কলকাতা, 8 অগস্ট: 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)-এ সামিল হওয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ আবেদন রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ 2 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্যেক ভারতীয়কে তাঁদের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টের 'প্রোফাইল পিকচার' বদলে জাতীয় পতাকার ছবি (Tricolour DP) দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি ৷ বস্তুত, মোদি নিজেও ইতিমধ্যেই তাঁর ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টের 'ডিপি' বদলে দিয়েছেন ৷ সেখানে এখন রয়েছে তেরঙ্গা ৷ অথচ, অগস্টের 8 (আট) তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত মোদির আবেদন অনুসারে টুইটারের প্রোফাইল পিকচার বদল করতে দেখা যায়নি আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতকে (Mohan Bhagwat) ৷ এমনকী, আরএসএস-এর নিজস্ব যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তার 'ডিপি'-তেও এখনও 'উড়ছে' গেরুয়া নিশান ৷
-
See the DP of official post of RSS. @narendramodi ji ki baat @DrMohanBhagwat ji nahi shunte kya!!!
— Adhir Chowdhury (@adhirrcinc) August 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Itni himmat!!!
">See the DP of official post of RSS. @narendramodi ji ki baat @DrMohanBhagwat ji nahi shunte kya!!!
— Adhir Chowdhury (@adhirrcinc) August 7, 2022
Itni himmat!!!See the DP of official post of RSS. @narendramodi ji ki baat @DrMohanBhagwat ji nahi shunte kya!!!
— Adhir Chowdhury (@adhirrcinc) August 7, 2022
Itni himmat!!!
বিষয়টি নজরে আসতেই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সাংসদ তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ বিষয়টি নিয়ে টুইটে খোঁচা দিয়েছেন তিনি ৷ অধীর লিখেছেন, "আরএসএস-এর অফিসিয়াল পোস্টের ডিপি দেখুন ৷ নরেন্দ্র মোদিজির কথা কি মোহন ভাগবতজি শোনেন না !!! এত হিম্মত !!!"
অন্য একটি টুইটে সরাসরি নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন অধীর ৷ তিনি লিখেছেন, "নরেন্দ্র মোদিজি আপনি যখন ভারতীয়দের সামনে তেরঙ্গাযাত্রার মূল্যবোধ প্রচার করছেন, ঠিক সেই সময় আপনাদের আদর্শগত অবিভাবক আরএসএস তাতে আমল দিচ্ছে না ৷ অবশ্য তারা নাগপুরে তাদের প্রধান কার্যালয়ে গত 52 বছর ধরে জাতীয় পতাকা উত্তোলন করেনি ৷"
আরও পড়ুন: India Ki Udaan: স্বাধীনতার 75 বছর পূর্তিতে গুগলের উপহার 'ইন্ডিয়া কি উড়ান' !
আরএসএস-এর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে শেষ টুইট করা হয়েছে গত 23 জুন ৷ অন্যদিকে, মোহন ভাগবত তাঁর টুইটার অ্য়াকাউন্ট খুলেছেন 2019 সালের জুন মাসে ৷ কিন্তু, দু'টি অ্য়াকাউন্টের ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর আবেদন মেনে 'ডিপি' বদল করা হয়নি ৷
এদিকে, কেন্দ্রের মন্ত্রী থেকে শুরু করে বিজেপি-র নেতা ও কর্মীদের অধিকাংশই প্রধানমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে নিজেদের সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্টের 'ডিপি' বদলে দিয়েছেন ৷ এমনকী, আমজনতার একাংশও মোদির আর্জি শুনেছেন ! এই প্রেক্ষাপটে আরএসএস এবং মোহন ভাগবতের সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্টের প্রোফাইল পিকচার বদল না করার বিষয়টি বিরোধীদের হাতে সমালোচনার অস্ত্র তুলে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আর অধীর সেই বিষয়টিকেই রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন ৷