ETV Bharat / bharat

Aditya-L1 Launch: মহাকাশে দেশের প্রথম সৌর অভিযানের কাউন্টডাউন শুরু, পুজো দিয়ে সাফল্য প্রার্থনা ইসরো প্রধানের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 3:54 PM IST

Updated : Sep 1, 2023, 11:12 PM IST

ISRO starts countdown for Aditya-L1 launch: আদিত্য এল1 উৎক্ষেপণ করার জন্য ইসরো শুক্রবার বেলা 12.10 টায় 23 ঘণ্টা 40 মিনিটের জন্য কাউন্টডাউন শুরু করল ৷ টুইটারে এই তথ্য জানায় ইসরো ৷ তাদের প্রথম মহাকাশ ভিত্তিক বৈজ্ঞানিক সৌর অভিযান অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে 2 সেপ্টেম্বর বেলা 11.50 টায় শুরু হওয়ার কথা ৷

Aditya-L1 Launch
আদিত্য এল1 উৎক্ষেপণ
পুজো দিয়ে আদিত্য এল1-এর সাফল্য প্রার্থনা ইসরো প্রধানের

হায়দরাবাদ/চেন্নাই, 1 সেপ্টেম্বর: চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান যখন চাঁদের দক্ষিণ মেরুতে অনুসন্ধানে ব্যস্ত, তখনই মহাকাশে সৌর অভিযানে আদিত্য এল1 উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু করে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ 2 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বেলা 11.50-এ উৎক্ষেপণ ৷ তার আগে শুক্রবার বেলা 12.10-এ আদিত্য এল1-এর জন্য 23 ঘণ্টা 40 মিনিটের কাউন্টডাউন শুরু করল ইসরো ৷ নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ৷ এই অভিযানের সাফল্য কামনা করে আজ সকালে অন্ধ্রের সুল্লুরপেতার শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে পুজো দেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷

ইটিভি ভারত আগামিকাল (2 সেপ্টেম্বর) উৎক্ষেপণ সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে এবং উৎক্ষেপণের লাইভস্ট্রিম করবে ৷

ইসরো জানিয়েছে যে, শনিবার বেলা 11.20 থেকে তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে উৎক্ষেপণের লাইভস্ট্রিম করা হবে ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ সম্প্রচারের জন্য তৈরি করা ল্যান্ডিং পেজ এবং লাইভ পেজগুলির সরাসরি লিঙ্ক শেয়ার করেছে ইসরো ।

ইসরো টুইটে লিখেছে, "পিএসএলভি-সি57/আদিত্য-এল1 মিশন: 23 ঘণ্টা 40 মিনিটের কাউন্টডাউন আজ 12.10-এ শুরু হয়েছে ৷ ভারতীয় সময় 2023-এর 2 সেপ্টেম্বর বেলা 11.50-তে উৎক্ষেপণ ৷" উৎক্ষেপণটি ইসরোর ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখা যাবে বলে জানিয়ে লাইভ লিংকগুলিও শেয়ার করেছে ইসরো ৷ এ ছাড়াও লাইভস্ট্রিমিং দেখা যাবে ডিডি ন্যাশনালের ৷

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন যে, মহাকাশ সংস্থাটি 2 সেপ্টেম্বর দেশের উচ্চাভিলাষী সৌর মহাকাশ মিশন আদিত্য-এল 1-এর উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে । ইসরোর প্রথম মহাকাশ ভিত্তিক বৈজ্ঞানিক সৌর অভিযানটি 2 সেপ্টেম্বর বেলা 11.50 টায় শুরু হওয়ার কথা রয়েছে । আদিত্য-এল 1 মহাকাশযানটি সৌর করোনার দূরবর্তী পর্যবেক্ষণ এবং এল1 (সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট) এ সৌর বায়ুর সিটু পর্যবেক্ষণ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে ।

সোমনাথ চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, "আমরা উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছি । রকেট এবং স্যাটেলাইট প্রস্তুত । আমরা উৎক্ষেপণের জন্য মহড়া সম্পন্ন করেছি । তাই উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু করছি ৷ উৎক্ষেপণের পর আমরা আরও বিস্তারিত জানতে পারব ৷"

আদিত্য-এল1 জাতীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি সম্পূর্ণ দেশীয় প্রচেষ্টা । আদিত্য এল1 এর মিশন- এটি হবে সূর্য নিয়ে গবেষণার জন্য প্রথম মহাকাশ ভিত্তিক ভারতীয় অভিযান । মহাকাশযানটি স্যাটেলাইটটিকে এল1-এ একটি হ্যালো কক্ষপথে স্থাপন করবে বলে জানিয়েছে ইসরো ৷

আরও পড়ুন: চাঁদে ভূমিকম্প ধরা পড়ল বিক্রমের যন্ত্রে, কম্পনের উৎসের খোঁজে ইসরো

একবার এল1 পয়েন্টের চারপাশে হ্যালো কক্ষপথে স্থাপন করা হলে, স্যাটেলাইটটি কোনও গোপন/গ্রহণ ছাড়াই সূর্যকে একটানা দেখার সুবিধা পাবে । এটি সৌর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণে সুবিধা প্রদান করবে ৷ ইলেক্ট্রোম্যাগনেটিক এবং পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে আলোকমণ্ডল, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তর (করোনা) পর্যবেক্ষণ করার জন্য এই মহাকাশযান সাতটি পেলোড বহন করছে । চারটি পেলোড সরাসরি সূর্যকে দেখবে এবং এর পর্যবেক্ষণ রেকর্ড করবে, যা পৃথিবীর কেন্দ্রে ফেরত পাঠানো হবে । অন্য তিনটি পেলোড এল1-এ কণা এবং ক্ষেত্রগুলির ইন-সিটু গবেষণা করবে ।

