মাদুরাই, 15 অক্টোবর: জানুয়ারির মাঝামাঝি নাগাদ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট-1 পৌঁছে যাবে দেশের প্রথম সৌরযান আদিত্য-এল 1 । রবিবার এমনটাই জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চেয়ারম্যান এস সোমনাথ ৷ এদিন তামিলনাড়ুর মাদুরাইয়ে একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, "মহাকাশযানটি খুব ভালোভাবে কাজ করছে ৷ বর্তমানে পৃথিবী থেকে এল-1 পয়েন্টে যেতে প্রায় 110 দিন সময় লাগে । তাই জানুয়ারির মাঝামাঝি সৌরযানটি এল-1 পয়েন্টে পৌঁছবে । তারপরে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে সৌরযানটি স্থাপন করব । এটাকে বলা হয় 'হ্যালো অরবিট'। এটা একটা বড় কক্ষপথ। তাই এই কাজটি জানুয়ারির মাঝামাঝি সময়েই হবে ৷"
প্রসঙ্গত, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3-এর সফল সফট ল্যান্ডিংয়ের পরে ইসরোর লক্ষ্য সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহ ৷ এই উদ্দেশে গত 2 সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য-এল 1 সফল উৎক্ষেপণ হয়েছে । এটি সাতটি স্যাটেলাইট বহন করছে । সূর্যের বিস্তারিত অধ্যয়নের জন্য বিভিন্ন পেলোড, যার মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে এবং বাকি তিনটি প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের ইন-সিটু প্যারামিটার পরিমাপ করবে ।
ইসরো জানিয়েছিল, আদিত্য-এল 1 সূর্যের মাটিতে অবতরণ করবে না বা সূর্যের কাছাকাছিও যাবে না । আদিত্য-এল 1 ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 বা এল 1 এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে, যা সূর্যের দিকে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিমি দূরে । চার মাসের মধ্যে এটি এই দূরত্ব অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে । সূর্য হল গ্যাসের একটি বিশাল গোলক এবং আদিত্য-এল 1 সূর্যের বাইরের বায়ুমণ্ডল অধ্যয়ন করবে ।
এছাড়াও, রবিবার ইসরো প্রধান 'গগনযান' মিশন নিয়েও কথা বলেছেন ৷ তাঁর কথায়, টেস্ট ভেহিকেল-ডি1 মিশন 21 অক্টোবর শুরু হবে । এটি হল গগনযান প্রোগ্রাম । গগনযান প্রোগ্রামের জন্য কিছু পরীক্ষা করা প্রয়োজন, ক্রু এস্কেপ সিস্টেম প্রদর্শন করতে হবে । ক্রু এস্কেপ সিস্টেমটি গগনযানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম । রকেটের কোনও ক্ষতি হলে এই সিস্টেমের মাধ্যমে সেখান থেকে কমপক্ষে দুই কিমি দূরে সরিয়ে ক্রুদের বাঁচাতে যাবে । বিমানে ক্রু এস্কেপ সিস্টেম পরীক্ষা করে দেখা হচ্ছে । যে সিস্টেমটি প্রদর্শন করা হচ্ছে তাকে বলা হয় ট্রান্সনিক অবস্থা।
আরও পড়ুন: সংশোধিত গতিপথে সঠিক অবস্থায় রয়েছে আদিত্য-এল 1, জানাল ইসরো
তিনি বলেন, "প্রতি মাসে আমাদের অন্তত একটি উৎক্ষেপণ হবে। এই পরীক্ষামূলক ভেহিকেল উৎক্ষেপণের পরে আমাদের কাছে জিএসএলভি আছে। তারপরে আমাদের কাছে এসএসএলভি রয়েছে । তারপরে গগনযান মানবহীন মিশন থাকবে । এর মধ্যে একটি পিএসএলভি উৎক্ষেপণ হবে । তাই জানুয়ারির আগে আপনি কমপক্ষে 4-5টি উৎক্ষেপণ দেখতে পাবেন ৷" ইসরো তথ্য অনুসারে, গগনযান মিশনটি তিন সদস্যের ক্রুকে নিয়ে তিনদিনের জন্য 400 কিলোমিটার কক্ষপথে পাঠানো হবে এবং ভারতীয় সমুদ্রের জলে অবতরণ করে তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে ৷