ETV Bharat / bharat

Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন যশবন্তকেই, জানিয়ে দিল আপ - রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে ৷ অন্যদিকে, বিরোধা জোটের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা ৷

president election 2022
রাষ্ট্রপতি ভোট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা আপের
author img

By

Published : Jul 16, 2022, 4:18 PM IST

Updated : Jul 16, 2022, 4:43 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করবে আপ ৷ শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে অরবিন্দ কেররিওয়ালের দল (AAP decides to support Yashwant Sinha in Presidential Election) ৷

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার আলোচনায় বসেছিল আপের রাজনৈতিক পরামর্শদাতা কমিটি ৷ সেই বৈঠক শেষে দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানান, যশবন্ত সিনহাকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে দল ৷ এদিন তিনি বলেন, "আমরা দ্রৌপদী মুর্মুকে সম্মান করি ৷ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করবে আপ ৷" এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং, পঞ্জাবের সাংসদ রাঘব চাড্ডা, দিল্লির বিধায়ক অতসী প্রমুখ ৷

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের আগে শনিবারই সাংসদদের দিল্লি যাওয়ার নির্দেশ বিজেপির

18 জুলাই, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন ৷ এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে ৷ তাঁর প্রতিপক্ষ বিরোধী জোট প্রার্থী যশবন্ত সিনহা ৷ উল্লেখ্য, এই মুহূর্তে বিজেপি ও কংগ্রেস বাদ দিলে আপ'ই হল একমাত্র দল যাদের দুটি রাজ্যে (দিল্লি ও পঞ্জাব) সরকার রয়েছে ৷ বর্তমানে রাজ্যসভায় আপের 10 জন সাংসদ আছেন ৷ পঞ্জাবে রয়েছেন আপের 92 জন, দিল্লিতে 62 জন বিধায়ক ৷ গোয়াতেও 2 বিধায়ক রয়েছেন আপের ৷ উল্লেখ্য, গত মাসে রাষ্ট্রপতি ভোটে বিরোধীদের প্রার্থী ঠিক করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি ৷ সেই বৈঠকে যোগ দেয়নি আপ ৷ ফলে এই নির্বাচনে আপের অবস্থান নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে ৷ এদিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সেই জল্পনায় ইতি টানলো আপ ৷

নয়াদিল্লি, 16 জুলাই: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করবে আপ ৷ শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে অরবিন্দ কেররিওয়ালের দল (AAP decides to support Yashwant Sinha in Presidential Election) ৷

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার আলোচনায় বসেছিল আপের রাজনৈতিক পরামর্শদাতা কমিটি ৷ সেই বৈঠক শেষে দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানান, যশবন্ত সিনহাকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে দল ৷ এদিন তিনি বলেন, "আমরা দ্রৌপদী মুর্মুকে সম্মান করি ৷ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করবে আপ ৷" এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং, পঞ্জাবের সাংসদ রাঘব চাড্ডা, দিল্লির বিধায়ক অতসী প্রমুখ ৷

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের আগে শনিবারই সাংসদদের দিল্লি যাওয়ার নির্দেশ বিজেপির

18 জুলাই, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন ৷ এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে ৷ তাঁর প্রতিপক্ষ বিরোধী জোট প্রার্থী যশবন্ত সিনহা ৷ উল্লেখ্য, এই মুহূর্তে বিজেপি ও কংগ্রেস বাদ দিলে আপ'ই হল একমাত্র দল যাদের দুটি রাজ্যে (দিল্লি ও পঞ্জাব) সরকার রয়েছে ৷ বর্তমানে রাজ্যসভায় আপের 10 জন সাংসদ আছেন ৷ পঞ্জাবে রয়েছেন আপের 92 জন, দিল্লিতে 62 জন বিধায়ক ৷ গোয়াতেও 2 বিধায়ক রয়েছেন আপের ৷ উল্লেখ্য, গত মাসে রাষ্ট্রপতি ভোটে বিরোধীদের প্রার্থী ঠিক করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি ৷ সেই বৈঠকে যোগ দেয়নি আপ ৷ ফলে এই নির্বাচনে আপের অবস্থান নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে ৷ এদিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সেই জল্পনায় ইতি টানলো আপ ৷

Last Updated : Jul 16, 2022, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.