ETV Bharat / bharat

Married to Lord Shiva in Jhansi: শিবের মতো বর চেয়েছিলেন, শিবলিঙ্গকেই বিয়ে করলেন ঝাঁসির যুবতী - Lord Shiva

A Girl Gets Marry to Lord Shiva: ইচ্ছে ছিল বর হবে শিবের মতো কেউ ৷ কিন্তু, তেমনকি কেউ হয় আদউ ? তাই শিবলিঙ্গকেই বিয়ে করলেন উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা গোল্ডি ৷ রবিবার বর বেশে শিবলিঙ্গকে বিয়ে করেছেন তিনি ৷

Married to Lord Shiva in Jhansi ETV BHARAT
Married to Lord Shiva in Jhansi
author img

By

Published : Jul 24, 2023, 9:20 PM IST

শিবলিঙ্গকেই বিয়ে করলেন ঝাঁসির যুবতী

ঝাঁসি, 24 জুলাই: রথে চেপে বিয়ে করতে আসছেন বর ৷ কিন্তু, সেই বর কোনও মানুষ নন ৷ এই বর ‘শিবলিঙ্গ’ ৷ আর তাঁর কনে উত্তরপ্রদেশের ঝাঁসির অন্নপূর্ণা কলোনির গোল্ডি নামে এক যুবতী ৷ গত রবিবার বর বেশে শিবলিঙ্গের সঙ্গে শুভবিবাহ সম্পন্ন হল গোল্ডির ৷ এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার অন্নুপূর্ণা কলোনির বাসিন্দারা ৷ আর শিবকে বিয়ে করার সিদ্ধান্ত স্বয়ং কনে গোল্ডির ৷ জানালেন, শিবকে বর হিসেবে পেয়ে তিনি ধন্য হয়ে গিয়েছেন ৷

কিন্তু, হঠাৎ শিবকে বিয়ে করার ইচ্ছে কেন হল গোল্ডি নামের ওই যুবতীর ? তাঁর দাবি, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সারা জীবন অবিবাহিত থাকবেন ৷ আজীবন শিবের সেবা করে যাবেন ৷ কিন্তু, তাঁর স্বপ্ন ছিল শিবের মতো একজন কেউ তাঁর বর হবেন ৷ তাই শিবলিঙ্গকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন গোল্ডি ৷ আর শিবকে বিয়ে করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী বলে জানালেন ঝাঁসির এই যুবতী ৷

জানা গিয়েছে, গোল্ডি এবং তাঁর বাবা-মা বহু বছর ধরে ব্রহ্মাকুমারী সংস্থার সঙ্গে যুক্ত ৷ শিবকে বর হিসেবে গ্রহণ করে জীবনকে সফল করা যায় ৷ এই জ্ঞান তিনি ব্রহ্মাকুমারী সংস্থা থেকে পেয়েছিলেন ৷ তাই ঠিক করেন শিবলিঙ্গকেই বিয়ে করবেন ৷ তাই নিজের বাবা-মা’কে সেই ইচ্ছের কথা জানান ৷ তাঁরাও নাকি মেয়ের এই ইচ্ছেতে সম্মতি দেন ৷ প্রায় একমাস ধরে এই বিয়ের প্রস্তুতি চলে ৷ বিয়ের কার্ড ছাপানো হয় ৷ অতিথিদের নিমন্ত্রণ করা হয় ৷ রবিবার একটি রথে শিবলিঙ্গকে বর বেশে সাজিয়ে শোভাযাত্রা বের করা হয় ৷

আরও পড়ুন: বৈদিক মতে শ্রাবণের প্রথম সোমবার, মহাদেবের পুজোয় মেনে চলুন এই নিয়মগুলি; সৌভাগ্য ফিরবেই

সেই রথে অবশ্য কনে গোল্ডিও ছিলেন ৷ এর পর মেয়ের বাড়িতে পৌঁছে শিবলিঙ্গকে জামাই হিসেবে বরণ করে বাড়িতে প্রবেশ করানো হয় ৷ এর পর শুভদৃষ্টি, মালাবদল ও সাতপাকে ঘোরা-সহ সবরকম নিয়মরীতি মেনে শিবলিঙ্গকে বিয়ে করেন গোল্ডি ৷ তবে, শিবলিঙ্গের হয়ে তাঁকে মালাবদলের মালা পড়ানো ও সিঁদুরদান করান এক মহিলা ৷ এই অভিনব বিয়েতে অতিথিদের জন্য এলাহি খাবারের ব্যবস্থাও করা হয়েছিল ৷ এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সোমবার থেকে গোল্ডিদের বাড়িতে উৎসাহী লোকজনের ভিড় উপচে পড়ছে ৷

