মুম্বই,29 ডিসেম্বর: বড়দিন মিটেছে। আসছে ইংরেজি নতুন বছর। বিশ্বের সমস্ত প্রান্তেই লেগেছে উৎসবের পরশ । আলোর মেলায় সেজেছে চারদিক (Family faced boycott in a village near Mumbai) । কিন্তু সমাজের ভেতর ঘাপটি মেরে থাকা অন্ধকার যে কিছুতেই পিছু ছাড়তে চায় না তা আরও একবার প্রমাণ হল মুম্বইয়ের উপকন্ঠে । বরিভালির কাছে শিম্পলি গ্রামে এক মহিলা তিন ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন । গ্রামবাসীদের একটা অংশ সেই অভিযোগ প্রত্যাহার করতে চাপ দিতে থাকে । মহিলা রাজি হননি । শেষমেশ রীতিমতো সভা ডেকে গ্রামের মাথারা জানিয়ে দেয় ওই মহিলা এবং তাঁর পরিবারের সঙ্গে গ্রামের কেউ মিশবে না ।
আরও পড়ুন: দুনিয়াজুড়ে ডাউন টুইটার ! সমস্যায় মাইক্রোব্লগিং সংস্থার গ্রাহকরা
শুধু তাই নয়, চিঠি লিখে এটাও বলে দেওয়া হয় গ্রামের কোনও অনুষ্ঠানেও তাঁদের অংশ নেওয়ার দরকার নেই । তবে এত চাপের কাছে মাথা নোয়ানিও পরিবার । এভাবে একঘরে করে দেওয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ (Police Probe is on)। ঘটনার সূত্রপাত এপ্রিল মাসে । পুলিশে দায়ের করা অভিযোগে নির্যাতিতার দাবি 16 তারিখ তাঁর সঙ্গে গ্রামের তিন ব্যক্তি অশালীন আচরণ করে । এরপরই থানায় গোটা বিষয়টি জানায় পরিবার । কিন্তু এরইমধ্যে সক্রিয় হয়ে ওঠে গ্রামের কয়েকজন ব্যক্তি । দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হতে থাকে। কিন্তু পরিবার রাজি হয়নি ।
এরপর 22 তারিখ গ্রামে সভা ডাকা হয় । সেখানেও অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। তাতেও রাজি হয়নি পরিবার । সেখানেই বয়কটের সিদ্ধান্ত হয়। লিখিতভাবে সেটা পরিবারের সদস্যদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ওই পরিরারের দাবি, গত এপ্রিল মাস থেকেই তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে । গ্রামের অনেকেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে । তবে হাল ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকেননি পরিবারের সদস্যরা । এভাবে একঘরে করা নিয়ে নতুন করে থানায় অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত করছে পুলিশ।