ETV Bharat / bharat

Abhishek Banerjee : পাওয়ার-বৈঠকে মমতার প্রতিনিধি অভিষেক, জাতীয়স্তরে গুরুত্ব বৃদ্ধি তৃণমূল সাংসদের

আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রার্থী বাছাইয়ে বিরোধীদের বৈঠক ডেকেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (NCP Chief Sharad Pawar) ৷ সেই বৈঠকে যাবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রতিনিধি হয়ে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee will Attend Opposition Meeting on Presidential Election 2022) ৷

abhishek-banerjee-will-attend-opposition-meeting-on-presidential-election-2022
Abhishek Banerjee : পাওয়ার-বৈঠকে মমতার প্রতিনিধি অভিষেক, জাতীয়স্তরে গুরুত্ব বৃদ্ধি তৃণমূল সাংসদের
author img

By

Published : Jun 19, 2022, 4:54 PM IST

কলকাতা, 19 জুন : তৃণমূলের অন্দরমহলে অভিষেকের পরিচিতি 'যুবরাজ' হিসেবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) পরে তিনি দু'নম্বর । কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যেকোনও সিদ্ধান্তের সময় বরাবরই নেতৃত্বের ভূমিকায় থেকেছেন মমতাই । কিন্তু এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে মমতার নির্দেশে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) । তৃণমূলের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে ৷

বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা । তাঁদের বক্তব্য, দলের তরফে এ ধরনের গুরুদায়িত্ব এই প্রথম । বরাবরই জাতীয় ক্ষেত্রে দলের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও'ব্রায়নের মতো প্রবীণ নেতাদের । এই মুহূর্তে অসুস্থ ডেরেক ও'ব্রায়েনের পক্ষে এই দায়িত্ব পালন সম্ভব না হলেও, দলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিন্‌হার মতো গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন ৷ যাঁকে বৈঠকে পাঠানো যেত৷ কিন্তু দায়িত্ব পেলেন অভিষেক ।

রাজনৈতিক মহলের বক্তব্য, এখন আর শুধু ভিন রাজ্যের সংগঠনের বিস্তার নয়, সর্বভারতীয় ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় মমতার পরে অভিষেকই পদক্ষেপ করতে পারেন । সেই কারণেই তাঁকে এগিয়ে দিলেন তৃণমূল নেত্রী ।

ঘাসফুল শিবিরের তরফে যে সফরসূচি পাওয়া গিয়েছে, তাতে রবিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক । আগামিকাল, সোমবার ত্রিপুরায় গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর । দলের প্রার্থীর সমর্থনে ত্রিপুরাতে উপ-নির্বাচনের প্রচার সারবেন তিনি । সেখান থেকেই দিল্লি উড়ে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

ত্রিপুরায় একই সঙ্গে আগামিকাল প্রচারে যাচ্ছেন ফিরহাদ হাকিমও । মোটের উপর একটা জিনিস স্পষ্ট রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস 24-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে যে বিরোধী ঐক্য তৈরি করতে চাইছে, সেই জোটের সলতে পাকানো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিষেক ।

এদিকে, 23-এর বিধানসভা নির্বাচনকে (Tripura Assembly Elections 2023) পাখির চোখ করে ত্রিপুরায় লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস । বিধানসভা নির্বাচনের আগে প্রতিবেশী রাজ্য উপ-নির্বাচন কার্যত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জন্য সেমিফাইনাল । আর সেই সেমিফাইনালে দ্বিতীয় দফার প্রচারে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর আগে আরও একদফা প্রচারে গিয়েছিলেন তিনি । সে সময় মিছিলের পাশাপাশি জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । আগামিকাল বিকেলে ত্রিপুরার সুরমা বিধানসভা কেন্দ্রেও জনসভা করবেন তিনি ৷ জনসভার আগে অবশ্য আগরতলায় সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কিভাবে বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি বাংলায় বাস্তবায়িত করেছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি ।

ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে মজবুত করার দায়িত্ব রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, নির্বাচন যদি অবাধ ও শান্তিপূর্ণ না হয়, তাহলে তাঁরা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন । ত্রিপুরায় বিজেপি শাসিত সরকারের কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে । বিপ্লব দেবকে সরিয়ে নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছে মানিক সাহাকে । এই পরিস্থিতিতে উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে বিজেপির উপর বহুদিন ধরেই চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ।

এর আগেও ত্রিপুরায় শক্তি প্রদর্শনের চেষ্টায় নেমেছিল মমতার দল । কিন্তু ভোট বাক্সে সেভাবে দাঁত ফোটানোর সুযোগ মেলেনি । তবে তারপরও ত্রিপুরায় শক্তি বাড়ানোর আশা ছাড়ছে না ঘাসফুল শিবির । ত্রিপুরার বাসিন্দাদের একটি বড় অংশ বাংলাভাষী । সেক্ষেত্রে তৃণমূলের বাংলাভাষী নেতাদের জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রেও বাড়তি সুবিধা থাকছে । সেই সবের দিক থেকে ত্রিপুরার উপ-নির্বাচনের আগে অভিষেকের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ।

