ETV Bharat / bharat

Aditya L1: সফলভাবে পৃথিবীর কক্ষপথের চতুর্থস্তর অতিক্রম করল আদিত্য এল1, 19 সেপ্টেম্বর কাটবে বিশ্বের মায়া

Aditya L1 Completes Fourth Earth-bound Manoeuvre: পৃথিবীর কক্ষপথের চতুর্থস্তর অতিক্রম করল আদিত্য এল1 ৷ আজ ভোররাতে ইসরোর বেঙ্গালুরু ও মরিশাসের গ্রাউন্ড স্টেশন থেকে এটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ আগামী 19 সেপ্টেম্বর আদিত্য এল1 পৃথিবীর মায়া কাটিয়ে সূর্যের দিকে যাত্রা শুরু করবে ৷

Aditya L1 ETV BHARAT
Aditya L1
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 11:44 AM IST

বেঙ্গালুরু, 15 সেপ্টেম্বর: শুক্রবার ভোররাতে আদিত্য এল1 মহাকাশযান পৃথিবীর কক্ষপথের চতুর্থস্তর সফলভাবে অতিক্রম করেছে ৷ আজ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে একথা জানানো হয়েছে ৷ সূর্যের গবেষণায় প্রথমবার মহাকাশযান পাঠিয়েছে ইসরো ৷ যেটি সূর্যের এল1 পয়েন্ট থেকে তার গবেষণার কাজ করবে ৷

শুক্রবার ভোরে ইসরোর তরফে টুইটার বা এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করা হয় ৷ সেখানে ইসরো জানিয়েছে, ‘‘সফলভাবে পৃথিবীর কক্ষপথের চতুর্থ স্তর অতিক্রম করা গিয়েছে ৷ মরিশাস, বেঙ্গালুরুতে ISRO’র গ্রাউন্ড স্টেশন এসডিএসসি-এসএইচএআর এবং পোর্ট ব্লেয়ার এই অভিযানের সময় উপগ্রহটির উপর নজর রেখেছিল ৷ বর্তমানে ফিজি দ্বীপপুঞ্জ থেকে একটি ট্রান্সপোর্টেবল টার্মিনাল আদিত্য এল1-এর পোস্ট-বার্ন অপারেশনগুলিতে সাহায্য করবে ৷’’

  • Aditya-L1 Mission:
    The fourth Earth-bound maneuvre (EBN#4) is performed successfully.

    ISRO's ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation, while a transportable terminal currently stationed in the Fiji islands for… pic.twitter.com/cPfsF5GIk5

    — ISRO (@isro) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইসরো জানিয়েছে, ‘‘আদিত্য এল1-এর প্রদক্ষিণ করা কক্ষপথের দূরত্ব ছিল 1 লক্ষ 21 হাজার 973 ৷ পরবর্তী ম্যানুভার হল ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 ইনসার্শন ৷ যেটি পৃথিবীর কক্ষপথ থেকে আদিত্য এল1-এর বিদায় যাত্রা হবে ৷ যেটি আগামী 19 সেপ্টেম্বর ভারতীয় সময় মধ্যরাত 2টোয় হবে ৷’’ আদিত্য এল1 প্রথম ভারতীয় মহাকাশযান, যেটি ‘হালো’ কক্ষপথে পৃথিবী ও সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 বা এল1 থেকে সূর্যকে নিয়ে গবেষণা করবে ৷ এই ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত ৷

আরও পড়ুন: সাতসকালে সুখবর দিল ইসরো, সূর্যের দিকে আরও এক ধাপ এগোল আদিত্য এল1

আদিত্য এল1 পৃথিবীর কক্ষপথের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ অতিক্রম করে যথাক্রমে 3 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর ও 10 সেপ্টেম্বর ৷ পৃথিবীর কক্ষপথে 16 দিনের এই প্রদক্ষিণের সময় আদিত্য-এল1 পৃথিবী ও সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান 1 বা এল1 পয়েন্টে যাত্রার জন্য প্রয়োজনীয় গতিবেগ সঞ্চয় করছে ৷ এবার আদিত্য এল1 তার সূর্যের অভিমুখে যাত্রার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ৷ আগামী 19 সেপ্টেম্বর গভীর রাতে যখন পুরো দেশ ঘুমিয়ে থাকবে ৷ তখন আদিত্য এল1 পৃথিবী কক্ষপথের মায়া কাটিয়ে পৃথিবী ও সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1-এর দিকে যাত্রা শুরু করবে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

