ETV Bharat / bharat

Opposition Meet: লক্ষ্য 2024! পিকে-র সঙ্গে কথার পরই কাল বিরোধীদের ডাকলেন পাওয়ার - শরদ পাওয়ার

লক্ষ্য 2024 লোকসভা নির্বাচন ৷ তাকেই পাখির চোখ করে শুরু হতে চলেছে বিরোধী জোট গঠনের প্রয়াস ৷ প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে কথা বলার পর বিরোধীদের নিয়ে বৈঠকে ডাকলেন শরদ পাওয়ার (Sharad Pawar) ৷

After meeting With Prashant Kishor, Sharad Pawar Calls Opposition Meet tomorrow
লক্ষ্য 2024! পিকে-র সঙ্গে কথার পরই কাল বিরোধীদের বৈঠকে ডাকলেন পাওয়ার
author img

By

Published : Jun 21, 2021, 4:43 PM IST

মুম্বই, 21 জুন : ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) কি 2024 লোকসভা নির্বাচনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনীতির আঙিনায় ৷ পিকে-র সঙ্গে কথা বলার পরই বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠকের (Opposition Meet) ডাক দিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ তিনি ছাড়াও বিভিন্ন দলের কাছে এই বৈঠকের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা, যিনি বঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে জোরালো টক্কর দিতে আগামিকালের বৈঠক থেকেই বিরোধীদের ঐক্যবদ্ধ করার কাজ প্রক্রিয়া শুরু হবে বলে জল্পনা শুরু হয়েছে ৷

যশবন্ত সিনহার রাষ্ট্রীয় মঞ্চের তরফে আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, "শরদ পাওয়ারজি ও শ্রী যশবন্ত সিনহা জি বর্তমান জাতীয় পরিস্থিতি নিয়ে একটি আলোচনাচক্রের নেতৃত্ব দেবেন ৷ যশবন্ত সিনহা সেই বৈঠকে আপনাদের উপস্থিতি ও অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ৷"

আরও পড়ুন: মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

আজ দিল্লিতে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে ফের বৈঠক করেন শরদ পাওয়ার ৷ গত 2 সপ্তাহে এই নিয়ে দু বার বৈঠক করেন তাঁরা ৷ এর আগে গত 11 জুন শরদ পাওয়ারের মুম্বইয়ের বাড়িতে তাঁর সঙ্গে প্রশান্ত কিশোরের প্রায় ঘণ্টা তিনেক আলোচনা হয় ৷ আজ দিল্লিতে তাঁদের বৈঠকের পরই বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয় ৷ এই গতিবিধিকে এনডিএ-র বিরুদ্ধে লড়াই জোরদার করতে 'মিশন 2024'-এর পরিকল্পনা বলেই ধরে নিয়েছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: মুম্বইয়ে প্রশান্ত-শরদ সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাতে বিরোধী জোটের থেকে একটি মুখকে তুলে ধরা নিয়েই বিরোধীদের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বিভিন্ন দলই বিরোধী জোট গঠনের ইচ্ছে প্রকাশ করেছে বলে খবর ৷ এর আগে, বছরের পর বছর বিভিন্ন জোট সরকারের সঙ্গে যুক্ত ও দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা শরদ পাওয়ার এই জোট গঠনের অন্যতন কারিগর হয়ে উঠতে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ এ ক্ষেত্রে বাংলায় বিজেপির পর্যুদস্ত হওয়া বিভিন্ন দলের আশা আরও বাড়িয়েছে বলে মত তাঁদের ৷ বিজেপি যে অপ্রতিরোধ্য নয়, সেই বিশ্বাস জন্মেছে বিরোধীদের মনে ৷ এই ভাবনা ও জোশকেই কাজে লাগিয়ে বিজেপির জোরালো প্রতিপক্ষ তৈরির চেষ্টা চলছে ৷

