখানার ঝরনা (AIMPLB condemned Gyanvapi Masjid survey and sealing of Wuzukhana) ৷
কী বলছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ?
এ প্রসঙ্গে এআইএমপিএলবি সাধারণ সম্পাদক খালিদ সইফুল্লাহ রহমানি (Khalid Saifullah Rahmani) একটি বিবৃতিতে জানান, "জ্ঞানবাপী মসজিদ একটি মসজিদ এবং মসজিদই থাকবে ৷ একে মন্দির হিসেবে উল্লেখ করার যে চেষ্টা চলছে, সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র ৷ এটা সাংবিধানিক অধিকারের বিষয় এবং আইন-বিরুদ্ধ ৷" তিনি আরও জানান, 1937-এ দীন মহম্মদ বনাম রাজ্য সচিবের (Deen Mohammad Vs State Secretary) মামলায় আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, জ্ঞানবাপী মসজিদ চত্বর (Gyanvapi mosque Complex) পুরোটাই মুসলিম ওয়াকফ বোর্ডের এবং মুসলিমদের এখানে নমাজ পড়ার অধিকার আছে ৷
-
#WATCH During survey of #Gyanvapi mosque y'day, we found a large 'Shivling' inside 'wazukhana'at the mosque. Immediately, we moved an application in court to secure this important piece of evidence. Court ordered to seal 'wazukhana':Lawyer Vishnu Jain, representing the Hindu side pic.twitter.com/ZoOJmfTlrf
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH During survey of #Gyanvapi mosque y'day, we found a large 'Shivling' inside 'wazukhana'at the mosque. Immediately, we moved an application in court to secure this important piece of evidence. Court ordered to seal 'wazukhana':Lawyer Vishnu Jain, representing the Hindu side pic.twitter.com/ZoOJmfTlrf
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 17, 2022#WATCH During survey of #Gyanvapi mosque y'day, we found a large 'Shivling' inside 'wazukhana'at the mosque. Immediately, we moved an application in court to secure this important piece of evidence. Court ordered to seal 'wazukhana':Lawyer Vishnu Jain, representing the Hindu side pic.twitter.com/ZoOJmfTlrf
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 17, 2022
কতটা অংশ মসজিদের এবং কতটা মন্দিরের, সেটাও আদালত ঠিক করে দিয়েছিল ৷ পাশাপাশি ওয়াজুখানাকে মসজিদের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় ৷ 1991-তে সংসদে প্লেসেস অফ ওয়রশিপ অ্যাক্ট (Places of Worship Act 1991) পাশ হয় ৷ তাতে জানানো হয়েছিল, 1947-এ প্রতিটি ধর্মীয় স্থান যে অবস্থায় আছে, সেভাবেই থাকবে ৷ তিনি এ বিষয়ে বাবরি মসজিদের কথা মনে করিয়ে দিয়ে বলেন, "এমনকি বাবরি মসজিদের রায় (Babri Masjid judgment) দেওয়ার সময়, এখন থেকে সব ধর্মীয় স্থানগুলি এই আইনের আওতায় থাকবে বলে জানানো হয়েছিল ৷"
আরও পড়ুন : Gyanvapi Masjid Case : শিবলিঙ্গ মেলার খবর, জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করার নির্দেশ আদালতের
এই ঘটনা প্রসঙ্গে সোমবার এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিও বলেন, "এটা একটা ঝরনা, শিবলিঙ্গ নয় ৷ প্রতিটি মসজিদেই একটি ঝরনা থাকে ৷ কোর্টের কমিশনার এ নিয়ে কোনও দাবি করলেন না কেন ? সিল করার আদেশ 1991-এর অ্যাক্টকে লঙ্ঘন করা ৷" অঞ্জুমান-ই-ইনতেজামিয়া মসজিদ কমিটির আইনজীবী রইজ আহমেদ আনসারি 'শিবলিঙ্গ' খুঁজে পাওয়ার দাবিকে ভুল তথ্য প্রচার বলে জানিয়েছেন ৷
অঞ্জুমান-ই-ইনতেজামিয়া (Anjuman-e-Intezamia ) এলাহাবাদ হাইকোর্টের ভিডিয়োগ্রাফি সার্ভের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ৷ আজ ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷
সোমবার শেষ দফার সার্ভের পর হিন্দুপক্ষের আইনজীবীরা দাবি করেন 12 ফুট x 4 ফুটের ব্যাস, 3 ফুট দীর্ঘ একটি শিবলিঙ্গের সন্ধান মিলেছে ৷ হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণ জৈন বলেন, "জ্ঞানবাপী মসজিদে সার্ভের সময় আমরা মসজিদের ওয়াজুখানায় একটি বিশালাকার 'শিবলিঙ্গ' খুঁজে পাই ৷ এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ ৷ আমরা সঙ্গে সঙ্গে আদালতে এর সুরক্ষার জন্য আবেদন জানাই ৷ আদালত ওয়াজুখানা সিল করার নির্দেশ দেয় ৷"