ছত্তিশগড়, 25 ডিসেম্বর: মদ খেতে বাধা দেওয়ায় স্ত্রীকে 'খুন' করল স্বামী ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের মাজারকাট্টা জেলার গড়িয়াবাঁধে ৷ খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্বামী (Husband Murdered Wife for Stopping Drinking Wine) ৷ মৃতার নাম মীনা ধ্রুব ৷ সে গাঞ্জাপুরী স্কুলের শিক্ষিকা । অভিযুক্তের নাম ডোমানকান্ত ধ্রুব ৷
জানা গিয়েছে, শুক্রবার রাতে মদ্যপান করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয় ৷ রাতে মীনা তাঁর স্বামী ডোমানকান্তকে মদ খেতে বারন করায় স্ত্রীকে লোহার রড দিয়ে মারধর করে ডোমানকান্ত ৷ অতিরিক্ত মারের চোটে ঘটনাস্থলেই মারা যান মীনা ৷ এরপরই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ৷ পাশাপাশি থানায় গিয়ে জানায়, এই খুনের জন্য তার কোনও অনুশাচনা নেই ৷ পুলিশ তাকে গ্রেফতার করেছে (Teacher Domankant Dhruv Arrested) ৷
নিহতের মামা মণিরাম জানান, দু'জনেই একটি সরকারি স্কুলের শিক্ষক । জামাই তাঁর স্ত্রী ওপর হামলা চালায় । মদ নিয়ে ঝগড়া জেরে ভাগনিকে রড দিয়ে মারধর করে । এত মারধর করা হয় যে সে মারা যায় ।
আরও পড়ুন: টিভি সিরিয়ালের সেটেই আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া টেলিজগতে
গড়িয়াবন্দ থানার ইনচার্জ রাকেশ মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাজারকাট্টার ওই শিক্ষক ডোমানকান্ত ধ্রুব ইন্দাগাঁওয়ের একজন শিক্ষক । তাদের দুটি সন্তান রয়েছে । একটি ছেলে ও একটি মেয়ে । দুই সন্তানই দাদুর বাড়িতে গিয়েছিল । ছেলের বয়স দশ বছর আর মেয়ের বয়স তিন বছর । ডোমানকান্ত ধ্রুব মদ্যপানে আসক্ত ছিলেন । শুক্রবার রাতেও মদ্যপান করছিলেন । এ সময় তার স্ত্রী মীনা ধ্রুব তাকে মদ খেতে নিষেধ করেন । এতে ক্ষিপ্ত হয়ে ডোমানকান্ত ধ্রুব তার মাথায় রড দিয়ে আঘাত করেন । ডোমানকান্ত রড দিয়ে মাথায় এমনভাবে আঘাত করেন যে ঘটনাস্থলেই মীনা মারা যায় । সারা ঘরে রক্ত ছড়িয়ে পড়ে । অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করা হয়েছে ৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