আরও পড়ুন: পুজোর আগেই 24 হাজার 500 শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি নিজেকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন কি না, জবাবে তিনি বলেছিলেন, "আমার মনে হয়, 2024 সালের জন্য আমরা সবাই একজোট হয়ে লড়তে পারি ৷ তবে আগে কোভিডের বিরুদ্ধে লড়ে নিই ৷" জাতীয় স্তরে বিরোধী জোট গঠন আবশ্যিক বলে জানিয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউতও ৷ এ ব্যাপারে শরদ পাওয়ারের সঙ্গে কথাও বলেছেন তিনি ৷ কাজেই আগামিকালের এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ এই বৈঠক ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারে বলে মত তাঁদের ৷

মুম্বই, 21 জুন : ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) কি 2024 লোকসভা নির্বাচনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনীতির আঙিনায় ৷ পিকে-র সঙ্গে কথা বলার পরই বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠকের (Opposition Meet) ডাক দিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ তিনি ছাড়াও বিভিন্ন দলের কাছে এই বৈঠকের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা, যিনি বঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে জোরালো টক্কর দিতে আগামিকালের বৈঠক থেকেই বিরোধীদের ঐক্যবদ্ধ করার কাজ প্রক্রিয়া শুরু হবে বলে জল্পনা শুরু হয়েছে ৷

যশবন্ত সিনহার রাষ্ট্রীয় মঞ্চের তরফে আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, "শরদ পাওয়ারজি ও শ্রী যশবন্ত সিনহা জি বর্তমান জাতীয় পরিস্থিতি নিয়ে একটি আলোচনাচক্রের নেতৃত্ব দেবেন ৷ যশবন্ত সিনহা সেই বৈঠকে আপনাদের উপস্থিতি ও অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ৷"

আরও পড়ুন: মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

আজ দিল্লিতে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে ফের বৈঠক করেন শরদ পাওয়ার ৷ গত 2 সপ্তাহে এই নিয়ে দু বার বৈঠক করেন তাঁরা ৷ এর আগে গত 11 জুন শরদ পাওয়ারের মুম্বইয়ের বাড়িতে তাঁর সঙ্গে প্রশান্ত কিশোরের প্রায় ঘণ্টা তিনেক আলোচনা হয় ৷ আজ দিল্লিতে তাঁদের বৈঠকের পরই বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয় ৷ এই গতিবিধিকে এনডিএ-র বিরুদ্ধে লড়াই জোরদার করতে 'মিশন 2024'-এর পরিকল্পনা বলেই ধরে নিয়েছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: মুম্বইয়ে প্রশান্ত-শরদ সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাতে বিরোধী জোটের থেকে একটি মুখকে তুলে ধরা নিয়েই বিরোধীদের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বিভিন্ন দলই বিরোধী জোট গঠনের ইচ্ছে প্রকাশ করেছে বলে খবর ৷ এর আগে, বছরের পর বছর বিভিন্ন জোট সরকারের সঙ্গে যুক্ত ও দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা শরদ পাওয়ার এই জোট গঠনের অন্যতন কারিগর হয়ে উঠতে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ এ ক্ষেত্রে বাংলায় বিজেপির পর্যুদস্ত হওয়া বিভিন্ন দলের আশা আরও বাড়িয়েছে বলে মত তাঁদের ৷ বিজেপি যে অপ্রতিরোধ্য নয়, সেই বিশ্বাস জন্মেছে বিরোধীদের মনে ৷ এই ভাবনা ও জোশকেই কাজে লাগিয়ে বিজেপির জোরালো প্রতিপক্ষ তৈরির চেষ্টা চলছে ৷

আরও পড়ুন: পুজোর আগেই 24 হাজার 500 শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি নিজেকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন কি না, জবাবে তিনি বলেছিলেন, "আমার মনে হয়, 2024 সালের জন্য আমরা সবাই একজোট হয়ে লড়তে পারি ৷ তবে আগে কোভিডের বিরুদ্ধে লড়ে নিই ৷" জাতীয় স্তরে বিরোধী জোট গঠন আবশ্যিক বলে জানিয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউতও ৷ এ ব্যাপারে শরদ পাওয়ারের সঙ্গে কথাও বলেছেন তিনি ৷ কাজেই আগামিকালের এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ এই বৈঠক ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারে বলে মত তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.