ETV Bharat / bharat

অমানবিক! একদিনের মেয়েকে রাস্তায় ফেলে রাখল বাবা-মা, খুবলে গেল 3টি কুকুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 7:37 AM IST

Updated : Dec 21, 2023, 7:49 AM IST

Three dogs eat newborn in Gujarat: মর্মান্তিক ঘটনা ঘটল গুজরাতে । মাত্র একদিন বয়সি কন্যাকে রাস্তায় ফেলে রেখে গেল বাবা-মা। সুযোগ পেয়ে সদ্যজাতকে খুবলে খেল তিনটি কুকুর। বাবা ও মায়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Etv Bharat
Etv Bharat

নওসারি (গুজরাত), 21 ডিসেম্বর: একদিনের কন্যা সন্তানকে রাস্তায় ফেলে রেখে গেল বাবা-মা। একা পেয়ে সদ্যজাতকে খুবলে গেল তিনটি কুকুর। এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে গুজরাতের নওসারি জেলার জ্ঞানদেবী এলাকায়। বুধবার মৃতদেহ উদ্ধার হয়েছে। তারা বাবা ও মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাবা-মায়ের খোঁজ এখনও পায়নি পুলিশ।

ঘটনার সূত্রপাত বুধবার। সকালের দিকে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন ভদ্রেশ নামে এক পুলিশ কর্মী। তিনি স্থানীয় জ্ঞানদেবী থানায় হোমগার্ডের কাজ করেন। রাস্তার ধারে সদ্যজাত কন্যার ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে পুলিশ জানতে পারে মাত্র একদিন আগে এখানেই ওই সদ্যজাতর জন্ম হয়েছিল। সেই সূত্র ধরে মেয়েটির বাবা-মায়ের নামও জানতে পারা যায়। শুরু হয় তদন্ত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান সদ্যজাত কন্যাকে রাস্তায় ফেলে রেখে গিয়েছে বাবা-মা। তাদের কোনও খোঁজ এখনও জানতে পারেনি পুলিশ।

প্রাথমিকভাবে বাবা এবং মা-কে কাঠগড়ায় দাঁড় করালেও অন্য সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বিশেষ করে গত এক থেকে দেড় বছরের মধ্যে জ্ঞানদেবীতে ঘটে যাওয়া বেশ কয়েকটি শিশু চুরির ঘটনা পুলিশকে অন্যভাবে ভাবাচ্ছে। শিশু চুরির সঙ্গে যুক্ত কোনও গ্যাং এই শিশুটিকে চুরি করেছিল কিনা তাও জানার চেষ্টা হচ্ছে। তবে যদি তেমন কিছু ঘটেও থাকে সেক্ষেত্রে একরত্তিকে রাস্তায় কে বসিয়ে রেখে গেল সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। নওসারির ডেপুটি এসপি ভি এল প্যাটেল বলেন, "ভদ্রেশের অভিযোদের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।" পরিস্থিতি যা তাতে শিশুর বাবা ও মায়ের সন্ধান করতে না পারলে তদন্ত ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

  1. শিশুকন্যাকে চুরি করে পালাল 2 বাইক আরোহী, সিসিটিভিতে প্রমাণ থাকলেও নেওয়া হয়নি অভিযোগ !
  2. চার মেয়ের বাবার কাছে 10 হাজার টাকায় শিশু বিক্রি করল চোর ! গ্রেফতার চোর ও বাবা
  3. ফুটপাথ থেকে শিশু চুরি করে বিক্রি করত আনন্দপুরে কাণ্ডে ধৃত চার মহিলা

নওসারি (গুজরাত), 21 ডিসেম্বর: একদিনের কন্যা সন্তানকে রাস্তায় ফেলে রেখে গেল বাবা-মা। একা পেয়ে সদ্যজাতকে খুবলে গেল তিনটি কুকুর। এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে গুজরাতের নওসারি জেলার জ্ঞানদেবী এলাকায়। বুধবার মৃতদেহ উদ্ধার হয়েছে। তারা বাবা ও মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাবা-মায়ের খোঁজ এখনও পায়নি পুলিশ।

ঘটনার সূত্রপাত বুধবার। সকালের দিকে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন ভদ্রেশ নামে এক পুলিশ কর্মী। তিনি স্থানীয় জ্ঞানদেবী থানায় হোমগার্ডের কাজ করেন। রাস্তার ধারে সদ্যজাত কন্যার ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে পুলিশ জানতে পারে মাত্র একদিন আগে এখানেই ওই সদ্যজাতর জন্ম হয়েছিল। সেই সূত্র ধরে মেয়েটির বাবা-মায়ের নামও জানতে পারা যায়। শুরু হয় তদন্ত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান সদ্যজাত কন্যাকে রাস্তায় ফেলে রেখে গিয়েছে বাবা-মা। তাদের কোনও খোঁজ এখনও জানতে পারেনি পুলিশ।

প্রাথমিকভাবে বাবা এবং মা-কে কাঠগড়ায় দাঁড় করালেও অন্য সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বিশেষ করে গত এক থেকে দেড় বছরের মধ্যে জ্ঞানদেবীতে ঘটে যাওয়া বেশ কয়েকটি শিশু চুরির ঘটনা পুলিশকে অন্যভাবে ভাবাচ্ছে। শিশু চুরির সঙ্গে যুক্ত কোনও গ্যাং এই শিশুটিকে চুরি করেছিল কিনা তাও জানার চেষ্টা হচ্ছে। তবে যদি তেমন কিছু ঘটেও থাকে সেক্ষেত্রে একরত্তিকে রাস্তায় কে বসিয়ে রেখে গেল সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। নওসারির ডেপুটি এসপি ভি এল প্যাটেল বলেন, "ভদ্রেশের অভিযোদের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।" পরিস্থিতি যা তাতে শিশুর বাবা ও মায়ের সন্ধান করতে না পারলে তদন্ত ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

  1. শিশুকন্যাকে চুরি করে পালাল 2 বাইক আরোহী, সিসিটিভিতে প্রমাণ থাকলেও নেওয়া হয়নি অভিযোগ !
  2. চার মেয়ের বাবার কাছে 10 হাজার টাকায় শিশু বিক্রি করল চোর ! গ্রেফতার চোর ও বাবা
  3. ফুটপাথ থেকে শিশু চুরি করে বিক্রি করত আনন্দপুরে কাণ্ডে ধৃত চার মহিলা
Last Updated : Dec 21, 2023, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.