বালাগাভি, 7 ডিসেম্বর: বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনার জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত 2 ৷ বুধবার রাতে বেলাগাভি তালুকের দেবগিরি-বামবারাগা ক্রসের কাছে একটি টিপার ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার অভিঘাতে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জনের ৷ মৃতরা হলেন বামবরাগা গ্রামের বাসিন্দা মোহন মারুতি বেলগাঁওকর (24) এবং মাচে গ্রামের সমীক্ষা দায়েকর (12)।
পুলিশ সূত্রে খবর, এদিন এক আত্মীয়ের বিবাহ অনুষ্ঠান থেকে বামরাগা গ্রামে ফিরছিলেন তাঁরা ৷ রাতের বেলায় রাস্তা ফাঁকা থাকায় গাড়ির গতিবেগ বেশি ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বামবারাগা ক্রসের কাছে একটি টিপারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার পর টিপারটির ডিজেল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে ৷ আগুন ধরে যায়। গাড়িতে থাকা চার জনের মধ্যে 2 জনের মৃ্ত্যু হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় অন্য দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত মহেশ বেলগাঁওকর এবং স্নেহা বেলগাঁওকর বর্তমানে বেলগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ডিসিপি পিভি স্নেহা ৷ এসিপিও-সহ কাকতি থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ উপস্থিত হয় দমকল বিভাগের আধিকারিকরা । দু’টি দেহই ময়নাতদন্তের জন্য বিমস হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । দুর্ঘটনার পরই টিপার চালক থানায় এসে আত্মসমর্পণ করেন । ঘটনায় কাকতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছেল পুলিশ ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান রাতের বেলায় দুু'টি গাড়ির গতি বেশি ছিল ৷ চালক ট্রাফিক আইন না-মানার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে ৷
আরও পড়ুন: