ETV Bharat / bharat

Fire Caught at Diesel Shop in Bihar: দীপাবলির রাতে আতসবাজি থেকে আগুন ডিজেলের দোকানে, আহত শতাধিক - Fire Caught at Diesel Shop

Fire Broke Out at Diesel Shop in Siwan: আতসবাজির আগুন থেকে বিহারে একটি ডিজেলের দোকানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় দুই দমকল কর্মী ও তিনজন পুলিশ কর্মী-সহ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 7:27 PM IST

Updated : Nov 13, 2023, 7:48 PM IST

সিওয়ান (বিহার), 13 নভেম্বর: দীপাবলির রাতে আনন্দের মাঝে এক ভয়াবহ অগ্নিকাণ্ড বিহারের সিওয়ান জেলায় ৷ আতসবাজি থেকে আগুন ধরল ডিজেলের দোকানে ৷ রব রাত দশটা নাগাদ সিওয়ানের এমএইচ শীলা মার্কেটে বাজি থেকে ওই দোকানে আগুন ধরে বলে জানা গিয়েছে ৷ দোকানের ভিতরে থাকা ডিজেলের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ নিমেষের মধ্যে আশেপাশের অসংখ্য দোকান আগুনের গ্রাসে চলে আসে ৷ এই ঘটনায় আগুন নেভাতে এসে দুই দমকল কর্মী এবং তিন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ এছাড়াও, আশেপাশের দোকানদার এবং অন্যান্য মানুষজন মিলিয়ে আহতের সংখ্যা প্রায় শতাধিক ৷ জানা গিয়েছে, ওই দোকানে বেআইনিভাবে ডিজেল মজুত করে বিক্রি করা হত ৷

আতসবাজির কারণে ডিজেলের দোকানে আগুন: পুলিশ জানিয়েছে, আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, আশেপাশের বহু দোকান জ্বলে ছাড়খার হয়ে গিয়েছে ৷ তথ্য অনুযায়ী, এমএইচ নগর থানার ঠিক সামনে শীলা মার্কেটে কিছু বাচ্চা বাজি ফাটাচ্ছিল ৷ সেই সময় বাজির আগুন ছিটকে পাশে থাকা ডিজেলের দোকান পড়ে ৷ আর তার কয়েক মুহূর্তে পুরো মার্কেট আগুনের গ্রাসে চলে আসে ৷ কিছুক্ষণের মধ্যেই অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয় ৷

পুলিশ-সহ আহত শতাধিক: এই ঘটনায় স্থানীয়রা দমকলে খবর দিলেও, ততক্ষণে অনেক কিছু পুড়ে গিয়েছে ৷ রাত 10টার দিকে এই ঘটনা ঘটে ৷ আগুন লাগার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ এই অগ্নিকাণ্ডে দুই ফায়ার ব্রিগেডের কর্মী এবং তিন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ স্থানীয়দের দাবি, ব্যবসায়ীদের অধিকাংশ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৷

ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিক দাবি করেছেন ব্যবসায়ীদের একাংশ ৷ আহতদের মধ্যে কয়েকজনকে সিওয়ান সদর হাসপাতালে এবং কয়েকজনকে একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করানো হয়েছে ৷ অধিকাংশকে গুরুতর অবস্থায় গোরক্ষপুরে স্থানান্তরিত করা হয়েছে ৷

সিওয়ানের এসডিপিও ফিরোজ আলম জানিয়েছেন, "আতসবাজির কারণে আগুন লেগেছে ৷ দোকানে ডিজেল মজুত করে বিক্রি করা হত ৷ ডিজেল ভরতি দোকানে আগুন লাগার কারণে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে ৷ অনেক মানুষ আহত হয়েছেন ৷ পুলিশ কর্মীরাও আহত হয়েছেন ঘটনায় ৷ সবাই চিকিৎসাধীন এই মুহূর্তে ৷ বাজারের মধ্যে বেআইনিভাবে ডিজেল বিক্রির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. চাঁদনি চকের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুর্ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন
  2. শ্রীনগরের ডাল লেকে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি হাউজবোট
  3. আগুনের লেলিহান শিখায় পুড়ল চলন্ত বাস! মৃত এক; আহত বহু

