নয়াদিল্লি, 3 জুন : পটনা এইমসের পর এবার দিল্লির এইমস (AIIMS) ৷ শিশুদের উপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্স ৷ ভারত বায়োটেকের তৈরি এই করোনার ভ্য়াকসিনের ট্রায়াল করবে তারা ৷ আজ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে ৷ তবে কবে থেকে তা শুরু হবে, এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি এইমস কর্তৃপক্ষের তরফে ৷
প্রসঙ্গত, গত মে মাসের 11 তারিখ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে বাচ্চাদের উপর কোভ্যাক্সিনের ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছিল ৷ তারপরেই আজ থেকে পাটনা এইমস ভারত বায়োটেকের তৈরি এই ভ্য়াকসিনের প্রয়োগ বাচ্চাদের উপর শুরু করেছে ৷ তবে পটনা এইমস বর্তমানে 12 থেকে 18 বছরের মধ্যে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করেছে ৷
আরও পড়ুন : হায়দরাবাদের সংস্থার কাছ থেকে 30 কোটি টিকা কিনবে স্বাস্থ্য মন্ত্রক
এই ট্রায়াল সফল হলে পরবর্তীতে 6-12 বছরের মধ্যে ট্রায়াল শুরু হবে ৷ তার পরবর্তীতে 2-6 বছরের মধ্যে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে পটনা এইমস ৷