শিবলিঙ্গকেই বিয়ে করলেন ঝাঁসির যুবতী

ঝাঁসি, 24 জুলাই: রথে চেপে বিয়ে করতে আসছেন বর ৷ কিন্তু, সেই বর কোনও মানুষ নন ৷ এই বর ‘শিবলিঙ্গ’ ৷ আর তাঁর কনে উত্তরপ্রদেশের ঝাঁসির অন্নপূর্ণা কলোনির গোল্ডি নামে এক যুবতী ৷ গত রবিবার বর বেশে শিবলিঙ্গের সঙ্গে শুভবিবাহ সম্পন্ন হল গোল্ডির ৷ এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার অন্নুপূর্ণা কলোনির বাসিন্দারা ৷ আর শিবকে বিয়ে করার সিদ্ধান্ত স্বয়ং কনে গোল্ডির ৷ জানালেন, শিবকে বর হিসেবে পেয়ে তিনি ধন্য হয়ে গিয়েছেন ৷

কিন্তু, হঠাৎ শিবকে বিয়ে করার ইচ্ছে কেন হল গোল্ডি নামের ওই যুবতীর ? তাঁর দাবি, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সারা জীবন অবিবাহিত থাকবেন ৷ আজীবন শিবের সেবা করে যাবেন ৷ কিন্তু, তাঁর স্বপ্ন ছিল শিবের মতো একজন কেউ তাঁর বর হবেন ৷ তাই শিবলিঙ্গকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন গোল্ডি ৷ আর শিবকে বিয়ে করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী বলে জানালেন ঝাঁসির এই যুবতী ৷

জানা গিয়েছে, গোল্ডি এবং তাঁর বাবা-মা বহু বছর ধরে ব্রহ্মাকুমারী সংস্থার সঙ্গে যুক্ত ৷ শিবকে বর হিসেবে গ্রহণ করে জীবনকে সফল করা যায় ৷ এই জ্ঞান তিনি ব্রহ্মাকুমারী সংস্থা থেকে পেয়েছিলেন ৷ তাই ঠিক করেন শিবলিঙ্গকেই বিয়ে করবেন ৷ তাই নিজের বাবা-মা’কে সেই ইচ্ছের কথা জানান ৷ তাঁরাও নাকি মেয়ের এই ইচ্ছেতে সম্মতি দেন ৷ প্রায় একমাস ধরে এই বিয়ের প্রস্তুতি চলে ৷ বিয়ের কার্ড ছাপানো হয় ৷ অতিথিদের নিমন্ত্রণ করা হয় ৷ রবিবার একটি রথে শিবলিঙ্গকে বর বেশে সাজিয়ে শোভাযাত্রা বের করা হয় ৷

আরও পড়ুন: বৈদিক মতে শ্রাবণের প্রথম সোমবার, মহাদেবের পুজোয় মেনে চলুন এই নিয়মগুলি; সৌভাগ্য ফিরবেই

সেই রথে অবশ্য কনে গোল্ডিও ছিলেন ৷ এর পর মেয়ের বাড়িতে পৌঁছে শিবলিঙ্গকে জামাই হিসেবে বরণ করে বাড়িতে প্রবেশ করানো হয় ৷ এর পর শুভদৃষ্টি, মালাবদল ও সাতপাকে ঘোরা-সহ সবরকম নিয়মরীতি মেনে শিবলিঙ্গকে বিয়ে করেন গোল্ডি ৷ তবে, শিবলিঙ্গের হয়ে তাঁকে মালাবদলের মালা পড়ানো ও সিঁদুরদান করান এক মহিলা ৷ এই অভিনব বিয়েতে অতিথিদের জন্য এলাহি খাবারের ব্যবস্থাও করা হয়েছিল ৷ এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সোমবার থেকে গোল্ডিদের বাড়িতে উৎসাহী লোকজনের ভিড় উপচে পড়ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.