ETV Bharat / bharat

Abhinandan Varthaman : অভিনন্দন বর্তমানের পদোন্নতি, এখন থেকে তিনি বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন - Pulwama Terror Attack

পাকিস্তানের যুদ্ধবিমানের সঙ্গে লড়াই করার পর থেকে জাতীয় নায়ক বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷ এবার তাঁর গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত করা হল ৷

abhinandan varthaman promoted to iaf group captain rank
Abhinandan Vathaman : অভিনন্দন বর্তমানের পদোন্নতি, এখন থেকে তিনি বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন
author img

By

Published : Nov 3, 2021, 7:22 PM IST

Updated : Nov 3, 2021, 7:32 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর : পদোন্নতি হল ভারতীয় বায়ুসেনার (IAF) উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) ৷ তাঁকে এবার গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত করা হল ৷

2019 সালের ফেব্রুয়ারিতে সংবাদ শিরোনামে চলে এসেছিলেন অভিনন্দন ৷ তিনি তখন বায়ুসেনার শ্রীনগরের 51 নম্বর স্কোয়াড্রোনের সদস্য৷ 27 ফেব্রুয়ারি ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে একটি পাকিস্তানের এফ-16 (Pakistan F-16) ৷ সেই সময় মিগ-21 নিয়ে সেই পাকিস্তানি যুদ্ধবিমানকে তাড়া করেন অভিনন্দন ৷

আরও পড়ুন : Covaxin : বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন

প্রসঙ্গত, তার কয়েকদিন আগেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় (Pulwama Terror Attack) ৷ 40-এর বেশি সেনা জওয়ান শহিদ হন ওই ঘটনায় ৷ তার পরই পাকিস্তানের বালাকোটে জয়েশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) জঙ্গিঘাঁটিতে এয়ারস্ট্রাইক (Balakot Air Strike) করে ৷

26 ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে ৷ তার পর দিনই অভিনন্দনের ঘটনাটি ঘটে ৷ তাঁর বিমান ভেঙে পড়ে পাকিস্তানের অধীকৃত কাশ্মীরে (PoK) ৷ তাঁকে বন্দি করে পাকিস্তান ৷ কিন্তু ভারতের কড়া অবস্থান ও আন্তর্জাতিক মহলের চাপে তাঁকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান ৷

আরও পড়ুন : Covid Vaccination : বাড়ি বাড়ি টিকাকরণে জোর দিতে পরামর্শ মোদির

সেই সময় থেকেই অভিনন্দন জাতীয় নায়কের মর্যাদা পান ৷ ফলে তাঁর এই পদোন্নতির খবর সামনে আসতেই খুশি গোটা দেশ ৷ সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, গ্রুপ ক্যাপ্টেন হল কর্নেল পদমর্যাদার সমান ৷

নয়াদিল্লি, 3 নভেম্বর : পদোন্নতি হল ভারতীয় বায়ুসেনার (IAF) উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) ৷ তাঁকে এবার গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত করা হল ৷

2019 সালের ফেব্রুয়ারিতে সংবাদ শিরোনামে চলে এসেছিলেন অভিনন্দন ৷ তিনি তখন বায়ুসেনার শ্রীনগরের 51 নম্বর স্কোয়াড্রোনের সদস্য৷ 27 ফেব্রুয়ারি ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে একটি পাকিস্তানের এফ-16 (Pakistan F-16) ৷ সেই সময় মিগ-21 নিয়ে সেই পাকিস্তানি যুদ্ধবিমানকে তাড়া করেন অভিনন্দন ৷

আরও পড়ুন : Covaxin : বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন

প্রসঙ্গত, তার কয়েকদিন আগেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় (Pulwama Terror Attack) ৷ 40-এর বেশি সেনা জওয়ান শহিদ হন ওই ঘটনায় ৷ তার পরই পাকিস্তানের বালাকোটে জয়েশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) জঙ্গিঘাঁটিতে এয়ারস্ট্রাইক (Balakot Air Strike) করে ৷

26 ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে ৷ তার পর দিনই অভিনন্দনের ঘটনাটি ঘটে ৷ তাঁর বিমান ভেঙে পড়ে পাকিস্তানের অধীকৃত কাশ্মীরে (PoK) ৷ তাঁকে বন্দি করে পাকিস্তান ৷ কিন্তু ভারতের কড়া অবস্থান ও আন্তর্জাতিক মহলের চাপে তাঁকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান ৷

আরও পড়ুন : Covid Vaccination : বাড়ি বাড়ি টিকাকরণে জোর দিতে পরামর্শ মোদির

সেই সময় থেকেই অভিনন্দন জাতীয় নায়কের মর্যাদা পান ৷ ফলে তাঁর এই পদোন্নতির খবর সামনে আসতেই খুশি গোটা দেশ ৷ সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, গ্রুপ ক্যাপ্টেন হল কর্নেল পদমর্যাদার সমান ৷

Last Updated : Nov 3, 2021, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.