দিল্লি, 15 ফেব্রুয়ারি: ''টুলকিট'' কাণ্ডে সমাজকর্মী দিশা রবিকে গ্রেপ্তারির ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি । তাঁর অভিযোগ, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য 22 বছরের যুবতিকে নিশানা করল স্বৈরাচারী সরকার । স্বাধীনচেতা মেয়েটিকে জেলে বন্দী করার ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হতাশারই প্রতিফলন বলে কটাক্ষ করেছেন তিনি ।
দিশা রবিকে গ্রেপ্তারের তীব্র সমালোচনা করে অধীর টুইটারে লিখেছেন, ''খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, 22 বছরের পরিবেশকর্মীকে নিশানা করল স্বৈরাচারী সরকার । কৃষকদের সাহায্য করার জন্য মেয়েটিকে নিশানা করাই ঠিক বলে মনে করল সরকার । একইরকমভাবে চিনকে উচিত শিক্ষা দিয়ে সাধারণ মানুষকে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার বদলে লাদাখে চিনের সামনে মাথা নীচু করাকেই শ্রেয় বলে মনে করেছিল সরকার ।''
এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে অধীর লিখেছেন, ''নরেন্দ্র মোদিজি, দেশের সত্যাগ্রহী কৃষকদের কাছে আপনার নৈতিক পরাজয় হয়ে গিয়েছে। স্বাধীনচেতা মেয়েটিকে জেলে বন্দী করাটা আপনার হতাশারই প্রতিফলন। আজ অথবা কাল দেশের নাগরিকরা আপনার প্রতি কাব্যিক ন্যায়বিচার করবেন।'' তিনি গ্রেটা থুনবার্গ ও দিশা রবির পাশে আছেন বলে জানিয়েছেন অধীর।
-
It is really ignominious to note that a 22 year old environmental activist has become the victim of tyrannical govt, who thought that better to hector down a girl for her offence of supporting the #Farmers ' agitation and ...
— Adhir Chowdhury (@adhirrcinc) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
(1/3)#DishaRaviArrested
">It is really ignominious to note that a 22 year old environmental activist has become the victim of tyrannical govt, who thought that better to hector down a girl for her offence of supporting the #Farmers ' agitation and ...
— Adhir Chowdhury (@adhirrcinc) February 15, 2021
(1/3)#DishaRaviArrestedIt is really ignominious to note that a 22 year old environmental activist has become the victim of tyrannical govt, who thought that better to hector down a girl for her offence of supporting the #Farmers ' agitation and ...
— Adhir Chowdhury (@adhirrcinc) February 15, 2021
(1/3)#DishaRaviArrested
''টুলকিট'' কাণ্ডে রবিবার বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় 22 বছরের দিশা রবিকে। কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানাতে টুইটারে সেই ''টুলকিট'' শেয়ার করেছিলেন সমাজকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন। এরপরই 4 ফেব্রুয়ারি তা নিয়ে একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ও হিংসার ঘটনাকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে এনেছিল গ্রেটার টুইট। দিল্লি পুলিশের দাবি, সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই সোশাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গিয়েছে ওই টুলকিট। এর থেকেই বোঝা যায়, 26 জানুয়ারির ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল। দিল্লি পুলিশের আরও দাবি, টুলকিটটির পিছনে থাকা সংস্থা পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নিকিতা জ্যাকবের সঙ্গে যোগাযোগ করে। তারা সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল কর্মসূচির আগে এই নিয়ে টুইট ঝড় তুলতে বলে নিকিতাকে। পুলিশের দাবি, ওই সংস্থা একটি খালিস্তানি দলের।
আরও পড়ুন: টুলকিট: এবার গ্রেপ্তারি পরোয়ানার মুখে সমাজকর্মী নিকিতা জ্যাকব, শান্তনু
এই ঘটনায় পরিবেশকর্মী দিশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তাঁর কোনও আইনজীবী ছাড়াই রবিবার তাঁকে দিল্লি আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে পাঁচদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে ওই টুলকিট তথ্য তৈরি ও সরবরাহের অভিযোগ উঠেছে। যদিও আদালতের কাছে দিশা জানিয়েছেন, ''আমি টুলকিট তৈরি করিনি। আমি কৃষকদের সাহায্য করতে চেয়েছিলাম। 3 ফেব্রুয়ারি আমি দুটো লাইন এডিট করেছিলাম।''
আরও পড়ুন: ''টুলকিট'' মামলায় দিশার গ্রেপ্তারিতে নিন্দার ঝড়, ঘরে-বাইরে তোপের মুখে কেন্দ্র
শুধু দিশা রবিই নন, ''টুলকিট'' মামলায় আরও দু জন সমাজকর্মীকে হেপাজতে নিতে চায় পুলিশ। সমাজকর্মী নিকিতা জ্যাকব ও শান্তনুর বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা।