নয়া দিল্লি, 22 অগস্ট : আফগানিস্তান নিয়ে কেন্দ্র চুপ করে আছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ অধীনরঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স-সহ বিভিন্ন দেশ যখন আফগানিস্তানের দুরবস্থা নিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করছে, সেই সময় যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে নিয়ে কোনও মতামতই জানাচ্ছে না ভারত সরকার বলে তোপ দেগেছেন কংগ্রেস নেতা ৷
আফগানিস্তানের এই ভয়ঙ্কর অবস্থা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের নিজস্ব কোনও বিবৃতি দেওয়া উচিত বলে দাবি করেছেন অধীররঞ্জন চৌধুরী ৷ একটি টুইটে তিনি জানিয়েছেন, "আফগানিস্তানের এই ভয়ঙ্কর অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের কোনও বিবৃতি দেওয়া উচিত ৷ ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এবং আরও বেশ কিছু দেশ তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে, যখন আমাদের সরকার এমন ভাবে নীরব হয়ে রয়েছে, যেন কিছু শুনতেই পাচ্ছে না ৷"
-
The govt should come out with a statement in respect to the horror in #Afghanistan . The countries like Britain , USA, France and to name a few are ventilating their views, while our govt is maintaining a deafening silence much to the discomfiture of us.
— Adhir Chowdhury (@adhirrcinc) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The govt should come out with a statement in respect to the horror in #Afghanistan . The countries like Britain , USA, France and to name a few are ventilating their views, while our govt is maintaining a deafening silence much to the discomfiture of us.
— Adhir Chowdhury (@adhirrcinc) August 21, 2021The govt should come out with a statement in respect to the horror in #Afghanistan . The countries like Britain , USA, France and to name a few are ventilating their views, while our govt is maintaining a deafening silence much to the discomfiture of us.
— Adhir Chowdhury (@adhirrcinc) August 21, 2021
আরও পড়ুন : Evacuation from Afghanistan : 107 জন ভারতীয়কে নিয়ে দেশের মাটি ছুঁল বায়ুসেনার বিমান
15 অগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় ৷ প্রেসিডেন্টের প্রাসাদ কব্জা করে ৷ তারপর থেকে পাল্টে গিয়েছে পুরো দেশটা ৷ একদিকে নাগরিকরা পালানোর জন্য মরিয়া ৷ অন্যদিকে ব্রিটেন, আমেরিকা, ভারত, ফ্রান্সের মতো দেশগুলি তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ বিশেষত আফগান-মহিলারা এখন চরম সংকটে দিন কাটাচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমে বারে বারে তালিবান অত্যাচারের খবর আসছে, মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়ে চলেছে ৷