ETV Bharat / bharat

Mamata-Pawar Meeting : বিরোধীদের বৈঠকের আগেই মমতার পাওয়ার-মিটিং - Presidential Election 2022

আগামিকাল নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠক (Opposition Meeting Ahead Presidential Election) ৷ উদ্য়োক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee) ৷ তার আগেই তিনি মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের (NCP Leader Shard Pawar) সঙ্গে ৷

ahead-of-oppn-leaders-meet-mamata-banerjee-calls-on-sharad-pawar-at-his-delhi-residence
Mamata-Pawar Meeting : বিরোধীদের বৈঠকের আগেই মমতার পাওয়ার-মিটিং
author img

By

Published : Jun 14, 2022, 9:29 PM IST

নয়াদিল্লি, 14 জুন : লোকসভা নির্বাচন হতে এখনও বাকি দু’বছর ৷ কিন্তু সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা কতটা একজোট হতে পারবে, তা খাতায়কলমে দেখে নেওয়ার সুযোগ এসেছে ৷ আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ সেই ভোটকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ ৷

সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই কার্যত মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে হয়ে গেল একটি হাইপ্রোফাইল রাজনৈতিক বৈঠক ৷ যে বৈঠকের দুই কুশীলব দেশের দুই আঞ্চলিক শক্তির সুুপ্রিমো (ahead of oppn leaders meet mamata banerjee calls on sharad pawar at his delhi residence) ৷ তাঁদের একজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee) ৷ আর অন্যজন এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP Leader Shard Pawar) ৷

এদিনই কলকাতা থেকে দেশের রাজধানীতে পৌঁছেছেন তৃণমূল নেত্রী ৷ নয়াদিল্লি পৌঁছেই তিনি চলে যান শরদ পাওয়ারের বাসভবনে ৷ সেখানে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠকও হয় ৷ আগামিকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্ধারণ নিয়ে বিরোধীদের বৈঠক রয়েছে ৷ মমতা-পাওয়ার একান্ত আলাপচারিতা যে সেই বৈঠকের দিশা নির্ধারণে ভূমিকা নিতে চলেছে, তা তৃণমূল কংগ্রেসের টুইট থেকেই স্পষ্ট ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021 সালের বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বিপুল আসনে জয়ী হওয়ার পর জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোট তৈরিতে বারবার উদ্যোগ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবারও বুধবারের বৈঠকের উদ্যোক্তা তিনি ৷ সেখানে বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷

কিন্তু সেই বৈঠকে কারা উপস্থিত থাকবেন, তা নিয়ে নানা জল্পনা চলছে ৷ বাম নেতা ডি রাজা জানিয়েছেন যে বামেরা ওই বৈঠকে উপস্থিত থাকতে পারে ৷ থাকতে পারেন ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ৷ আজ রাতের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই দলের কেন্দ্রীয় সমিতির নেতা বিনোদ পান্ডে জানিয়েছেন ৷ আপেরও থাকার সম্ভাবনা রয়েছে৷ কংগ্রেসও যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে ৷

ফলে আগামিকালের বৈঠক যে জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা অস্বীকার করার জায়গা নেই বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷ একই সঙ্গে তাঁদের প্রশ্ন, কে হবেন বিরোধীদের প্রার্থী ? তাঁরা বলছেন, প্রার্থী বাছাই নিয়ে যদি ঐক্যমত্য আসতে পারে বিরোধীরা ৷ তাহলে তা শাসক বিজেপি জোটের কাছে বড় ধাক্কা হবে ৷

একটি সূত্রের খবর, বিরোধীদের প্রার্থী হতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ কিন্তু তিনি নিজেই রাজি নন বলে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে ৷ ফলে প্রশ্ন উঠছে যে তাহলে কি পাওয়ারকে রাজি করাতেই আজ সন্ধ্যায় তাঁর সঙ্গে বৈঠক করলেন মমতা ?

আরও পড়ুন : Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস, দিল্লিতে পাওয়ারের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, 14 জুন : লোকসভা নির্বাচন হতে এখনও বাকি দু’বছর ৷ কিন্তু সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা কতটা একজোট হতে পারবে, তা খাতায়কলমে দেখে নেওয়ার সুযোগ এসেছে ৷ আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ সেই ভোটকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ ৷

সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই কার্যত মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে হয়ে গেল একটি হাইপ্রোফাইল রাজনৈতিক বৈঠক ৷ যে বৈঠকের দুই কুশীলব দেশের দুই আঞ্চলিক শক্তির সুুপ্রিমো (ahead of oppn leaders meet mamata banerjee calls on sharad pawar at his delhi residence) ৷ তাঁদের একজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee) ৷ আর অন্যজন এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP Leader Shard Pawar) ৷

এদিনই কলকাতা থেকে দেশের রাজধানীতে পৌঁছেছেন তৃণমূল নেত্রী ৷ নয়াদিল্লি পৌঁছেই তিনি চলে যান শরদ পাওয়ারের বাসভবনে ৷ সেখানে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠকও হয় ৷ আগামিকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্ধারণ নিয়ে বিরোধীদের বৈঠক রয়েছে ৷ মমতা-পাওয়ার একান্ত আলাপচারিতা যে সেই বৈঠকের দিশা নির্ধারণে ভূমিকা নিতে চলেছে, তা তৃণমূল কংগ্রেসের টুইট থেকেই স্পষ্ট ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021 সালের বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বিপুল আসনে জয়ী হওয়ার পর জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোট তৈরিতে বারবার উদ্যোগ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবারও বুধবারের বৈঠকের উদ্যোক্তা তিনি ৷ সেখানে বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷

কিন্তু সেই বৈঠকে কারা উপস্থিত থাকবেন, তা নিয়ে নানা জল্পনা চলছে ৷ বাম নেতা ডি রাজা জানিয়েছেন যে বামেরা ওই বৈঠকে উপস্থিত থাকতে পারে ৷ থাকতে পারেন ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ৷ আজ রাতের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই দলের কেন্দ্রীয় সমিতির নেতা বিনোদ পান্ডে জানিয়েছেন ৷ আপেরও থাকার সম্ভাবনা রয়েছে৷ কংগ্রেসও যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে ৷

ফলে আগামিকালের বৈঠক যে জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা অস্বীকার করার জায়গা নেই বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷ একই সঙ্গে তাঁদের প্রশ্ন, কে হবেন বিরোধীদের প্রার্থী ? তাঁরা বলছেন, প্রার্থী বাছাই নিয়ে যদি ঐক্যমত্য আসতে পারে বিরোধীরা ৷ তাহলে তা শাসক বিজেপি জোটের কাছে বড় ধাক্কা হবে ৷

একটি সূত্রের খবর, বিরোধীদের প্রার্থী হতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ কিন্তু তিনি নিজেই রাজি নন বলে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে ৷ ফলে প্রশ্ন উঠছে যে তাহলে কি পাওয়ারকে রাজি করাতেই আজ সন্ধ্যায় তাঁর সঙ্গে বৈঠক করলেন মমতা ?

আরও পড়ুন : Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস, দিল্লিতে পাওয়ারের সঙ্গে বৈঠকে মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.