মইনপুরী (উত্তরপ্রদেশ), 4 অক্টোবর: 45 টাকা চুরির (Stealing Rs 45) অভিযোগে মামলা চলছিল 24 বছর ধরে (24 Years Trial)৷ অবশেষে সেই মামলার রায়দান হল ৷ অভিযুক্ত বৃদ্ধকে চারদিনের হাজতবাসের সাজা দিয়েছে আদালত (Four day jail term)৷ উত্তরপ্রদেশের এটাওয়ার ঘটনা (Mainpuri court)৷
1998 সালে এক ব্যক্তির কাছ থেকে 45 টাকা চুরি করেছিলেন মান্নান । সোমবার বৃদ্ধ আসামি মান্নান তাঁর অপরাধ স্বীকার করে নেন । এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনপুরীর আদালত তাঁকে চার দিনের জন্য জেল হাজতে পাঠান । চারদিন কারাবাসের পর তিনি মুক্তি পাবেন ।
সূত্রের তরফে জানা গিয়েছে, 1998 সালের 17 এপ্রিল বাথাম এলাকার বাসিন্দা অভিযোগকারী বীরেন্দ্র থানায় অভিযোগ করে জানান, লেনেগঞ্জের কাছে তাঁর পকেট থেকে 45 টাকা চুরি করেছেন মান্নান ৷
আরও পড়ুন: ধর্ষণ করে খুন ! যোগীরাজ্যে কিশোরীর নগ্ন দেহ উদ্ধারে লাগল রাজনীতির রং
পরে মান্নানের কাছ থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করে পুলিশ । এরপর 18 এপ্রিল তাঁকে সংশোধনাগারে পাঠানো হয় এবং দুই মাস 21 দিন হাজতবাসের পর মইনপুরী জেলা আদালত থেকে এই মামলায় জামিন পান মান্নান । মামলাটি তদন্ত করে পুলিশ সিজেএমের আদালতে চার্জশিট দাখিল করে ।
আদালত অভিযুক্তকে সমন, ওয়ারেন্ট এবং সবশেষে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার মধ্যে দিয়ে বারবার রিমাইন্ডার পাঠায় ৷ তবে সেই রিমাইন্ডার সম্পর্কে তাঁর কাছে তথ্য না থাকায় মান্নান আদালতে হাজির হচ্ছেন না বলে অভিযোগ ওঠে । এরপর তিনি তাঁর অ্যাডভোকেট বিএইচ হাশমির মাধ্যমে 27 সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন । 28 সেপ্টেম্বর মান্নান তাঁর অপরাধ স্বীকার করে আদালতে একটি আবেদনও পেশ করেন । এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে চারদিনের জন্য কারাগারে পাঠান ৷