বেঙ্গালুরু, 17 জানুয়ারি: কখনও ট্রাক, কখনও চারচাকা; যানবাহন মানুষকে হ্যাঁচড়াতে-হ্যাঁচড়াতে টেনে নিয়ে যাচ্ছে কয়েক কিলোমিটার পর্যন্ত ৷ বছরের শুরুতে এমনই একাধিক ঘটনায় শিউরে উঠেছিল দেশ ৷ দিল্লির বুকে ঘটে যাওয়া এক ঘটনায় প্রাণও হারাতে হয় বছর কুড়ির তরুণীকে ৷ স্থান-কাল-যান ভেদে ফের একই ঘটনার সাক্ষী রইল দেশ ৷ অকুস্থল এবার বেঙ্গালুরু ৷ মাঝরাস্তায় এক ব্যক্তিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে চলল এক বাইক আরোহী (A biker dragged a person in the middle of the road in Bengaluru) ৷ এটি কোনও দুর্ঘটনা নয়, বরং জেনেবুঝেই বাইক আরোহী এমনটা ঘটিয়েছেন বলে জানা গিয়েছে ৷ গার্ডেন সিটিতে কী কারণে ঘটল এমন নির্মম কাণ্ড ?
ঘটনার উৎস অনুসন্ধানে জানা গিয়েছে, যে ব্যক্তিকে বাইক আরোহী ছেঁচড়ে টেনে গিয়েছেন, তিনি আসলে একজন সুমো ড্রাইভার ৷ বেঙ্গালুরুর মাগাড়ি রোডে টোলগেটের কাছে ঘটনার সূত্রপাত ৷ বাইক আরোহী ভুল পথে এসে টাটা সুমোটিকে ধাক্কা দেয় ৷ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় টাটা সুমোটি ৷ গাড়ি থেকে নেমে স্বাভাবিক নিয়মেই বাইক আরোহীর কাছে ক্ষতিপূরণ দাবি করেন সুমো ড্রাইভার ৷ দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলতে চলতে বাইক আরোহী সুমো ড্রাইভারকে ঠেলে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে ৷ কিন্তু সুমো ড্রাইভারও ক্ষতিপূরণের জন্য ছিলেন নাছোড় ৷
ফলস্বরূপ বাইকটিকে ধাওয়া শুরু করেন সুমো ড্রাইভারটি ৷ অন্যদিকে বাইক নিয়ে পালাতে উদ্যত ছিল বাইক আরোহীও ৷ সবমিলিয়ে এক সিনেম্য়াটিক সিচুয়েশনের সাক্ষী থাকে গার্ডেন সিটি ৷ জানা গিয়েছে, সুমো ড্রাইভারটি ওই বাইকের পিছন ধরে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ৷ অবশেষে পথচারীরা বাইক আরোহীকে প্রথমে দাঁড় করায় এবং পরবর্তীতে সব শুনে তাকে ব্য়াপক মারধর করে বলে জানা গিয়েছে ৷ এরপর অভিযুক্ত বাইক আরোহীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷
আরও পড়ুন: স্কুটার-সহ মহিলাকে হিঁচড়ে কয়েক কিমি নিয়ে গেল ট্রাক! খোয়া গেল প্রাণ
পুরো ঘটনাটি ভিডিয়ো রেকর্ডিং করেন পথচারীরা ৷ স্থানীয় বিদ্যানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ আধিকারিকদের হাতে প্রমাণস্বরূপ ওই ভিডিয়ো তুলে দেওয়া হয় ৷ যা দেখে অভিযুক্ত বাইক আরোহীর নামে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police registered a case and started investigation) ৷ সামাজিক মাধ্যমে এখন ভাইরাল সেই ভিডিয়ো ৷