বেঙ্গালুরু, 15 সেপ্টেম্বর: শুক্রবার ভোররাতে আদিত্য এল1 মহাকাশযান পৃথিবীর কক্ষপথের চতুর্থস্তর সফলভাবে অতিক্রম করেছে ৷ আজ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে একথা জানানো হয়েছে ৷ সূর্যের গবেষণায় প্রথমবার মহাকাশযান পাঠিয়েছে ইসরো ৷ যেটি সূর্যের এল1 পয়েন্ট থেকে তার গবেষণার কাজ করবে ৷

শুক্রবার ভোরে ইসরোর তরফে টুইটার বা এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করা হয় ৷ সেখানে ইসরো জানিয়েছে, ‘‘সফলভাবে পৃথিবীর কক্ষপথের চতুর্থ স্তর অতিক্রম করা গিয়েছে ৷ মরিশাস, বেঙ্গালুরুতে ISRO’র গ্রাউন্ড স্টেশন এসডিএসসি-এসএইচএআর এবং পোর্ট ব্লেয়ার এই অভিযানের সময় উপগ্রহটির উপর নজর রেখেছিল ৷ বর্তমানে ফিজি দ্বীপপুঞ্জ থেকে একটি ট্রান্সপোর্টেবল টার্মিনাল আদিত্য এল1-এর পোস্ট-বার্ন অপারেশনগুলিতে সাহায্য করবে ৷’’

  • Aditya-L1 Mission:
    The fourth Earth-bound maneuvre (EBN#4) is performed successfully.

    ISRO's ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation, while a transportable terminal currently stationed in the Fiji islands for… pic.twitter.com/cPfsF5GIk5

    — ISRO (@isro) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইসরো জানিয়েছে, ‘‘আদিত্য এল1-এর প্রদক্ষিণ করা কক্ষপথের দূরত্ব ছিল 1 লক্ষ 21 হাজার 973 ৷ পরবর্তী ম্যানুভার হল ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 ইনসার্শন ৷ যেটি পৃথিবীর কক্ষপথ থেকে আদিত্য এল1-এর বিদায় যাত্রা হবে ৷ যেটি আগামী 19 সেপ্টেম্বর ভারতীয় সময় মধ্যরাত 2টোয় হবে ৷’’ আদিত্য এল1 প্রথম ভারতীয় মহাকাশযান, যেটি ‘হালো’ কক্ষপথে পৃথিবী ও সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 বা এল1 থেকে সূর্যকে নিয়ে গবেষণা করবে ৷ এই ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত ৷

আরও পড়ুন: সাতসকালে সুখবর দিল ইসরো, সূর্যের দিকে আরও এক ধাপ এগোল আদিত্য এল1

আদিত্য এল1 পৃথিবীর কক্ষপথের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ অতিক্রম করে যথাক্রমে 3 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর ও 10 সেপ্টেম্বর ৷ পৃথিবীর কক্ষপথে 16 দিনের এই প্রদক্ষিণের সময় আদিত্য-এল1 পৃথিবী ও সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান 1 বা এল1 পয়েন্টে যাত্রার জন্য প্রয়োজনীয় গতিবেগ সঞ্চয় করছে ৷ এবার আদিত্য এল1 তার সূর্যের অভিমুখে যাত্রার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ৷ আগামী 19 সেপ্টেম্বর গভীর রাতে যখন পুরো দেশ ঘুমিয়ে থাকবে ৷ তখন আদিত্য এল1 পৃথিবী কক্ষপথের মায়া কাটিয়ে পৃথিবী ও সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1-এর দিকে যাত্রা শুরু করবে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.