আরও পড়ুন : Presidential Election 2022 : রাষ্ট্রপতি ভোট ঘিরে বিরোধী ঐক্যে ফাটলের ইঙ্গিত, পাওয়ারের বৈঠকে থাকছেন না ‘অভিমানী’ মমতা

কলকাতা, 19 জুন : তৃণমূলের অন্দরমহলে অভিষেকের পরিচিতি 'যুবরাজ' হিসেবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) পরে তিনি দু'নম্বর । কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যেকোনও সিদ্ধান্তের সময় বরাবরই নেতৃত্বের ভূমিকায় থেকেছেন মমতাই । কিন্তু এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে মমতার নির্দেশে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) । তৃণমূলের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে ৷

বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা । তাঁদের বক্তব্য, দলের তরফে এ ধরনের গুরুদায়িত্ব এই প্রথম । বরাবরই জাতীয় ক্ষেত্রে দলের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও'ব্রায়নের মতো প্রবীণ নেতাদের । এই মুহূর্তে অসুস্থ ডেরেক ও'ব্রায়েনের পক্ষে এই দায়িত্ব পালন সম্ভব না হলেও, দলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিন্‌হার মতো গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন ৷ যাঁকে বৈঠকে পাঠানো যেত৷ কিন্তু দায়িত্ব পেলেন অভিষেক ।

রাজনৈতিক মহলের বক্তব্য, এখন আর শুধু ভিন রাজ্যের সংগঠনের বিস্তার নয়, সর্বভারতীয় ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় মমতার পরে অভিষেকই পদক্ষেপ করতে পারেন । সেই কারণেই তাঁকে এগিয়ে দিলেন তৃণমূল নেত্রী ।

ঘাসফুল শিবিরের তরফে যে সফরসূচি পাওয়া গিয়েছে, তাতে রবিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক । আগামিকাল, সোমবার ত্রিপুরায় গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর । দলের প্রার্থীর সমর্থনে ত্রিপুরাতে উপ-নির্বাচনের প্রচার সারবেন তিনি । সেখান থেকেই দিল্লি উড়ে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

ত্রিপুরায় একই সঙ্গে আগামিকাল প্রচারে যাচ্ছেন ফিরহাদ হাকিমও । মোটের উপর একটা জিনিস স্পষ্ট রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস 24-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে যে বিরোধী ঐক্য তৈরি করতে চাইছে, সেই জোটের সলতে পাকানো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিষেক ।

এদিকে, 23-এর বিধানসভা নির্বাচনকে (Tripura Assembly Elections 2023) পাখির চোখ করে ত্রিপুরায় লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস । বিধানসভা নির্বাচনের আগে প্রতিবেশী রাজ্য উপ-নির্বাচন কার্যত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জন্য সেমিফাইনাল । আর সেই সেমিফাইনালে দ্বিতীয় দফার প্রচারে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর আগে আরও একদফা প্রচারে গিয়েছিলেন তিনি । সে সময় মিছিলের পাশাপাশি জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । আগামিকাল বিকেলে ত্রিপুরার সুরমা বিধানসভা কেন্দ্রেও জনসভা করবেন তিনি ৷ জনসভার আগে অবশ্য আগরতলায় সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কিভাবে বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি বাংলায় বাস্তবায়িত করেছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি ।

ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে মজবুত করার দায়িত্ব রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, নির্বাচন যদি অবাধ ও শান্তিপূর্ণ না হয়, তাহলে তাঁরা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন । ত্রিপুরায় বিজেপি শাসিত সরকারের কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে । বিপ্লব দেবকে সরিয়ে নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছে মানিক সাহাকে । এই পরিস্থিতিতে উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে বিজেপির উপর বহুদিন ধরেই চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ।

এর আগেও ত্রিপুরায় শক্তি প্রদর্শনের চেষ্টায় নেমেছিল মমতার দল । কিন্তু ভোট বাক্সে সেভাবে দাঁত ফোটানোর সুযোগ মেলেনি । তবে তারপরও ত্রিপুরায় শক্তি বাড়ানোর আশা ছাড়ছে না ঘাসফুল শিবির । ত্রিপুরার বাসিন্দাদের একটি বড় অংশ বাংলাভাষী । সেক্ষেত্রে তৃণমূলের বাংলাভাষী নেতাদের জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রেও বাড়তি সুবিধা থাকছে । সেই সবের দিক থেকে ত্রিপুরার উপ-নির্বাচনের আগে অভিষেকের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ।

আরও পড়ুন : Presidential Election 2022 : রাষ্ট্রপতি ভোট ঘিরে বিরোধী ঐক্যে ফাটলের ইঙ্গিত, পাওয়ারের বৈঠকে থাকছেন না ‘অভিমানী’ মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.