কানপুর, 10 মার্চ : উত্তর প্রদেশের কানপুরে একটি হাসপাতালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ যে ব্যক্তি দুর্ঘটনায় মারা গিয়েছেন, তিনি তাঁর মেয়েকে নিয়ে ওই হাসপাতালে গিয়েছিলেন ৷ স্থানীয়দের থেকে জানা গিয়েছে যে দু’দিন আগে 13 বছরের ওই মেয়েটিকে তিন যুবক ধর্ষণ করে ৷ সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছিল ৷
তাই এই ঘটনা নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে বুধবার সকাল থেকে ৷ কারণ, মেয়েটির পরিবারের অভিযোগ যে পুলিশে ধর্ষণের অভিযোগ জানানোর পর থেকেই এই নিয়ে তাদের হুমকি দেওয়া হচ্ছিল ৷ তাই এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ মেয়েটির পরিবার ৷
যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে দু’জন দীপু যাদব ও সৌরভ যাদব ৷ এই দু’জনের বাবা কানপুর থেকে 100 কিলোমিটার দূরের কনৌজ জেলার একটি থানায় সাব-ইনস্পেক্টর হিসেবে কাজ করেন ৷ সেই সূত্রেই হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ এই ঘটনায় তৃতীয় অভিযুক্তের নাম গোলু যাদব ৷ তাকে পুলিশ গ্রেফতার করেছে ৷
এদিকে কানপুর পুলিশ সূত্রে খবর, হাসপাতালে যখন মেয়েটির শারীরিক পরীক্ষা চলছিল, তখন মেয়েটির বাবা বাইরে আসে চা খাওয়ার জন্য ৷ তখনই একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এক্ষেত্রে একটি দুর্ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন কানপুর পুলিশের প্রধান ড. প্রীতেন্দর সিং ৷
আরও পড়ুন : আজ বিকেল চারটেয় শপথ তিরথ সিং রাওয়াতের
অন্যদিকে কানপুরের জেলাশাসক ড. অলোক তিওয়ারি জানিয়েছেন, সরকার ও প্রশাসন নির্যাতিতার পরিবারের সঙ্গে রয়েছে ৷ মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে ৷ দু’টি মামলাতেই তদন্ত যথাযথ ভাবে করা হবে ৷ কাউকে ছাড়া হবে না ৷