ETV Bharat / bharat

UP Encounter: এনকাউন্টারে মৃত গাজিয়াবাদ ফোন ছিনতাই মামলায় অভিযুক্ত কুখ্যাত অপরাধী - এনকাউন্টারে মৃত্যু

Ghaziabad phone snatching case: এনকাউন্টারে মৃত্যু হল গাজিয়াবাদ ফোন ছিনতাই মামলায় অভিযুক্ত কুখ্যাত অপরাধী জিরেন্দ্রর ৷ রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তার মৃত্যু হয় ৷

UP encounter
এনকাউন্টারে মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 1:10 PM IST

লখনউ/গাজিয়াবাদ, 30 অক্টোবর: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনকাউন্টারে নিহত হল এক কুখ্যাত অপরাধী ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে, পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয় জিরেন্দ্র নামে ওই ওয়ান্টেড অপরাধীর ৷ একটি ফোন ছিনতাইয়ের মামলায় পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল সে ৷

একটি ডাকাতি-সহ 12টি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে খুঁজছিল পুলিশ ৷ তাকে ওয়ান্টেড হিসেবে ঘোষণা করা হয়েছিল ৷ পুলিশ জানিয়েছিল যে, জিরেন্দ্রর গ্রেফতারিতে সাহায্য করলে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে । মাসুরি এলাকায় পুলিশের স্থাপিত একটি চেকপয়েন্টে রবিবার গভীর রাতে এনকাউন্টারে মৃত্যু হয় তার ৷

রবিবার গভীর রাতে দুই ব্যক্তিকে একটি বাইকে চড়ে আসতে দেখে চেকপয়েন্টের পুলিশ তাদের থামতে বলে । তবে পুলিশের নির্দেশ না-মেনে ওই দু'জন বাইক ফেলে ছুটতে শুরু করে ৷ তারা পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় ৷ তাদের গুলিতে পুলিশের এক আধিকারিক জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এরপর তাদের গোলাগুলির জবাব দিয়ে পালটা গুলি ছুড়তে থাকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী ৷ দু'পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ে মারাত্মক জখম হয় ওয়ান্টেড অপরাধী জিরেন্দ্র ৷ তবে, গোলাগুলির মাঝেই পুলিশের চোখ এড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় জিরেন্দ্র সঙ্গে থাকা অপর ব্যক্তি ৷

আরও পড়ুন: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ফুড ডেলিভারি বয়

এরপর গুলিবিদ্ধ অপরাধীকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে সেখানেই তার মৃত্যু হয়েছে ৷ নিহত ব্যক্তি ফোন ছিনতাইয়ের মামলায় গ্রেফতারি এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল ৷ সেই ছিনতাইয়ের ঘটনায় বি টেকের এক ছাত্রী গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয় ৷ অভিযুক্তরা একটি অটোতে যাওয়ার সময় ওই ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ৷ তখনই তাকে মারাত্মক ভাবে আঘাত করেছিল ছিনতাইকারীরা ৷

লখনউ/গাজিয়াবাদ, 30 অক্টোবর: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনকাউন্টারে নিহত হল এক কুখ্যাত অপরাধী ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে, পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয় জিরেন্দ্র নামে ওই ওয়ান্টেড অপরাধীর ৷ একটি ফোন ছিনতাইয়ের মামলায় পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল সে ৷

একটি ডাকাতি-সহ 12টি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে খুঁজছিল পুলিশ ৷ তাকে ওয়ান্টেড হিসেবে ঘোষণা করা হয়েছিল ৷ পুলিশ জানিয়েছিল যে, জিরেন্দ্রর গ্রেফতারিতে সাহায্য করলে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে । মাসুরি এলাকায় পুলিশের স্থাপিত একটি চেকপয়েন্টে রবিবার গভীর রাতে এনকাউন্টারে মৃত্যু হয় তার ৷

রবিবার গভীর রাতে দুই ব্যক্তিকে একটি বাইকে চড়ে আসতে দেখে চেকপয়েন্টের পুলিশ তাদের থামতে বলে । তবে পুলিশের নির্দেশ না-মেনে ওই দু'জন বাইক ফেলে ছুটতে শুরু করে ৷ তারা পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় ৷ তাদের গুলিতে পুলিশের এক আধিকারিক জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এরপর তাদের গোলাগুলির জবাব দিয়ে পালটা গুলি ছুড়তে থাকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী ৷ দু'পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ে মারাত্মক জখম হয় ওয়ান্টেড অপরাধী জিরেন্দ্র ৷ তবে, গোলাগুলির মাঝেই পুলিশের চোখ এড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় জিরেন্দ্র সঙ্গে থাকা অপর ব্যক্তি ৷

আরও পড়ুন: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ফুড ডেলিভারি বয়

এরপর গুলিবিদ্ধ অপরাধীকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে সেখানেই তার মৃত্যু হয়েছে ৷ নিহত ব্যক্তি ফোন ছিনতাইয়ের মামলায় গ্রেফতারি এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল ৷ সেই ছিনতাইয়ের ঘটনায় বি টেকের এক ছাত্রী গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয় ৷ অভিযুক্তরা একটি অটোতে যাওয়ার সময় ওই ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ৷ তখনই তাকে মারাত্মক ভাবে আঘাত করেছিল ছিনতাইকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.