গোয়া, 12 অক্টোবর: ভেঙে পড়ল মিগ 29কে যুদ্ধ বিমান ! বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে গোয়া উপকূলে ৷ রুটিন উড়ানে গিয়েছিল যুদ্ধবিমানটি ৷ হঠাৎ কোনও রকম প্রযুক্তিগত গোলমালে সেটি বেস ক্যাম্পে ফিরে আসে ৷ ফেরার সময় সমুদ্র সৈকতে ঘটে দুঘর্টনা ৷ তবে প্রাণে রক্ষা পেয়েছেন বিমানচালক ৷ তিনি নিরাপদে যুদ্ধ বিমানটি থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং তাঁর শারীরিক পরিস্থিতিও স্থিতিশীল (A MiG 29K fighter aircraft crashed over sea) ৷
এর আগে দশেরার দিন এমন দুর্ঘটনা ঘটেছিল ৷ অরুণাচল প্রদেশের তায়াঙে বুধবার সকাল 10টা নাগাদ সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ে । সে সময় কপ্টারে পাইলট এবং সেকেন্ড পাইলট উপস্থিত ছিলেন । দুর্ঘটনায় প্রাণ হারান লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব । দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয় সেনা ।
প্রথমে দুই পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় । সেখানে প্রাণ হারান এক পাইলট । জানা গিয়েছে, পাইলটের আঘাত বেশ গুরুতর ছিল । আর তার জেরেই শেষরক্ষা হল না । সেকেন্ড পাইলটেরও চোট গুরুতর ছিল (Cheetah Helicopter Crashes in Arunachal Pradesh) ।
আরও পড়ুন: রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান, 2 পাইলটের মৃত্যু
এর আগেও একাধিকবার সেনার কপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে । গত বছর 8 ডিসেম্বর দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত এরকমই একটি দুর্ঘটনায় প্রাণ হারান । স্বাধীনতার পর থেকে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে । আর তার জেরে সেনাবাহিনীতে একটি বিশেষ নিয়ম চালু আছে । এখন দু'জন সেনাকর্তা কখনই এক বিমানে যাতায়াত করেন না ।