ETV Bharat / bharat

Tricolour DP Controversy: মোদির আবেদনেও বদলায়নি আরএসএস, মোহন ভাগবতের 'ডিপি' ! কটাক্ষ অধীরের

'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)-এ সামিল হতে দেশবাসীকে 2 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত তাঁদের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টের 'প্রোফাইল পিকচার' বদলে জাতীয় পতাকার ছবি (Tricolour DP) দেওয়ার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তারপরও বদলায়নি আরএসএস (RSS) এবং তাদের প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের 'ডিপি' ! এ নিয়ে টুইটারে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

Adhir Ranjan Chowdhury criticises RSS and Mohan Bhagwat as their Twitter DP not change to tricolour yet
Tricolour DP Controversy: মোদির আবেদনেও বদলায়নি আরএসএস, মোহন ভাগবতের 'ডিপি' ! কটাক্ষ অধীরের
author img

By

Published : Aug 8, 2022, 4:06 PM IST

কলকাতা, 8 অগস্ট: 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)-এ সামিল হওয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ আবেদন রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ 2 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্যেক ভারতীয়কে তাঁদের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টের 'প্রোফাইল পিকচার' বদলে জাতীয় পতাকার ছবি (Tricolour DP) দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি ৷ বস্তুত, মোদি নিজেও ইতিমধ্যেই তাঁর ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টের 'ডিপি' বদলে দিয়েছেন ৷ সেখানে এখন রয়েছে তেরঙ্গা ৷ অথচ, অগস্টের 8 (আট) তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত মোদির আবেদন অনুসারে টুইটারের প্রোফাইল পিকচার বদল করতে দেখা যায়নি আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতকে (Mohan Bhagwat) ৷ এমনকী, আরএসএস-এর নিজস্ব যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তার 'ডিপি'-তেও এখনও 'উড়ছে' গেরুয়া নিশান ৷

বিষয়টি নজরে আসতেই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সাংসদ তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ বিষয়টি নিয়ে টুইটে খোঁচা দিয়েছেন তিনি ৷ অধীর লিখেছেন, "আরএসএস-এর অফিসিয়াল পোস্টের ডিপি দেখুন ৷ নরেন্দ্র মোদিজির কথা কি মোহন ভাগবতজি শোনেন না !!! এত হিম্মত !!!"

Adhir Ranjan Chowdhury criticises RSS and Mohan Bhagwat as their Twitter DP not change to tricolour yet
মোহন ভাগবতের টুইটার অ্যাকাউন্ট ৷

অন্য একটি টুইটে সরাসরি নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন অধীর ৷ তিনি লিখেছেন, "নরেন্দ্র মোদিজি আপনি যখন ভারতীয়দের সামনে তেরঙ্গাযাত্রার মূল্যবোধ প্রচার করছেন, ঠিক সেই সময় আপনাদের আদর্শগত অবিভাবক আরএসএস তাতে আমল দিচ্ছে না ৷ অবশ্য তারা নাগপুরে তাদের প্রধান কার্যালয়ে গত 52 বছর ধরে জাতীয় পতাকা উত্তোলন করেনি ৷"

Adhir Ranjan Chowdhury criticises RSS and Mohan Bhagwat as their Twitter DP not change to tricolour yet
আরএসএস-এর টুইটার অ্যাকাউন্ট ৷

আরও পড়ুন: India Ki Udaan: স্বাধীনতার 75 বছর পূর্তিতে গুগলের উপহার 'ইন্ডিয়া কি উড়ান' !

আরএসএস-এর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে শেষ টুইট করা হয়েছে গত 23 জুন ৷ অন্যদিকে, মোহন ভাগবত তাঁর টুইটার অ্য়াকাউন্ট খুলেছেন 2019 সালের জুন মাসে ৷ কিন্তু, দু'টি অ্য়াকাউন্টের ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর আবেদন মেনে 'ডিপি' বদল করা হয়নি ৷

Adhir Ranjan Chowdhury criticises RSS and Mohan Bhagwat as their Twitter DP not change to tricolour yet
নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট ৷

