ETV Bharat / bharat

Agnipath Scheme : সেনায় নিয়োগে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা কেন্দ্রের, সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'অগ্নিপথ' প্রকল্পের (Agnipath scheme ) মাধ্যমে যাঁদের সেনার তিন বাহিনীতে নিয়োগ করা হবে তাঁদের 'অগ্নিবীর' বলে ডাকা হবে ৷ 17 বছর 5 মাস থেকে 21 বছর বয়সিদের বাছাই করা হবে ৷ চার বছরের জন্য তাঁদের নিয়োগ করা হবে ৷ 4 বছর পর এদের মধ্যে সর্বোচ্চ 25 শতাংশ সেনায় থেকে যেতে পারবেন পরবর্তী 15 বছরের জন্য ৷

army recruitment  Agnipath scheme
অগ্নিপথ স্কিমের ঘোষণা কেন্দ্রের
author img

By

Published : Jun 14, 2022, 6:34 PM IST

নয়াদিল্লি, 14 জুন : দেশে সেনার তিন বাহিনীতে (পদাতিক, জল ও স্থল সেনা) নিয়োগের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করল কেন্দ্র ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে ছাড়পত্র পেয়েছে নয়া এই স্কিম (Centre announces defence recruitment scheme 'Agnipath' for armed forces) ৷

সেনায় ভর্তির নতুন এই প্রকল্পের মূল কথা হল, স্বল্প সময়ের জন্য দেশের যুব সমাজকে সেনা বাহিনীতিতে নিয়োগ করা ৷ নিন্দুকেরা অবশ্য বিষয়টিকে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ বলছেন ৷ কারণ রাজনাথ সিং নিজেই জানিয়েছেন সেনায় যুব সম্প্রদায়কে আরও বেশি করে টেনে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু মাত্র চার বছরের জন্য তাদের নিয়োগ করা হবে ৷

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'অগ্নিপথ' প্রকল্পের মাধ্যমে যাঁদের সেনার তিন বাহিনীতে নিয়োগ করা হবে তাঁদের 'অগ্নিবীর' বলে ডাকা হবে ৷ 17 বছর 5 মাস থেকে 21 বছর বয়সিদের বাছাই করা হবে ৷ সেনায় ভর্তির ক্ষেত্রে যে যোগ্যতামান থাকে এক্ষেত্রেও তা একই থাকবে ৷ চার বছরের জন্য তাঁদের নিয়োগ করা হবে ৷ 4 বছর পর এদের মধ্যে সর্বোচ্চ 25 শতাংশ সেনায় থেকে যেতে পারবেন পরবর্তী 15 বছরের জন্য ৷ বাকিদের অবসর নিতে হবে ৷ সূত্রের খবর, এই চার বছরে প্রতি মাসে ভাল বেতন দেওয়া হবে এই 'অগ্নিবীর'দের ৷ অবসরের সময় দেওয়া হবে এককালীন সাহায্যও ৷ কিন্তু তাঁদের পেনশনের দায়িত্ব নেবে না সরকার ৷ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, বর্তমানে সেনা বাহিনীতে সেনাদের গড় বয়স 32 বছর ৷ সরকারের লক্ষ্য আগামী 6-7 বছরের মধ্যে এই গড় বয়স 26 বছরে নামিয়ে আনা ৷

  • The 'Agnivirs' will be given a good pay package & an exit retirement package after a service of 4 years: Defence Minister Rajnath Singh, on the announcement of the 'Agnipath' recruitment scheme, in Delhi pic.twitter.com/cy8tklgYav

    — ANI (@ANI) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দেড় বছরে 10 লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরি, সিদ্ধান্ত মোদির

এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে 45 হাজার জনকে সেনায় নিয়োগ করা হবে 4 বছরের জন্য ৷ আগামী তিন মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ৷ প্রথম ব্যাচ 2023 সালের জুলাই মাসের মধ্যে তৈরি হয়ে যাবে ৷ এই 4 বছরের মধ্যে 6 মাস প্রশিক্ষণ দেওয়া হবে 'অগ্নিবীর'দের ৷ নিন্দুকেরা বলছেন, যাতে সেনাদের বেতন ও পেনশন বাবদ সরকারকে বেশি আর্থিক বোঝা বইতে না হয়, সে কারণেই এই স্কিম এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷

কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে (Agnipath recruitment scheme for armed forces evokes mixed response from veterans) ৷ বিষয়টিকে সমাজের সেনাকরণ বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটার্নেন্ট জেনারেল বিনোদ ভাটিয়া ৷ এই প্রকল্প শুরু হওয়ার চার বছর পর থেকে প্রতি বছর যে 40 হাজার (মোট নিয়োগের 75 শতাংশ) সেনা কর্মহীন হবেন,তাঁদের কী হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ তবে কর্মসংস্থানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করছেন অবসরপ্রাপ্ত লেফটার্নেন্ট জেনারেল যশ মোর ৷

নয়াদিল্লি, 14 জুন : দেশে সেনার তিন বাহিনীতে (পদাতিক, জল ও স্থল সেনা) নিয়োগের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করল কেন্দ্র ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে ছাড়পত্র পেয়েছে নয়া এই স্কিম (Centre announces defence recruitment scheme 'Agnipath' for armed forces) ৷

সেনায় ভর্তির নতুন এই প্রকল্পের মূল কথা হল, স্বল্প সময়ের জন্য দেশের যুব সমাজকে সেনা বাহিনীতিতে নিয়োগ করা ৷ নিন্দুকেরা অবশ্য বিষয়টিকে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ বলছেন ৷ কারণ রাজনাথ সিং নিজেই জানিয়েছেন সেনায় যুব সম্প্রদায়কে আরও বেশি করে টেনে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু মাত্র চার বছরের জন্য তাদের নিয়োগ করা হবে ৷

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'অগ্নিপথ' প্রকল্পের মাধ্যমে যাঁদের সেনার তিন বাহিনীতে নিয়োগ করা হবে তাঁদের 'অগ্নিবীর' বলে ডাকা হবে ৷ 17 বছর 5 মাস থেকে 21 বছর বয়সিদের বাছাই করা হবে ৷ সেনায় ভর্তির ক্ষেত্রে যে যোগ্যতামান থাকে এক্ষেত্রেও তা একই থাকবে ৷ চার বছরের জন্য তাঁদের নিয়োগ করা হবে ৷ 4 বছর পর এদের মধ্যে সর্বোচ্চ 25 শতাংশ সেনায় থেকে যেতে পারবেন পরবর্তী 15 বছরের জন্য ৷ বাকিদের অবসর নিতে হবে ৷ সূত্রের খবর, এই চার বছরে প্রতি মাসে ভাল বেতন দেওয়া হবে এই 'অগ্নিবীর'দের ৷ অবসরের সময় দেওয়া হবে এককালীন সাহায্যও ৷ কিন্তু তাঁদের পেনশনের দায়িত্ব নেবে না সরকার ৷ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, বর্তমানে সেনা বাহিনীতে সেনাদের গড় বয়স 32 বছর ৷ সরকারের লক্ষ্য আগামী 6-7 বছরের মধ্যে এই গড় বয়স 26 বছরে নামিয়ে আনা ৷

  • The 'Agnivirs' will be given a good pay package & an exit retirement package after a service of 4 years: Defence Minister Rajnath Singh, on the announcement of the 'Agnipath' recruitment scheme, in Delhi pic.twitter.com/cy8tklgYav

    — ANI (@ANI) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দেড় বছরে 10 লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরি, সিদ্ধান্ত মোদির

এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে 45 হাজার জনকে সেনায় নিয়োগ করা হবে 4 বছরের জন্য ৷ আগামী তিন মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ৷ প্রথম ব্যাচ 2023 সালের জুলাই মাসের মধ্যে তৈরি হয়ে যাবে ৷ এই 4 বছরের মধ্যে 6 মাস প্রশিক্ষণ দেওয়া হবে 'অগ্নিবীর'দের ৷ নিন্দুকেরা বলছেন, যাতে সেনাদের বেতন ও পেনশন বাবদ সরকারকে বেশি আর্থিক বোঝা বইতে না হয়, সে কারণেই এই স্কিম এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷

কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে (Agnipath recruitment scheme for armed forces evokes mixed response from veterans) ৷ বিষয়টিকে সমাজের সেনাকরণ বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটার্নেন্ট জেনারেল বিনোদ ভাটিয়া ৷ এই প্রকল্প শুরু হওয়ার চার বছর পর থেকে প্রতি বছর যে 40 হাজার (মোট নিয়োগের 75 শতাংশ) সেনা কর্মহীন হবেন,তাঁদের কী হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ তবে কর্মসংস্থানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করছেন অবসরপ্রাপ্ত লেফটার্নেন্ট জেনারেল যশ মোর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.