নয়াদিল্লি, 4 অক্টোবর: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার আম আদমি পার্টি (আপ) সাংসদ সঞ্জয় সিং ৷ বুধবার আপ সাংসদের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি'র আধিকারিকরা ৷ তল্লাশি অভিযানের পর এদিন বিকালে সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে বলে তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। এজেন্সি মামলার সাথে সম্পর্কিত দিনের শুরুতে তার বাসভবনে তল্লাশি চালানোর পরে এটি আসে। ইডির তরফে জানানো হয়েছে, মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় অভিযানে নামে ইডি ৷ প্রসঙ্গত, ইডি এর আগে রাজ্যসভা সাংসদের পাশাপাশি তাঁর সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ করেছিল।
আপ সাংসদের বিরুদ্ধে অভিযোগ, মদ ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের জন্য 2021-22-এর জন্য দিল্লি সরকারের আবগারি নীতি কার্টেলাইজেশনের অনুমতি দিয়েছিল ৷ এক্ষেত্রে কিছু ডিলারদের সঙ্গে পক্ষপাত করা হয়েছে বলেও অভিযোগ ৷ এর জন্য সংশ্লিষ্ট ডিলারদের থেকে ঘুষ নেওয়া হয়েছিল বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ করা হয় ৷ যদিও সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ এদিন দৃঢ়ভাবে অস্বীকার করেছে আপ ৷
আপ সাংসদের গ্রেফতারি প্রসঙ্গে এদিন রাঘব চাড্ডা বলেন, "প্রায় গত 15 মাস থেকে, বিজেপি আমাদের (আপ কর্মীদের) মদ কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত করছে। গত 15 মাসে, ইডি এবং সিবিআই এক হাজার জায়গায় অভিযান চালিয়েছে ৷ তদন্তের অজুহাতে কিছু লোককে গ্রেফতার করার পরে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পরেও সংস্থা একটি পয়সাও খুঁজে পায়নি ৷ বিজেপি হতাশাগ্রস্ত ৷ আসন্ন নির্বাচনে হারতে চলেছে তার ভয়ে তারা এটা করছে ৷ এই কারণেই আমাদের দলের সদস্য সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডি হানা দিয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই ইডি একটি পয়সাও খুঁজে পায়নি ৷ তারা কোনও প্রমাণও খুঁজে পায়নি ৷ কারণ কোনও কেলেঙ্কারি না-হলে কী পাওয়া যাবে ?"
আরও পড়ুন: অভিষেককে তলব না-করে নথি জমা করার সুযোগ দেওয়া হোক, ইডিকে পরামর্শ হাইকোর্টের
অন্যদিকে, কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, "ইডি হয়ে উঠেছে বিজেপির নির্বাচন শাখা। সঞ্জয় সিং এমন একজন সাংসদ যিনি মোদি সরকারের বিরুদ্ধে বারবার প্রশ্ন তুলেছেন। তাঁর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয় ৷" প্রসঙ্গত, এর আগে দিল্লি সরকারের আবগারি নীতিটি বাতিল করেন দিল্লির উপ রাজ্যপাল ৷ পাশাপাশি সিবিআই তদন্তের সুপারিশও করেন তিনি ৷ এর পরে ইডি পিএমএলএ-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করে।
(পিটিআই)