সিওয়ান (বিহার), 13 নভেম্বর: দীপাবলির রাতে আনন্দের মাঝে এক ভয়াবহ অগ্নিকাণ্ড বিহারের সিওয়ান জেলায় ৷ আতসবাজি থেকে আগুন ধরল ডিজেলের দোকানে ৷ রব রাত দশটা নাগাদ সিওয়ানের এমএইচ শীলা মার্কেটে বাজি থেকে ওই দোকানে আগুন ধরে বলে জানা গিয়েছে ৷ দোকানের ভিতরে থাকা ডিজেলের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ নিমেষের মধ্যে আশেপাশের অসংখ্য দোকান আগুনের গ্রাসে চলে আসে ৷ এই ঘটনায় আগুন নেভাতে এসে দুই দমকল কর্মী এবং তিন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ এছাড়াও, আশেপাশের দোকানদার এবং অন্যান্য মানুষজন মিলিয়ে আহতের সংখ্যা প্রায় শতাধিক ৷ জানা গিয়েছে, ওই দোকানে বেআইনিভাবে ডিজেল মজুত করে বিক্রি করা হত ৷

আতসবাজির কারণে ডিজেলের দোকানে আগুন: পুলিশ জানিয়েছে, আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, আশেপাশের বহু দোকান জ্বলে ছাড়খার হয়ে গিয়েছে ৷ তথ্য অনুযায়ী, এমএইচ নগর থানার ঠিক সামনে শীলা মার্কেটে কিছু বাচ্চা বাজি ফাটাচ্ছিল ৷ সেই সময় বাজির আগুন ছিটকে পাশে থাকা ডিজেলের দোকান পড়ে ৷ আর তার কয়েক মুহূর্তে পুরো মার্কেট আগুনের গ্রাসে চলে আসে ৷ কিছুক্ষণের মধ্যেই অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয় ৷

পুলিশ-সহ আহত শতাধিক: এই ঘটনায় স্থানীয়রা দমকলে খবর দিলেও, ততক্ষণে অনেক কিছু পুড়ে গিয়েছে ৷ রাত 10টার দিকে এই ঘটনা ঘটে ৷ আগুন লাগার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ এই অগ্নিকাণ্ডে দুই ফায়ার ব্রিগেডের কর্মী এবং তিন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ স্থানীয়দের দাবি, ব্যবসায়ীদের অধিকাংশ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৷

ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিক দাবি করেছেন ব্যবসায়ীদের একাংশ ৷ আহতদের মধ্যে কয়েকজনকে সিওয়ান সদর হাসপাতালে এবং কয়েকজনকে একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করানো হয়েছে ৷ অধিকাংশকে গুরুতর অবস্থায় গোরক্ষপুরে স্থানান্তরিত করা হয়েছে ৷

সিওয়ানের এসডিপিও ফিরোজ আলম জানিয়েছেন, "আতসবাজির কারণে আগুন লেগেছে ৷ দোকানে ডিজেল মজুত করে বিক্রি করা হত ৷ ডিজেল ভরতি দোকানে আগুন লাগার কারণে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে ৷ অনেক মানুষ আহত হয়েছেন ৷ পুলিশ কর্মীরাও আহত হয়েছেন ঘটনায় ৷ সবাই চিকিৎসাধীন এই মুহূর্তে ৷ বাজারের মধ্যে বেআইনিভাবে ডিজেল বিক্রির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. চাঁদনি চকের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুর্ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন
  2. শ্রীনগরের ডাল লেকে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি হাউজবোট
  3. আগুনের লেলিহান শিখায় পুড়ল চলন্ত বাস! মৃত এক; আহত বহু
Last Updated : Nov 13, 2023, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.