পুজো দিয়ে আদিত্য এল1-এর সাফল্য প্রার্থনা ইসরো প্রধানের

হায়দরাবাদ/চেন্নাই, 1 সেপ্টেম্বর: চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান যখন চাঁদের দক্ষিণ মেরুতে অনুসন্ধানে ব্যস্ত, তখনই মহাকাশে সৌর অভিযানে আদিত্য এল1 উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু করে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ 2 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বেলা 11.50-এ উৎক্ষেপণ ৷ তার আগে শুক্রবার বেলা 12.10-এ আদিত্য এল1-এর জন্য 23 ঘণ্টা 40 মিনিটের কাউন্টডাউন শুরু করল ইসরো ৷ নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ৷ এই অভিযানের সাফল্য কামনা করে আজ সকালে অন্ধ্রের সুল্লুরপেতার শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে পুজো দেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷

ইটিভি ভারত আগামিকাল (2 সেপ্টেম্বর) উৎক্ষেপণ সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে এবং উৎক্ষেপণের লাইভস্ট্রিম করবে ৷

ইসরো জানিয়েছে যে, শনিবার বেলা 11.20 থেকে তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে উৎক্ষেপণের লাইভস্ট্রিম করা হবে ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ সম্প্রচারের জন্য তৈরি করা ল্যান্ডিং পেজ এবং লাইভ পেজগুলির সরাসরি লিঙ্ক শেয়ার করেছে ইসরো ।

ইসরো টুইটে লিখেছে, "পিএসএলভি-সি57/আদিত্য-এল1 মিশন: 23 ঘণ্টা 40 মিনিটের কাউন্টডাউন আজ 12.10-এ শুরু হয়েছে ৷ ভারতীয় সময় 2023-এর 2 সেপ্টেম্বর বেলা 11.50-তে উৎক্ষেপণ ৷" উৎক্ষেপণটি ইসরোর ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখা যাবে বলে জানিয়ে লাইভ লিংকগুলিও শেয়ার করেছে ইসরো ৷ এ ছাড়াও লাইভস্ট্রিমিং দেখা যাবে ডিডি ন্যাশনালের ৷

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন যে, মহাকাশ সংস্থাটি 2 সেপ্টেম্বর দেশের উচ্চাভিলাষী সৌর মহাকাশ মিশন আদিত্য-এল 1-এর উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে । ইসরোর প্রথম মহাকাশ ভিত্তিক বৈজ্ঞানিক সৌর অভিযানটি 2 সেপ্টেম্বর বেলা 11.50 টায় শুরু হওয়ার কথা রয়েছে । আদিত্য-এল 1 মহাকাশযানটি সৌর করোনার দূরবর্তী পর্যবেক্ষণ এবং এল1 (সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট) এ সৌর বায়ুর সিটু পর্যবেক্ষণ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে ।

সোমনাথ চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, "আমরা উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছি । রকেট এবং স্যাটেলাইট প্রস্তুত । আমরা উৎক্ষেপণের জন্য মহড়া সম্পন্ন করেছি । তাই উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু করছি ৷ উৎক্ষেপণের পর আমরা আরও বিস্তারিত জানতে পারব ৷"

আদিত্য-এল1 জাতীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি সম্পূর্ণ দেশীয় প্রচেষ্টা । আদিত্য এল1 এর মিশন- এটি হবে সূর্য নিয়ে গবেষণার জন্য প্রথম মহাকাশ ভিত্তিক ভারতীয় অভিযান । মহাকাশযানটি স্যাটেলাইটটিকে এল1-এ একটি হ্যালো কক্ষপথে স্থাপন করবে বলে জানিয়েছে ইসরো ৷

আরও পড়ুন: চাঁদে ভূমিকম্প ধরা পড়ল বিক্রমের যন্ত্রে, কম্পনের উৎসের খোঁজে ইসরো

একবার এল1 পয়েন্টের চারপাশে হ্যালো কক্ষপথে স্থাপন করা হলে, স্যাটেলাইটটি কোনও গোপন/গ্রহণ ছাড়াই সূর্যকে একটানা দেখার সুবিধা পাবে । এটি সৌর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণে সুবিধা প্রদান করবে ৷ ইলেক্ট্রোম্যাগনেটিক এবং পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে আলোকমণ্ডল, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তর (করোনা) পর্যবেক্ষণ করার জন্য এই মহাকাশযান সাতটি পেলোড বহন করছে । চারটি পেলোড সরাসরি সূর্যকে দেখবে এবং এর পর্যবেক্ষণ রেকর্ড করবে, যা পৃথিবীর কেন্দ্রে ফেরত পাঠানো হবে । অন্য তিনটি পেলোড এল1-এ কণা এবং ক্ষেত্রগুলির ইন-সিটু গবেষণা করবে ।

Last Updated : Sep 1, 2023, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.