সবরকন্ঠ, 16 মে : গুজরাতে বহু লোক রয়েছেন, যারা 58 বছর ধরে সরকারি চাকরি করছেন ৷ কিন্তু ব্যতিক্রম গেমাজি নিনামা ৷ তিনি 58 বছর ধরে পেনশন পাচ্ছেন ৷ 95 বছর বয়সি নিনামা এখনও কাজ করেন ৷ বাড়ির লোক তাঁর আয়ের উপর অনেকাংশেই নির্ভরশীল ৷ পাশাপাশি গেমাজি একজন পেনশনারও ৷ 1947 সালে চাকরিতে নিযুক্ত হওয়া গেমাজি 1960 সালে অসুস্থ হয়ে ছুটিতে যান ৷ 4 বছর পর থেকে তাঁকে পেনশন দেওয়া শুরু করে সরকার ৷ যা আজও চলছে (Gemaji Ninama becomes longest pensioner) ৷
আহমেদাবাদের শাহিবাগ থানার পুলিশ কনস্টেবল পদে কাজ করতেন গেমাজি ৷ কর্মজীবনে শারীরিক সমস্যায় প্রায় দু-তিন মাস ঘরে বসেছিলেন তিনি । ফলস্বরূপ, 1964 সালে তাঁর পেনশন শুরু হয়েছিল । 2022 সালে তাঁর পেনশন পাওয়ার 58 বছর পূর্তি হল ৷ ইতিহাসে তিনিই সবচেয়ে বেশিদিন ধরে পেনশন উপভোগ করছেন ৷ 95 বছরের গেমাজির পরিবারের দাবি, তাঁর বয়স আসলে 115 বছর ।
![Longest Pensioner News](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15303091_gemaji.jpg)
বর্তমানে পরিবারে সদস্য 22 জন ৷ ফলে তাঁদের সাহায্য করার জন্য একটি খামারে কাজ করছেন তিনি । গেমাজি বিশ্বাস করেন, যৌথ পরিবার সুখী পরিবার ৷ ছেলে, নাতি-নাতনিরা, গেমাজির জন্য গর্বিত । গেমাজির 4 সন্তান । দেশকে সেবা করার লক্ষ্যে তাঁদেরই একজনকে সেনাবাহিনীতে পাঠিয়েছিলেন তিনি ৷ আজ থেকে 25 বছর আগে মণিপুরে স্থানীয় ধর্মান্ধদের সাথে সংঘর্ষে তাঁর মৃত্যু হয় । তারপর থেকে পরিবারের বাকি সদস্যদের বুকে করে আগলে রেখেছেন তিনি ৷
আরও পড়ুন : তিনদশকের রোজনামচা, মেয়েকে বড় করতে পুুরুষ পরিচয়েই বাঁচছেন পেচিয়াম্মাল
গেমাজি নিনামার পুত্রবধূ কোকিলাবাহেন নিনামা বলেন, ‘‘শ্বশুর নিজে খামারে কাজ করে আমাদের দেখভাল করছেন ৷ আমরা কেউই ওনার মতো প্রাণোচ্ছ্বল নই ৷’’ গেমাজির নাতি নিনামা মহেন্দ্র বলেন, ‘‘দাদা সমস্ত কাজ একাই করেন । তিনি আমাদের কৃষিকাজ কীভাবে কাজ করতে হয় তাও শেখান ।’’
চলতি বছরে তাঁকে পুলিশি চাকরি থেকে ভিআরএস দেওয়ার পরিকল্পনা চলছে ৷ তা কার্যকর হলে সবচেয়ে বেশি বয়সে অবসর নেওয়ার রেকর্ডও গড়বেন গেমাজি ৷