ইম্ফল, 28 সেপ্টেম্বর: আবারও উত্তাল মণিপুর ৷ দুই মেইতেই পড়ুয়ার অপহরণ এবং তাঁদের খুনের ঘটনায় বুধবারও অশান্ত হয়ে রইল উত্তর-পূর্বের রাজ্যটি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে আশ্বাস দিয়েছেন, দ্রুত খুনীদের গ্রেফতার করা হবে এবং উচিত শাস্তি দেওয়া হবে ৷ এমনই আবহে মণিপুরের এই অবস্থার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরকে কাঠগড়ায় তুলল সমাজকর্মী লিসিপ্রিয়া কানগুজাম ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) একটি পোস্টে সে লেখে, "প্রধানমন্ত্রী আমার রাজ্যের সবকিছু ধ্বংস করে দিয়েছেন ৷"
-
Dear Mr. @narendramodi ji,
— Licypriya Kangujam (@LicypriyaK) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
This is my urgent message to you. Manipur doesn't deserve the way you treat. Your silence is not the solution. We're ready to sacrifice more lives for Peace.
Sacrificing the lives of the children for the failures of you is unacceptable at any cost.… pic.twitter.com/MmIT97fvP4
">Dear Mr. @narendramodi ji,
— Licypriya Kangujam (@LicypriyaK) September 27, 2023
This is my urgent message to you. Manipur doesn't deserve the way you treat. Your silence is not the solution. We're ready to sacrifice more lives for Peace.
Sacrificing the lives of the children for the failures of you is unacceptable at any cost.… pic.twitter.com/MmIT97fvP4Dear Mr. @narendramodi ji,
— Licypriya Kangujam (@LicypriyaK) September 27, 2023
This is my urgent message to you. Manipur doesn't deserve the way you treat. Your silence is not the solution. We're ready to sacrifice more lives for Peace.
Sacrificing the lives of the children for the failures of you is unacceptable at any cost.… pic.twitter.com/MmIT97fvP4
এর আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি আবেগী পোস্ট করেছিল মণিপুরের এগারো বছরের পরিবেশকর্মী তথা সমাজকর্মী ৷ ছোট এই মেয়েটি প্রধানমন্ত্রীকে জানায়, "3 মে থেকে আমার রাজ্য জ্বলছে ৷ আপনিও এটা জানেন ৷ কিন্তু আপনি কিছুই বলছেন না ৷ আপনি কিছুই করছেন না ৷ আমরা খুবই দুঃখের মধ্যে রয়েছি ৷ আপনার সাহায্য চাই ৷"
-
.@narendramodi ji has ruined my state Manipur everything.
— Licypriya Kangujam (@LicypriyaK) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@narendramodi ji has ruined my state Manipur everything.
— Licypriya Kangujam (@LicypriyaK) September 27, 2023.@narendramodi ji has ruined my state Manipur everything.
— Licypriya Kangujam (@LicypriyaK) September 27, 2023
3 মে থেকে অশান্ত মণিপুর ৷ এর মধ্যে 6 জুলাই দুই ছাত্র-ছাত্রী নিখোঁজ হয়ে যায় ৷ পুলিশ জানিয়েছিল, ওই দুই নিখোঁজ পড়ুয়ার মোবাইল বন্ধ ৷ তাদের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না ৷ দুই পড়ুয়ার শেষ খোঁজ মিলেছিল চুরাচাঁদপুরের পর্যটনস্থল লামডানের কাছে ৷ এরপর আচমকাই সোমবার তাদের মৃতদেহের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে ৷
এরপর থেকে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর ৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, দুই মেইতেই পড়ুয়া একটি মাঠে বসে আছে ৷ তাদের পাহারা দিচ্ছে দু'জন ৷ তাদের হাতে অস্ত্র রয়েছে ৷ আরেকটি ছবিতে এক পড়ুয়ার দেহ রয়েছে, কিন্তু মাথা নেই ৷ পাশে আরেকটি দেহ পড়ে থাকতেও দেখা যায়। এদিন লিসিপ্রিয়া এই দুই পড়ুয়ার প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কাতর আবেদন করে, "আপনি আমাদের প্রধানমন্ত্রী ৷ আপনাকে কিছু করতে হবে ৷ ওই দুই পড়ুয়াকে হত্যা করা হয়েছে ৷ তাদের দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে ৷ নৃশংস হত্যাকাণ্ড হয়েছে ৷ এরপর আরও বহু পড়ুয়ার মৃত্যু হতে পারে, মহিলাদেরও মৃত্যু হচ্ছে ৷ মণিপুর ভারতেরই একটি অংশ ৷ আপনি কিছু করুন ৷"
আরও পড়ুন: দুই মেইতেই পড়ুয়ার মৃত্যুতে সিবিআই তদন্ত, মণিপুরে স্পেশাল ডিরেক্টর