এদিকে, কেন্দ্রের মন্ত্রী থেকে শুরু করে বিজেপি-র নেতা ও কর্মীদের অধিকাংশই প্রধানমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে নিজেদের সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্টের 'ডিপি' বদলে দিয়েছেন ৷ এমনকী, আমজনতার একাংশও মোদির আর্জি শুনেছেন ! এই প্রেক্ষাপটে আরএসএস এবং মোহন ভাগবতের সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্টের প্রোফাইল পিকচার বদল না করার বিষয়টি বিরোধীদের হাতে সমালোচনার অস্ত্র তুলে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আর অধীর সেই বিষয়টিকেই রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন ৷

কলকাতা, 8 অগস্ট: 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)-এ সামিল হওয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ আবেদন রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ 2 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্যেক ভারতীয়কে তাঁদের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টের 'প্রোফাইল পিকচার' বদলে জাতীয় পতাকার ছবি (Tricolour DP) দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি ৷ বস্তুত, মোদি নিজেও ইতিমধ্যেই তাঁর ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টের 'ডিপি' বদলে দিয়েছেন ৷ সেখানে এখন রয়েছে তেরঙ্গা ৷ অথচ, অগস্টের 8 (আট) তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত মোদির আবেদন অনুসারে টুইটারের প্রোফাইল পিকচার বদল করতে দেখা যায়নি আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতকে (Mohan Bhagwat) ৷ এমনকী, আরএসএস-এর নিজস্ব যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তার 'ডিপি'-তেও এখনও 'উড়ছে' গেরুয়া নিশান ৷

বিষয়টি নজরে আসতেই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সাংসদ তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ বিষয়টি নিয়ে টুইটে খোঁচা দিয়েছেন তিনি ৷ অধীর লিখেছেন, "আরএসএস-এর অফিসিয়াল পোস্টের ডিপি দেখুন ৷ নরেন্দ্র মোদিজির কথা কি মোহন ভাগবতজি শোনেন না !!! এত হিম্মত !!!"

Adhir Ranjan Chowdhury criticises RSS and Mohan Bhagwat as their Twitter DP not change to tricolour yet
মোহন ভাগবতের টুইটার অ্যাকাউন্ট ৷

অন্য একটি টুইটে সরাসরি নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন অধীর ৷ তিনি লিখেছেন, "নরেন্দ্র মোদিজি আপনি যখন ভারতীয়দের সামনে তেরঙ্গাযাত্রার মূল্যবোধ প্রচার করছেন, ঠিক সেই সময় আপনাদের আদর্শগত অবিভাবক আরএসএস তাতে আমল দিচ্ছে না ৷ অবশ্য তারা নাগপুরে তাদের প্রধান কার্যালয়ে গত 52 বছর ধরে জাতীয় পতাকা উত্তোলন করেনি ৷"

Adhir Ranjan Chowdhury criticises RSS and Mohan Bhagwat as their Twitter DP not change to tricolour yet
আরএসএস-এর টুইটার অ্যাকাউন্ট ৷

আরও পড়ুন: India Ki Udaan: স্বাধীনতার 75 বছর পূর্তিতে গুগলের উপহার 'ইন্ডিয়া কি উড়ান' !

আরএসএস-এর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে শেষ টুইট করা হয়েছে গত 23 জুন ৷ অন্যদিকে, মোহন ভাগবত তাঁর টুইটার অ্য়াকাউন্ট খুলেছেন 2019 সালের জুন মাসে ৷ কিন্তু, দু'টি অ্য়াকাউন্টের ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর আবেদন মেনে 'ডিপি' বদল করা হয়নি ৷

Adhir Ranjan Chowdhury criticises RSS and Mohan Bhagwat as their Twitter DP not change to tricolour yet
নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট ৷

এদিকে, কেন্দ্রের মন্ত্রী থেকে শুরু করে বিজেপি-র নেতা ও কর্মীদের অধিকাংশই প্রধানমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে নিজেদের সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্টের 'ডিপি' বদলে দিয়েছেন ৷ এমনকী, আমজনতার একাংশও মোদির আর্জি শুনেছেন ! এই প্রেক্ষাপটে আরএসএস এবং মোহন ভাগবতের সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্টের প্রোফাইল পিকচার বদল না করার বিষয়টি বিরোধীদের হাতে সমালোচনার অস্ত্র তুলে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আর অধীর সেই বিষয়টিকেই রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.