দিল্লি, 9 জানুয়ারি : দিল্লি ও হরিয়ানার সীমান্তে সিঙ্ঘু এলাকায় আন্দোলনরত এক কৃষকের আত্মহত্যা । বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ।
গুরুতর অবস্থায় অমরিন্দর সিং নামে ওই কৃষককে হাসপাতালে ভরতি করা হয় । তিনি পঞ্জাবের ফতেগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে । ঘটনাস্থানে রয়েছে সোনীপত থানার পুলিশ । এদিকে কৃষকদের আত্মহত্যার মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় তাঁদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে । 45 দিন ধরে কৃষকরা আন্দোলন করছেন । এই অবস্থায় মানসিক শক্তি যাতে ভেঙে বা দুর্বল না হয়ে পড়ে, তার জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ।
আরও পড়ুন : সিঙ্ঘু সীমান্ত থেকে ফিরে আত্মহত্যা পঞ্জাবের কৃষকের
সিঙ্ঘু ও আরও দু'টি সীমান্ত, যেখানে কৃষকরা আন্দোলন করছেন, সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মেডিকেল ক্যাম্প চালাচ্ছে । তাদের বক্তব্য, কৃষকরা অসম্ভব সাহসী । কিন্তু কয়েকজন প্রচণ্ড ঠাণ্ডায় শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন । তাঁদের জন্য কাউন্সিলিং প্রয়োজন । অ্যামেরিকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা ইতিমধ্যে সিঙ্ঘু সীমান্তে কাউন্সিলিং করছে ।
আন্দোলন চলাকালীন বহু কৃষকের মৃত্যু হয়েছে । শারীরিক অসুস্থতার পাশাপাশি কয়েকজন আত্মহত্যাও করেছেন ।