ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: হিংগোলিতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটবেন আদিত্য ঠাকরে - মহারাষ্ট্র কংগ্রেস

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় (Congress Bharat Jodo Yatra in Maharashtra) হাঁটবেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ৷ শনিবার মহারাষ্ট্রের হিংগোলি জেলায় কংগ্রেসের এই মহামিছিলে অংশ নেবেন মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Aaditya Thackeray in Bharat Jodo Yatra) ৷

Aaditya Thackeray will Take Part in Congress Bharat Jodo Yatra in Maharashtra
Aaditya Thackeray will Take Part in Congress Bharat Jodo Yatra in Maharashtra
author img

By

Published : Nov 11, 2022, 12:28 PM IST

নান্দেদ (মহারাষ্ট্র), 11 নভেম্বর: মহারাষ্ট্রে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নেবেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে (Aaditya Thackeray in Bharat Jodo Yatra) ৷ এ দিন মহারাষ্ট্রে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’ পঞ্চমদিনে পড়েছে (Congress Bharat Jodo Yatra in Maharashtra) ৷ বর্তমানে এই যাত্রা নান্দেদ জেলায় রয়েছে ৷ আজকের পর সেটি পার্শ্ববর্তী জেলা হিংগোলিতে প্রবেশ করবে ৷ সেখানেই শিবসেনা নেতা আদিত্য ঠাকরে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷

মহারাষ্ট্র কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আদিত্য ঠাকরে শনিবার বিকেল 4টের সময় ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দেবেন ৷ সেখানে পদযাত্রায় অংশ নেবেন আদিত্য ৷ মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য আম্বাদাস দানভে এবং শিবসেনা বিধায়ক সচিন আহিরও এই পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস ৷ প্রসঙ্গত, গত 7 সেপ্টেম্বর রাহুল গান্ধি (Rahul Gandhi) তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা করেছিলেন ৷ আজ সেই কর্মসূচির 65 তম দিন ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় গানের কপিরাইট ভঙ্গের অভিযোগ, কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ আদালতের

7 নভেম্বর রাতে প্রতিবেশী রাজ্য তেলাঙ্গানা থেকে মহারাষ্ট্রের নান্দেদের দেগলুরে প্রবেশ করে ৷ গতকাল রাতে ‘ভারত জোড়ো যাত্রা’ নান্দেদের পিম্পালগাঁও এর ভিত্থল রাও দেশমুখ কার্যালয়ে থামে ৷ শুক্রবার সকালে ফের যাত্রা শুরু হয়েছে ৷ অর্ধপুরের নান্দেদ-হংগোলি সড়ক ধরে মিছিল হিংগোলি জেলার দিকে এগোচ্ছে ৷ মাঝে দুপুরে কিছুক্ষণের বিরতি নিয়ে চোরাম্বা পাহাট থেকে ফের রওনা দেবে মিছিল ৷ রাতে হিংগোলি জেলায় ঢুকবে কংগ্রেসেরে ‘ভারত জোড়ো যাত্রা’ ৷ এরইমধ্যে মহারাষ্ট্রে যাত্রা চলাকালীন প্রয়াত হন প্রবীণ কংগ্রেস নেতা কৃষ্ণ কুমার পাণ্ডে । মিছিলে হাঁটতে হাঁটতেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় ।

নান্দেদ (মহারাষ্ট্র), 11 নভেম্বর: মহারাষ্ট্রে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নেবেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে (Aaditya Thackeray in Bharat Jodo Yatra) ৷ এ দিন মহারাষ্ট্রে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’ পঞ্চমদিনে পড়েছে (Congress Bharat Jodo Yatra in Maharashtra) ৷ বর্তমানে এই যাত্রা নান্দেদ জেলায় রয়েছে ৷ আজকের পর সেটি পার্শ্ববর্তী জেলা হিংগোলিতে প্রবেশ করবে ৷ সেখানেই শিবসেনা নেতা আদিত্য ঠাকরে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷

মহারাষ্ট্র কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আদিত্য ঠাকরে শনিবার বিকেল 4টের সময় ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দেবেন ৷ সেখানে পদযাত্রায় অংশ নেবেন আদিত্য ৷ মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য আম্বাদাস দানভে এবং শিবসেনা বিধায়ক সচিন আহিরও এই পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস ৷ প্রসঙ্গত, গত 7 সেপ্টেম্বর রাহুল গান্ধি (Rahul Gandhi) তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা করেছিলেন ৷ আজ সেই কর্মসূচির 65 তম দিন ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় গানের কপিরাইট ভঙ্গের অভিযোগ, কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ আদালতের

7 নভেম্বর রাতে প্রতিবেশী রাজ্য তেলাঙ্গানা থেকে মহারাষ্ট্রের নান্দেদের দেগলুরে প্রবেশ করে ৷ গতকাল রাতে ‘ভারত জোড়ো যাত্রা’ নান্দেদের পিম্পালগাঁও এর ভিত্থল রাও দেশমুখ কার্যালয়ে থামে ৷ শুক্রবার সকালে ফের যাত্রা শুরু হয়েছে ৷ অর্ধপুরের নান্দেদ-হংগোলি সড়ক ধরে মিছিল হিংগোলি জেলার দিকে এগোচ্ছে ৷ মাঝে দুপুরে কিছুক্ষণের বিরতি নিয়ে চোরাম্বা পাহাট থেকে ফের রওনা দেবে মিছিল ৷ রাতে হিংগোলি জেলায় ঢুকবে কংগ্রেসেরে ‘ভারত জোড়ো যাত্রা’ ৷ এরইমধ্যে মহারাষ্ট্রে যাত্রা চলাকালীন প্রয়াত হন প্রবীণ কংগ্রেস নেতা কৃষ্ণ কুমার পাণ্ডে । মিছিলে হাঁটতে হাঁটতেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.