ETV Bharat / bharat

Migrant Labour Shot Dead কাশ্মীরে পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করল জঙ্গিরা

আবার রক্ত ঝরল উপত্যকায়। গুলি করে খুন করা হল পরিযায়ী শ্রমিককে । জানা গিয়েছে তাঁর নাম মহম্মদ আমরেজ । বাড়ি বিহারে (Migrant labour shot deed)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 12, 2022, 7:49 AM IST

Updated : Aug 17, 2022, 11:08 AM IST

বান্দিপুরা, 12 অগস্ট: আবার রক্ত ঝরল উপত্যকায়। জঙ্গিদের গুলিতে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের । জানা গিয়েছে তাঁর নাম মহম্মদ আমরেজ । বছর উনিশের ওই তরুণের বাড়ি বিহারে । কাশ্মীরের বান্দিপুরা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে খবর (Migrant labour shot deed)।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে টুইট করে এই ঘটনার কথা জানানো হয়েছে । তাতে লেখা হয়েছে বান্দিপুরের সম্বল এলাকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ওই শ্রমিকের । গুলি লাগার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ২৪ ঘণ্টা আগে উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন 3 সেনা জওয়ান ।

মৃতের ভাই জানিয়েছেন, গভীর রাতে দাদা বাড়ির বাইরে যান । সেসময় গুলির শব্দ শোনা যাচ্ছিল । এর কিছুক্ষণ বাদে আরমেজকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় । দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ।

আরও পড়ুন: তামিলনাড়ুর সুলুরে ফরাসি বায়ুসেনা-যুদ্ধবিমান ! কেন ?

বান্দিপুরা, 12 অগস্ট: আবার রক্ত ঝরল উপত্যকায়। জঙ্গিদের গুলিতে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের । জানা গিয়েছে তাঁর নাম মহম্মদ আমরেজ । বছর উনিশের ওই তরুণের বাড়ি বিহারে । কাশ্মীরের বান্দিপুরা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে খবর (Migrant labour shot deed)।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে টুইট করে এই ঘটনার কথা জানানো হয়েছে । তাতে লেখা হয়েছে বান্দিপুরের সম্বল এলাকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ওই শ্রমিকের । গুলি লাগার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ২৪ ঘণ্টা আগে উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন 3 সেনা জওয়ান ।

মৃতের ভাই জানিয়েছেন, গভীর রাতে দাদা বাড়ির বাইরে যান । সেসময় গুলির শব্দ শোনা যাচ্ছিল । এর কিছুক্ষণ বাদে আরমেজকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় । দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ।

আরও পড়ুন: তামিলনাড়ুর সুলুরে ফরাসি বায়ুসেনা-যুদ্ধবিমান ! কেন ?

Last Updated : Aug 17, 2022, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.