ETV Bharat / bharat

Intranasal Covid vaccine trial in AIIMS: নাক দিয়ে কোভিড টিকার বুস্টার ডোজ ! শুক্রে ট্রায়াল শুরু এইমসে

ভারত বায়োটেকের তৈরি নাকের মধ্যে দিয়ে কোভিড টিকার বুস্টার ডোজের ট্রায়াল (AIIMS Delhi to start booster dose trial of intranasal Covid vaccine) শুক্রবার থেকে শুরু হচ্ছে দিল্লির এইমস হাসপাতালে (Intranasal Covid vaccine trial in AIIMS) ৷

2 men arrested as they threatened judge of Kolkata court pretending police officers
থাম্বনেইল
author img

By

Published : Mar 10, 2022, 3:43 PM IST

নয়াদিল্লি, 10 মার্চ: নাক দিয়ে কোভিড 19 টিকা ৷ শুক্রবার থেকে ভারত বায়োটেকের এই বুস্টার ডোজের ট্রায়াল শুরু করছে দিল্লির এইমস হাসপাতাল (Intranasal Covid vaccine trial in AIIMS) ৷

এইমসের সেন্টার ফর কমিউনিটির অধ্যাপক ডা. সঞ্জয় রাই জানিয়েছেন, অন্তত 5 মাস আগে যাঁরা কোভিশিল্ড বা কোভ্যাকসিনের দু‘টো ডোজই নিয়ে ফেলেছেন, শুধু তাঁরাই এই বুস্টার ডোজ নিতে পারবেন ৷ তবে সেই দু‘টি ডোজ নেওয়ার পর 7 মাস পেরিয়ে গেলে আর এই বুস্টার ডোজ নেওয়া যাবে না ৷

হায়দরাবাদের কোম্পানির তৈরি ইন্ট্রানেজাল কোভিড টিকা BBV154-কে (AIIMS Delhi to start booster dose trial of intranasal Covid vaccine) দেশে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি ৷ জানুয়ারি মাসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভারত বায়োটেককে তৃতীয় ধাপের গবেষণার অনুমতি দিয়েছে ৷ যাঁরা আগে কোভিশিল্ড বা কোভ্যাকসিনের ডোজ (Covid vaccine booster dose) নিয়েছেন, তাঁদের জন্য এই বুস্টার ডোজ কতটা সুরক্ষিত এবং কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম, তা খতিয়ে দেখতে বলেছে ডিসিজিআই ৷

আরও পড়ুন: Corona Update in India : সামান্য কমে দেশের দৈনিক সংক্রমণ 4 হাজারে, কমল মৃত্যুও

ডা. রাই বলেছেন, "বুধবার বুস্টার ডোজের ট্রায়ালের সম্মতি পেয়েছি ৷ 10 মার্চ থেকে মেইলের মাধ্যমে অংশগ্রহণকারীদের নথিভুক্তকরণ শুরু হবে ৷ মেইল করতে হবে ctaiims.covid19@gmail.com অথবা ctaiims.covid19@gmail.com-এ ৷ অথবা হোয়াটসঅ্যাপ করা যাবে 7428847499 নম্বরে ৷ কোভিশিল্ড বা কোভ্যাকসিনের দু‘টো ডোজ নেওয়ার 5 মাসের বেশি ও 7 মাসের কম সময় যাঁদের হয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন ৷"

যে পাঁচটি জায়গায় নাকের টিকার ট্রায়াল চলবে, তার মধ্যে অন্যতম দিল্লির এইমস ৷

আরও পড়ুন : Effects of COVID on Brain : মস্তিষ্কে বড় প্রভাব ফেলতে পারে করোনার সামান্য সংক্রমণও : গবেষণা

নয়াদিল্লি, 10 মার্চ: নাক দিয়ে কোভিড 19 টিকা ৷ শুক্রবার থেকে ভারত বায়োটেকের এই বুস্টার ডোজের ট্রায়াল শুরু করছে দিল্লির এইমস হাসপাতাল (Intranasal Covid vaccine trial in AIIMS) ৷

এইমসের সেন্টার ফর কমিউনিটির অধ্যাপক ডা. সঞ্জয় রাই জানিয়েছেন, অন্তত 5 মাস আগে যাঁরা কোভিশিল্ড বা কোভ্যাকসিনের দু‘টো ডোজই নিয়ে ফেলেছেন, শুধু তাঁরাই এই বুস্টার ডোজ নিতে পারবেন ৷ তবে সেই দু‘টি ডোজ নেওয়ার পর 7 মাস পেরিয়ে গেলে আর এই বুস্টার ডোজ নেওয়া যাবে না ৷

হায়দরাবাদের কোম্পানির তৈরি ইন্ট্রানেজাল কোভিড টিকা BBV154-কে (AIIMS Delhi to start booster dose trial of intranasal Covid vaccine) দেশে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি ৷ জানুয়ারি মাসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভারত বায়োটেককে তৃতীয় ধাপের গবেষণার অনুমতি দিয়েছে ৷ যাঁরা আগে কোভিশিল্ড বা কোভ্যাকসিনের ডোজ (Covid vaccine booster dose) নিয়েছেন, তাঁদের জন্য এই বুস্টার ডোজ কতটা সুরক্ষিত এবং কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম, তা খতিয়ে দেখতে বলেছে ডিসিজিআই ৷

আরও পড়ুন: Corona Update in India : সামান্য কমে দেশের দৈনিক সংক্রমণ 4 হাজারে, কমল মৃত্যুও

ডা. রাই বলেছেন, "বুধবার বুস্টার ডোজের ট্রায়ালের সম্মতি পেয়েছি ৷ 10 মার্চ থেকে মেইলের মাধ্যমে অংশগ্রহণকারীদের নথিভুক্তকরণ শুরু হবে ৷ মেইল করতে হবে ctaiims.covid19@gmail.com অথবা ctaiims.covid19@gmail.com-এ ৷ অথবা হোয়াটসঅ্যাপ করা যাবে 7428847499 নম্বরে ৷ কোভিশিল্ড বা কোভ্যাকসিনের দু‘টো ডোজ নেওয়ার 5 মাসের বেশি ও 7 মাসের কম সময় যাঁদের হয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন ৷"

যে পাঁচটি জায়গায় নাকের টিকার ট্রায়াল চলবে, তার মধ্যে অন্যতম দিল্লির এইমস ৷

আরও পড়ুন : Effects of COVID on Brain : মস্তিষ্কে বড় প্রভাব ফেলতে পারে করোনার সামান্য সংক্রমণও : গবেষণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.