মুম্বই, 30 নভেম্বর: মহারাষ্ট্রের 557 একর আয়তনের এশিয়ার বৃহত্তম ধারাভি বস্তির উন্নয়ন (Dharavi Redevelopment project) করবে আদানি গোষ্ঠী (Adani Group)। আদানি গ্রুপ (Adani Group Wins Bid) সর্বোচ্চ 5000 কোটি টাকার দর দিয়েছিল । দরপত্রে তিনটি কোম্পানি ছিল । আদানি গোষ্ঠী সর্বোচ্চ দাম দিয়ে এই টেন্ডার পাওয়া নিশ্চিত করে ।
2004, 2009 ও 2011 সালে ধারাভি বস্তির পুনর্নির্মাণের জন্য তিনবার দরপত্র আহ্বান করা হয়েছিল । কিন্তু কোনও বড় শিল্পগোষ্ঠী তাতে সাড়া দেয়নি । এরপর 2016 সালেও কোনও শিল্পগোষ্ঠী দরপত্র দেয়নি । 2018 সালে আন্তর্জাতিক স্তরে ধারাভি পুনর্নির্মাণ প্রকল্পের জন্য আবার দরপত্র আহ্বান করা হয় । সে জন্য দুবাইয়ের সেকিলিংক কোম্পানি সর্বোচ্চ দর দেয় । তবে তৎকালীন অ্যাডভোকেট জেনারেলের সুপারিশ অনুসারে 2020 সালের অক্টোবরে বিডটি বাতিল হয়ে যায় । এই দরপত্রে সবচেয়ে বেশি দাম দিয়েছিল দুবাইয়ের একটি কোম্পানি । আদানি শিল্পগোষ্ঠী কম দাম দিয়েছিল ।
কৃষক ওয়ার্কার্স পার্টির নেতা আইনজীবী রাজু কোর্দে, যিনি শুরু থেকে মামলা লড়েছিলেন, তিনি বলেন, "অবশেষে বিডগুলি পুনরায় বিড করা হয়েছিল এবং মাত্র তিনটি কোম্পানি এতে অংশ নেয় । আদানি গ্রুপ এবং ডিএলএফ গ্রুপের মধ্যে আদানি শিল্প গোষ্ঠী সর্বোচ্চ মূল্য বিড করেছে । আদানি সংস্থাটি 5,000 কোটি টাকা পর্যন্ত দিতে প্রস্তুত । এ দিকে, নমন সংস্থা 1,700 কোটি টাকা এবং ডিএলএফ 2,025 কোটি টাকা দর দিয়েছিল । "
আরও পড়ুন: সুস্থতার পথে মুম্বই, ধারাভিতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য
ধারাভি বস্তির পুনর্নির্মাণের জন্য আরেকটি কোম্পানি নমন গ্রুপের দরপত্র অযোগ্য ঘোষণা করা হয় কারণ টেন্ডার প্রক্রিয়া চলাকালীন ডিএলএফ গ্রুপ 2025 কোটি টাকা বিড করেছিল । তাই সবশেষে সিলমোহর দেওয়া হয়েছে যে, ধারাভি পুনর্নির্মাণ প্রকল্পটি সর্বোচ্চ দরদাতা আদানি গ্রুপের কাছে যাবে ।